AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tea Tree Oil: বাজারচলিত ডিওডোরেন্টে কাজ দেয় না? টি ট্রি অয়েলর গুণে দূর হবে শরীরের দুর্গন্ধ

Lifestyle Tips: দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে এই টি ট্রি এসেনশিয়াল অয়েল। এই টি ট্রি অয়েলকে আপনি কত রকম ভাবে ব্যবহার করতে পারবেন, দেখে নিন...

Tea Tree Oil: বাজারচলিত ডিওডোরেন্টে কাজ দেয় না? টি ট্রি অয়েলর গুণে দূর হবে শরীরের দুর্গন্ধ
| Edited By: | Updated on: Sep 05, 2022 | 12:18 PM
Share

বিউটি ট্রেন্ডে এসেনশিয়াল অয়েল এখন জনপ্রিয়তা অর্জন করেছে। ত্বকের সমস্যার পাশাপাশি দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে এই এসেনশিয়াল অয়েল। বাজারে ল্যাভেন্ডার, লেমন, পেপারমিন্ট এবং একাধিক প্রাকৃতিক উপাদানের তৈরি এসেনশিয়াল অয়েল পাওয়া যায়। এগুলোর কাজও ভিন্ন। তবে যদি ত্বকের সমস্যার স্থায়ী সমাধান চান তাহলে বেছে নিতে পারেন টি ট্রি অয়েলকে। ব্ল্যাক, গ্রিন এবং অংলো নামক চা গাছের পাতা থেকে এই টি ট্রি এসেনশিয়াল অয়েল তৈরি করা হয়। টি ট্রি অয়েলের মধ্যে ব্যাকটেরিয়া, ভাইরাস এবং ফাঙ্গাসকে মেরে ফেলার ক্ষমতা রয়েছে। এই টি ট্রি অয়েলকে আপনি কত রকম ভাবে ব্যবহার করতে পারবেন, দেখে নিন…

হ্যান্ড স্যানিটাইজার 

গবেষণায় দেখা গিয়েছে, টি ট্রি অয়েল নিউমোনিয়া, ইনফ্লুয়েঞ্জার মতো ভাইরাস ঘটিত রোগ দূরে রাখতে সক্ষম। এর জন্য আপনি যদি টি ট্রি অয়েলের স্যানিটাইজার ব্যবহার করেন তাহলে সবচেয়ে ভাল হবে। একটি স্প্রে বোতলে ৫-১০ ফোঁটা ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল, ৩০ ফোঁটা টি ট্রি অয়েল এবং ৩ আউন্স ইথাইল অ্যালকোহল নিন। এতে ১ আউন্স অ্যালোভেরা জেল এবং ১/৪ চামচ ভিটামিন ই তেল মিশিয়ে নিন। ব্যস তৈরি আপনার হোমমেড স্যানিটাইজার।

হোমমেড ডিওডোরেন্ট 

বাজারে একাধিক ডিওডোরেন্ট পাওয়া যায়। কিন্তু আপনি চাইলে টি ট্রি অয়েল দিয়ে বাড়িতেও ডিওডরেন্ট তৈরি করে নিতে পারেন। ১/৪ চামচ হিমালয়ান পিঙ্ক সল্ট, ৫ ফোঁটা টি ট্রি এসেনশিয়াল অয়েল, ১ ফোঁটা লেমন এসেনশিয়াল অয়েল, ২ চামচ গোলাপ জল, ১ চামচ গ্রেইন অ্যালকোহল, ৪ চামচ বিশুদ্ধ উইচ হেজেল নিন। উপাদানগুলো একসঙ্গে মিশিয়ে নিলেই তৈরি ডিওডরেন্ট।

ক্ষত নিরাময়ে সাহায্য করে টি ট্রি অয়েল

কেটে গেলে, চোট লাগলে আপনি টি ট্রি অয়েল ব্যবহার করতে পারেন। টি ট্রি অয়েলের মধ্যে অ্যান্টি-ব্যাকটেরিয়াল, অ্যান্টি-ফাঙ্গাল এবং অ্যান্টি-অক্সিডেটিভ গুণ রয়েছে। ক্ষত নিরাময়ের জন্য আপনি কেটে যাওয়া বা চোট পাওয়া জায়গার উপর টি ট্রি অয়েল লাগান। সরাসরি টি ট্রি অয়েল ক্ষতর উপর প্রয়োগ করবেন না। এক কাপ জলে ৫ ফোঁটা এসেনশিয়াল অয়েল নিন এবং তুলোর সাহায্য সেটা ক্ষতর উপর প্রয়োগ করুন।

ব্রণর সমস্যা দূর করতে সহায়ক

একাধিক গবেষণায় দেখা গিয়েছে যে, টি ট্রি অয়েল ব্রণ নিরাময়ে সহায়ক। কিছু ব্রণ রয়েছে যা ব্যাকটেরিয়ার কারণে গঠিত হয়। এই ধরনের ব্রণগুলো আপনি এসেনশিয়াল অয়েলের মাধ্যমে নিরাময় করতে পারেন। ফেসপ্যাকের সঙ্গে কয়েক ফোঁটা টি ট্রি এসেনশিয়াল অয়েল মিশিয়ে ব্যবহার করতে পারেন। এছাড়াও টোনার বানিয়েও ব্যবহার করতে পারেন। ২ কাপ গ্রিন টি বানিয়ে নিন। ওই জলে কয়েক ফোঁটা টি ট্রি অয়েল ফেলে দিন। এবার মিশ্রণটি একটা স্প্রে বোতলে ভরে টোনার হিসেবে ব্যবহার করুন।