AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Viral Face Pack: কফি, নারকেল তেল আর মুলতানি মাটি এভাবে মিশিয়ে মুখে লাগালে একধাক্কায় ২০ বছর বয়স কমবে

Skin Care Tips: অনেকেই কাজের চাপে পার্লারে যাওয়ার সময় পাচ্ছেন না। তাঁরা এই প্যাক বানিয়ে লাগিয়ে নিন মুখে। প্রথমে একচামচ নারকেল তেল নিয়ে তাতে এক চামচ কফি পাউডার ভাল করে মিশিয়ে নিতে হবে। এবার তাই দিয়েই মুখে ম্যাসাজ করুন ভাল করেছ। ম্যাসাজ করে ১-২ মিনিট রেখে দিন

Viral Face Pack: কফি, নারকেল তেল আর মুলতানি মাটি এভাবে মিশিয়ে মুখে লাগালে একধাক্কায় ২০ বছর বয়স কমবে
বাড়িতেই বানান কফি ফেস প্যাক
| Edited By: | Updated on: Oct 19, 2023 | 8:00 AM
Share

পরশু ষষ্ঠী, দেবীর বোধন। আর তাই অনেক মণ্ডপেই এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। জোর কদমে কাজ চলছে। যাতে প্যান্ডেলের যাবতীয় কাজ তার আগেই সমাপ্ত হয়ে যায়। কুমোরটুলি থেকে মা এবার পাড়ি দিয়েছেন মণ্ডপের উদ্দেশ্যে। রাস্তায় তাই যানযটের মধ্যে মা-ও আটকা পরছেন কিছু সময়। প্রতি বছর এই শরৎ কাল আসলেই প্রকৃতি যেন অন্য রূপ নেয়। সকাল হলেই আঙিনা ভরে থাকে শিউলি ফুলে, নীল আকাশ, মাঠ সাদা কাশফুলে। যদিও বৃষ্টির জন্য এবার অনেক জায়গাতেই কাশফুল একদম নষ্ট হয়ে গিয়েছে। অতিবৃষ্টিতে পচে গিয়েছে পদ্মও। এই পুজোর জন্য সকলে প্রতীক্ষা করে বসে থাকেন। দ্বিতীয়া থেকেই সেজেগুজে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছেন অনেকে।

সকলেই চান পুজোয় সুন্দর করে সাজতে যাতে সব রকম নজর থাকে তার দিকেই। পুজোর অন্তত এক মাস আগে থেকে শুরু হয়ে যায় সেই প্রস্তুতি। জিমে ভিড় বাড়তে থাকে। পার্লারে পড়ে লম্বা লাইন। কেউ যদি ফেসিয়াল, ব্লিচ করাতে আসেন তো কেউ যান চুলে রং করতে, চুল কাটতে, কেরাটিন করতে। আর তাই পার্লারে যাওয়ার সময় না হলে বাড়িতেই বানিয়ে নিন এই ভাইরাল ফেসপ্যাক। অনেকেই কাজের চাপে পার্লারে যাওয়ার সময় পাচ্ছেন না। তাঁরা এই প্যাক বানিয়ে লাগিয়ে নিন মুখে। প্রথমে একচামচ নারকেল তেল নিয়ে তাতে এক চামচ কফি পাউডার ভাল করে মিশিয়ে নিতে হবে। এবার তাই দিয়েই মুখে ম্যাসাজ করুন ভাল করেছ। ম্যাসাজ করে ১-২ মিনিট রেখে দিন। মুখের সব ডেড সেল তুলে দিতে এই স্ক্রাবারের জুড়ি মেলা ভার। এবার ভেজা তোয়ালে দিয়ে মুখ ভাল করে মুছে নিতে হবে। বাচ্চারাও ব্যবহার করতে পারে এই ফেসপ্যাক।

এবার ছোট বাটিতে হাফ চামচ কফি গুঁড়ো, মুলতানি মাটি, চন্দন পাউডার, লেবুর রস, মধু  মিশিয়ে প্যাক বানিয়ে নিন। এই প্যাক মুখে লাগিয়ে ৩০ মিনিট রাখতে হবে। এবার তা শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে নিন। ঠাকুর দেখতে যাওয়ার আগে এই প্যাক লাগিয়ে নিন, এতে মুখ উজ্জ্বল থাকবে। কোনও রকম দাগ ছোপ পড়বে না। যদি রাতে ঠাকুর দেখতে বেরোন তাহলে পরদিন সকালে উঠে অবশ্যই এই ফেসপ্যাক লাগিয়ে নেবেন।