Hair Care Tips: সপ্তাহে কতবার শ্যাম্পু করা উচিত? টিপস শেয়ার করলেন চর্মরোগ বিশেষজ্ঞ
Shampoo: শুরু থেকেই এই বিষয়গুলো খেয়াল রাখলে চুল সংক্রান্ত ছোটখাটো সমস্যা সহজেই মোকাবেলা করতে পারবেন।
চুলের সমস্যার জন্য বেশির ভাগ মানুষ আগেই তাঁর শ্যাম্পু (Shampoo) পরিবর্তন করেন। অনেকে রয়েছে চুলের সমস্যা (Hair Problem) নিরাময়ের জন্য ঘন ঘন শ্যাম্পু ব্যবহার করেন। কিন্তু মূল বিষয় হল যে, অর্ধেকের বেশি মানুষ জানেনই না যে শ্যাম্পু ব্যবহার করার সঠিক পদ্ধতি কী। ভুল পদ্ধতিতে শ্যাম্পু ব্যবহার করলেও যে চুল ও স্ক্যাল্পের ক্ষতি (Hair Care Tips) হতে পারে এটা অনেকেই মানতে নারাজ। স্ক্যাল্পকে পরিষ্কার রাখতে শ্যাম্পু করার জরুরি। কিন্তু কতদিন অন্তর শ্যাম্পু করা প্রয়োজন, তা জানেন কি?
সম্প্রতি চর্মরোগ বিশেষজ্ঞ আঁচল, তাঁর ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করেছেন, যেখানে তিনি শ্যাম্পু করা নিয়ে অনেক ছোট ছোট বিষয় আলোচনা করেছেন। শুরু থেকেই এই বিষয়গুলো খেয়াল রাখলে চুল সংক্রান্ত ছোটখাটো সমস্যা সহজেই মোকাবেলা করতে পারবেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক সেগুলি কী-কী…
View this post on Instagram
স্ক্যাল্পের ধরনের দিকে খেয়াল রাখুন-
কিছু মানুষ প্রতিদিন শ্যাম্পু করেন। তবে এই নিয়ম সবার জন্য প্রযোজ্য নয়। কখনও কখনও এটি মাথার ত্বকে চুলকানি বা অতিরিক্ত শুষ্কতার সমস্যা সৃষ্টি করে। এই কারণে চুল মাঝখান থেকে ভেঙে যেতে থাকে এবং পরে শুষ্কও হয়ে দেয়। অতএব, আপনার মাথার ত্বকের ধরন মাথায় রেখে আপনি কত ঘন ঘন শ্যাম্পু দিয়ে চুল ধোয়া উচিত তা নির্ধারণ করুন। বিশেষজ্ঞদের মতে, আপনি যদি প্রতিদিন বাইরে যান বা ধুলো-মাটির সংস্পর্শে আসেন, তাহলে প্রতিদিন চুলে শ্যাম্পু করা যেতে পারে।
শ্যাম্পুর কারণে চুল পড়ে না-
অনেকেই শ্যাম্পুকে চুল পড়ার প্রধান কারণ হিসাবে বিবেচনা করেন, যার জন্য অনেকেই শ্যাম্পু পরিবর্তন করেন। এটা ঠিক নয়। ভুল শ্যাম্পুর কারণে, চুলের গঠনে শুরুতে পরিবর্তন দেখা যায়। বিশেষজ্ঞদের মতে, এতে চুল পড়ে না, তাই প্রয়োজনের অনুযায়ী চুল ধোয়ার জন্য শ্যাম্পু ব্যবহার করতে পারেন।
সপ্তাহে কতবার শ্যাম্পু করবেন-
বিশেষজ্ঞদের মতে, সপ্তাহে অন্তত ৩ বার শ্যাম্পু করা উচিত। মাথার ত্বকে উপস্থিত তেল, ময়লা এবং রাসায়নিক সমৃদ্ধ জিনিস দূর করা খুবই জরুরি। মনে রাখবেন চুলের স্বাস্থ্য ভাল রাখতে প্রথমে মাথার ত্বক পরিষ্কার রাখা খুবই জরুরি। যদি আপনার মাথার ত্বক তৈলাক্ত হয়, তাহলে একদিন অন্তর অন্তর শ্যাম্পু করুন।
রোজ রোজ শ্যাম্পু কখন করবেন-
আপনি যদি ওয়ার্কআউটের জন্য প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা ঘামেন, তবে প্রতিদিন আপনার শ্যাম্পু করা উচিত। আসলে, ঘামের কারণে, মাথার ত্বক খুব চিটচিটে হয়ে যায় এবং এতে সহজেই ময়লা লেগে যায়। যার কারণে চুলকানি শুরু হয়। এমন পরিস্থিতিতে প্রতিদিন শ্যাম্পু করা উচিত।
আরও পড়ুন: রোদে ট্যান পড়ে গিয়েছে? দু’ চামচ বেসন দিয়ে সেরে ফেলুন রূপচর্চা