Eyebrow: সুন্দর ও ঘন ভ্রূ-পল্লব পেতে চান? ব্যবহার করুন ঘরোয়া প্রতিকার
মেকআপ করার সময় অনেকেই আইব্রো পেনসিল বা কাজলের সাহায্যে ভ্রূ-পল্লব ঘন করে নেয়। কিন্তু সেটা সব সময় সম্ভব হয় না করা। এর চেয়ে ভাল হয় যদি স্থায়ী ভাবে আপনার ভ্রূ-পল্লব ঘন হয়ে যায়।
টানা টানা চোখের সৌন্দর্য (Beauty) যেমন আলাদা করে আকর্ষণ তৈরি করে, ঠিক তেমনই মোটা টানা টানা ভ্রূ-পল্লবও (Eyebrow) সাধারণ মুখশ্রীর সৌন্দর্য কয়েকগুণ বাড়িয়ে দেয়। তবে অনেকের ক্ষেত্রেই ভ্রূ-পল্লব বেশ পাতলা হয়। তার মধ্যে অনবরত থ্রেডিং (Threading) কিংবা আইব্রো প্লাক করায় আরও পাতলা হয়ে যায় ভ্রূ-পল্লব হয়ে যায়।
মেকআপ করার সময় অনেকেই আইব্রো পেনসিল বা কাজলের সাহায্যে ভ্রূ-পল্লব ঘন করে নেয়। কিন্তু সেটা সব সময় সম্ভব হয় না করা। এর চেয়ে ভাল হয় যদি স্থায়ী ভাবে আপনার ভ্রূ-পল্লব ঘন হয়ে যায়। এর জন্য আমরা নিয়ে এসেছি কিছু ঘরোয়া প্রতিকার। নবভারত টাইমসের একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে, আপনি চাইলে প্রাকৃতিক উপায় ব্যবহার করে ভ্রূ-পল্লব ঘন করতে পারবেন। কীভাবে, চলুন দেখে নেওয়া যাক…
প্রোটিন সমৃদ্ধ খাদ্য খান- অনেক ক্ষেত্রে ভ্রু পাতলা হওয়ার কারণ হতে পারে প্রোটিনের ঘাটতি। তাই আপনার খাদ্যতালিকায় প্রোটিন সমৃদ্ধ খাবার অন্তর্ভুক্ত করা উচিত। প্রাকৃতিক প্রতিকার ব্যবহার করার পাশাপাশি, আপনি যদি ডায়েটের যত্ন নেন, তাহলে আপনি লাভ দেখতে পাবেন। প্রোটিন হিসাবে, আপনি প্রতিদিন এক বাটি স্প্রাউট খেতে পারেন। এতে উপস্থিত অ্যামাইনো অ্যাসিড ভ্রু গঠনে সাহায্য করে। এছাড়া এটি স্বাস্থ্যের জন্যও বেশ উপকারী। আপনার স্প্রাউটে বিভিন্ন প্রোটিন সমৃদ্ধ জিনিস অন্তর্ভুক্ত করুন।
ভ্রূ-পল্লবে তেল লাগানোর পদ্ধতি- ভ্রু ঘন করতে ক্যাস্টর অয়েল ব্যবহার করা যেতে পারে। একটি তুলোর বল তেলে ডুবিয়ে প্রতিদিন এটি প্রয়োগ করুন। এমনটা করলে ভ্রু ঘন হয়ে যেতে পারে। একই সময়ে, মনে রাখবেন যে আপনাকে এটি বেশি পরিমাণে প্রয়োগ করতে হবে না। ভ্রুর ভালো বৃদ্ধি হতে এর জন্য কিছুটা সময় লাগবে। ক্যাস্টর অয়েল ছাড়াও নারকেল তেলও ব্যবহার করা যেতে পারে। এ জন্য ভ্রুতে তেল লাগিয়ে সারারাত রেখে দিন। পরের দিন সকালে, আপনার মুখ স্বাভাবিক হিসাবে পরিষ্কার করুন। মনে রাখবেন যে নারকেল তেলও পরিমিত পরিমাণে গ্রহণ করা উচিত কারণ এটি চোখের ভিতরে চলে যেতে পারে।
কারি পাতার ব্যবহার- ভ্রু বৃদ্ধিতেও কারি পাতা কার্যকর। এজন্য গরম জলে কিছুটা কারি পাতা ফুটিয়ে নিন। এবার সেটাকে ঠান্ডা হতে দিন। ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে কারি পাতা বের করে পেস্ট বানিয়ে ভ্রুতে লাগান। ১৫ মিনিট পর জল দিয়ে ধুয়ে ফেলুন।
অ্যালোভেরা জেলের ব্যবহার- ঘন ও সুন্দর ভ্রুর জন্য অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারেন। আপনি চাইলে এর জন্য তাজা অ্যালোভেরার পাতা নিতে পারেন। প্রথমে অ্যালোভেরার পাতার খোসা ছাড়িয়ে এর নির্যাস বের করে নিন। এবার জল দিয়ে ভালো করে ধুয়ে তারপর সেটা ভ্রুতে লাগান। আপনি চাইলে এর থেকে পেস্টও তৈরি করতে পারেন। প্রতিদিন অ্যালোভেরার নির্যাস ভ্রুতে লাগান এবং ১৫ মিনিট পর জল দিয়ে ধুয়ে ফেলুন।
আরও পড়ুন: ব্ল্যাকহেডস মুখের সৌন্দর্যকে নষ্ট করে দিচ্ছে? এই সমস্যা দূর করতে ঘরোয়া প্রতিকারই সেরা