Homemade Facial: রোদে ট্যান পড়ে গিয়েছে? দু’ চামচ বেসন দিয়ে সেরে ফেলুন রূপচর্চা
Home Remedies: প্রাচীনকাল থেকে রূপচর্চায় এই উপাদানটি ব্যবহার হয়ে আসছে। ট্যান দূর করতেও এর কোনও বিকল্প নেই।
ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতে অনেকেই বেসন (Besan) ব্যবহার করেন। অনেকেই বিশ্বাস করেন যে এই বিশেষ ‘ময়দা’ ত্বককে পরিস্কার করতে বিশেষ ভূমিকা পালন করে। প্রাচীনকাল থেকে রূপচর্চায় এই উপাদানটি ব্যবহার হয়ে আসছে। ট্যান (Sun-Tan) দূর করতেও এর কোনও বিকল্প নেই। উজ্জ্বল ত্বকের জন্য প্রায়শই ত্বকের এক্সফোলিয়েটর (Exfoliate) হিসেবে এটি ব্যবহার করা যায়। তবে শুধু পরিস্কার ও উজ্জ্বল ত্বকের জন্যই নয়, ত্বকের সমস্যা দূর করতেও এই ঘরোয়া উপকরণ দারুণ কাজে দেয়। ক্লিনজার থেকে শুরু করে স্ক্রাব ও ফেসপ্যাকও (Homemade Face Pack) তৈরি করতে পারেন বেসন দিয়ে। যদি ফেসিয়াল করেন মনে করেন তাহলেও ট্রাই করে দেখতে পারেন এই পদ্ধতি।
বেসনের ফেস ক্লিনজার
প্রথমে একটি পাত্রে ১ টেবিল চামচ বেসন, ১ টেবিল চামচ দই দিয়ে ভাল করে মেশান। এই মিশ্রণটি সারা মুখে লাগান এবং ২০ মিনিটের জন্য রেখে দিন। এর পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।
বেসনের ফেস টোনার
একটি পাত্রে ১ টেবিল চামচ বেসন, ১/২ চা চামচ হলুদ এবং গোলাপ জল যোগ করুন। ভাল করে মিশিয়ে নিন। এই পেস্টটি সারা মুখে এবং ঘাড়ে লাগান। টোনিংয়ের জন্য এটি ২০ মিনিটের জন্য রেখে দিন এবং তারপরে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।
বেসনের ফেস স্ক্রাব
একটি পাত্রে ২ চা চামচ বেসন, ১ চা চামচ ওটস, ১ চা চামচ কর্নফ্লাওয়ার এবং ১ চা চামচ কাঁচা দুধ দিন। সব উপকরণ একসঙ্গে ভাল করে মিশিয়ে নিন। এটি আপনার মুখে এবং ঘাড়ে লাগান। ১০ মিনিটের জন্য এটি রেখে দিন। এরপর হালকা হাতে ম্যাসাজ করুন। তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন।
বেসনের ফেস প্যাক
একটি পাত্রে ১ টেবিল চামচ বেসন, ১ চামচ লেবুর রস এবং ১ চামচ ক্রিম যোগ করুন। ভাল করে মিশিয়ে নিন। এটি আপনার মুখে এবং ঘাড়ে লাগান। ১৫-২০ মিনিটের জন্য এটি রেখে দিন। এরপর জল দিয়ে ধুয়ে ফেলুন।
ট্যানিং দূর করতে এই ফেসপ্যাকও ব্যবহার করতে পারেন। একটি পাত্রে ১ চা চামচ বেসন, ১ চা চামচ ম্যাশ করা পেঁপে এবং কয়েক ফোঁটা লেবুর রস যোগ করুন। ভাল করে মিশিয়ে নিন। এটি আপনার মুখে এবং ঘাড়ে লাগান। ১৫-২০ মিনিটের জন্য এটি রেখে দিন। এরপর জল দিয়ে ধুয়ে ফেলুন। ট্যান দূর করতে এই ফেসপ্যাকটি নিয়মিত লাগান।
আরও পড়ুন: গরমে টি জোনে বেড়েছে তেলেতেলে ভাব? কম্বিনেশন স্কিনকে ভাল রাখুন ঘরোয়া উপায়ে