AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BB Cream: লাগবে না ফেসপাউডার, শুধুমাত্র বিবি ক্রিম দিয়েই সেরে ফেলুন এত রকম মেকআপ

Make Up Tips: যারা নিয়মিত মেকআপ করেন না, তাদের অনেকের স্টকেই কনসিলার থাকে না। অসুবিধে নেই, বিবি ক্রিম থাকলেই হল! চোখের কোনের হালকা কালি ঢেকে মুখ উজ্জ্বল করে তুলতে বিবি ক্রিম একনম্বরে

BB Cream: লাগবে না ফেসপাউডার, শুধুমাত্র বিবি ক্রিম দিয়েই সেরে ফেলুন এত রকম মেকআপ
কী ভাবে ব্যবহার করবেন বিবি ক্রিম
| Edited By: | Updated on: Oct 21, 2023 | 2:41 PM
Share

শেষ ৭ বছরে বাজারে বেশ জাঁকিয়ে বসেছে বিবি ক্রিম। এর আগে মেকআপ করার জন্য ফাউন্ডেশন আর ফেসপাউডার ছাড়া তচেমন কোনও অপশন ছিল না। বিবি ক্রিম আর সিসি ক্রিম আদতে কী, তা কোথায় মাখা হবে তা নিয়ে মানুষের সঠিক ধারণাও ছিল না। অনেকেই মনে করতেন বিবি ক্রিম হল ফর্সা হওয়ার ক্রিম। BB শব্দটির অর্থ বিউটি বাম। টিন্টেড ময়শ্চারাইজ়ারের থেকে ভালো কভারেজ পেতে চাইলে অথচ ফাউন্ডেশন ব্যবহার করতে ইচ্ছে না হলে বেছে নিন BB ক্রিম। এই ক্রিমের মধ্যে সানস্ক্রিনের গুণও থাকে। যে কারণে এই ক্রিম মাখলে মুখ যেমন ফর্সা দেখায় তেমনই সূর্যের ক্ষতিকর বেগুনি রশ্মির হাত থেকেও রক্ষা পায়।

চটজলদি মেকআপ সেরে ফেলার দরকার হলে সবার আগে মনে পড়ে বিবি ক্রিমের কথা! এই জিনিসটি যেদিন থেকে বাজারে এসেছে, সাজগোজের কাজটা অনেকটাই যেন সহজ হয়ে গেছে! ফাউন্ডেশন ব্লেন্ডিংয়ের ঝকমারি নেই, মেকআপ চড়া হয়ে যাওয়ার ভয় নেই, শুধু ক্রিমের মতো মুখে মেখে নিলেই হল! মুখের দাগছোপ পুরো ঢাকা না পড়লেও হালকা হয়ে যাবে। মুখ ফ্রেশ লাগবে আর ময়েশ্চারাইজারের কোনও প্রয়োজনও থাকবে না।

পুজোয় ঠাকুর দেখতে বেরনোর আগে নানা উপায়ে কাজে লাগান এই বিবি ক্রিমকেই। রইল একগুচ্ছ টিপস

মেকআপ বেস হিসেবে বেশ গুছিয়ে মেকআপ করতে বসেছেন, অথচ প্রাইমারের টিউব একদম শেষ? মেখে নিন অল্প বিবি ক্রিম, তার উপর ফাউন্ডেশন পরুন। প্রাইমারের অভাব বুঝতেই পারবেন না! মেকআপ বেস হিসেবে দারুণ কাজ করে বিবি ক্রিম।

কনসিলার হিসেবে যারা নিয়মিত মেকআপ করেন না, তাদের অনেকের স্টকেই কনসিলার থাকে না। অসুবিধে নেই, বিবি ক্রিম থাকলেই হল! চোখের কোনের হালকা কালি ঢেকে মুখ উজ্জ্বল করে তুলতে বিবি ক্রিম একনম্বরে! তবে খুব গাঢ় কালি হলে বা চোখের কোল ফোলা হলে সেটা বিবি ক্রিম ঢাকতে পারবে না।

ক্রিম ব্লাশ হিসেবে ত্বকের সঙ্গে মানানসই সঠিক শেডের ক্রিম ব্লাশ খুঁজে পাচ্ছেন না? হাতের কাছে বিবি ক্রিম থাকলে নিজেই বানিয়ে নিতে পারেন পছন্দের ক্রিম ব্লাশ! লিক্যুইড লিপস্টিকে বিবি ক্রিম অল্প মেশালেই কাজ হবে