Hair Coloring Tips: পার্লারের খরচ বাঁচিয়ে বাড়িতে চুলে রং করছেন? যে ৭টি বিষয়ের খেয়াল রাখবেন
Hair Care Tips: অনেকেই লুক বদল করতে চুলে রং করান। স্যালোঁতে গিয়ে চুলে রং করালে অনেক হাজার টাকা খরচ করতে হয়। সেই খরচ এড়াতে অনেকে বাড়িতে চুলে রং করান। কিন্তু সবসময় বাড়িতে চুলে রং করালে সঠিক ফলাফল পাওয়া যায় না। তাই বাড়িতে যদি চুলে রং করান, তাহলে এই কয়েকটি বিষয় মাথায় রাখা দরকার।

সামনেই পুজো। তার আগে অনেকেই ভিড় করেন পার্লারে। চুলের পরিচর্চার পাশাপাশি চুলেরও যত্ন নেওয়া হয় একইভাবে। এসময় কেউ স্মুদনিং করানো, আবার কেউ স্টেটনিং। আবার অনেকেই লুক বদল করতে চুলে রং করান। স্যালোঁতে গিয়ে চুলে রং করালে অনেক হাজার টাকা খরচ করতে হয়। সেই খরচ এড়াতে অনেকে বাড়িতে চুলে রং করান। আজকাল বাজারে হেয়ার কালার কিনতে পাওয়া যায়। সেটা একসঙ্গে মিশিয়ে নিয়ে চুলে লাগিয়ে নিলেই কাজ শেষ। কিন্তু সবসময় বাড়িতে চুলে রং করালে সঠিক ফলাফল পাওয়া যায় না। তাই বাড়িতে যদি চুলে রং করান, তাহলে এই কয়েকটি বিষয় মাথায় রাখা দরকার।
সঠিক রং বাছুন: আপনার চেহারার সঙ্গে কোনও রং যাচ্ছে, সেই অনুযায়ী হেয়ার কালার বাছুন। আপনি যদি আগে চুলের রং করিয়ে থাকেন, তাহলে সেটাই আবার বেছে নিতে পারেন। এতে ভুল রং করানোর ভয় থাকবে না।
প্যাচ টেস্ট করুন: আপনার ত্বক হেয়ার কালারের প্রতি সংবেদনশীল হতে পারে। অর্থাৎ ত্বকের উপর রং লেগে র্যাশ, অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে। তাই চুলে রং দেওয়ার আগে প্যাচ টেস্ট করে নেওয়া জরুরি। বাড়ির পাশাপাশি স্যালোঁতে গিয়ে চুলে রং করালেও এই নিয়ম মানতেই হবে।
নিয়ম মেনে চুলে রং করুন: প্রতিটা রং চুলে লাগানোর বিভিন্ন নিয়ম থাকে। সে নিয়মাবলি উল্লেখ থাকে প্যাকেটের গায়ে। হেয়ার কালারের প্যাকেটের গায়ে এই নিয়মগুলো পড়ে চুলে রং লাগান। এতে ভুল হওয়ার সম্ভাবনা কম এবং সেরা ফলাফল পেতে পারেন।
সচেতন ভাবে চুলে রং করুন: চুলে রং লাগানোর আগে হেয়ারলাইনের ত্বকের উপর পেট্রোলিয়াম জেলি লাগিয়ে নিন। এতে ত্বকের উপর র্যাশ বেরোনোর সম্ভাবনা কমে যাবে। পাশাপাশি ত্বকের উপর রং লাগলেও তা সহজেই উঠে যাবে। হাতে গ্লফস পরে চুলে রং করুন। আর যদি ত্বকের উপর কোথাও রং লেগে যায়, তাহলে অ্যালকোহলে ঘষে দাগ তুলে ফেলুন।
একসঙ্গে গোটা মাথায় রং করবেন না: কলপ করতে গিয়ে গোটা মাথায় কালো করে বসেন? এই ভুল করবেন না। পাঁচ-ছয় ভাগে চুল ভাগ করে নিন। তারপর চুলে রং লাগান। এতে হেয়ার কালার খুব ন্যাচারাল দেখাবে।
বেশিক্ষণ রাখবেন না: চুলে রং করানোর সময় এই ভুলটা কমবেশি সকলেই করে থাকেন। চুলে রং লাগিয়ে দীর্ঘক্ষণ বসে থাকেন। চুলে রং লাগিয়ে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকার দরকার নেই। এতে স্ক্যাল্পের সমস্যা বাড়তে পারে। খুব বেশি হলে ৩০-৩৫ মিনিটই যথেষ্ট। এতেই চুলে সুন্দর রং ধরে যাবে।
চুলে রং করানোর পর যা কিছু করবেন: রং লাগানোর পর চুল ধুয়ে ফেললেই কাজ শেষ হয়ে যায় না। এই রং যাতে দীর্ঘস্থায়ী হয়, তার জন্য চুল ধুয়ে নিয়ে হেয়ার মাস্ক লাগান। ১০ মিনিট চুলে হেয়ার মাস্ক লাগিয়ে নিন। এটি আপনার চুলকে হাইড্রেশন প্রদান করবে। পাশাপাশি চুলকে ভাল রাখবে।
