Makeup Product: কারও সঙ্গে মেকাআপের জিনিস শেয়ার করেন? হতে পারে মারাত্মক বিপদ!
Makeup: এই অভ্যাসগুলির মধ্যে একটি হল অন্যের মেকআপের জিনিস ব্যবহার করা ও নিজের মেকআপের জিনিস অন্য়কে ব্যবহার করতে দেওয়া। বন্ধু হোক বা বোন, মেয়েরা প্রায়শই তাঁদের মেকআপের জিনিস প্রিয়দনের সঙ্গে শেয়ার করে থাকেন। তবে এবিষয়ে সতর্ক হন, নইলেই কিন্তু বিপদ দেখা দেবে!

মেয়েদের কাছে মেকআপ একটা অন্য ভালবাসা। মেকআপের জিনিস তাঁরা আগলে রাখেন সবসময়। তবে শুধু মেকআপ করলেই হবে না, এই মেকাআপ নিয়েই তাঁরা এমন কিছু ভুল করে বসেন যে তার ফলে ত্বকের একাধিক সমস্যা দেখা দেয়।এই অভ্যাসগুলির মধ্যে একটি হল অন্যের মেকআপের জিনিস ব্যবহার করা ও নিজের মেকআপের জিনিস অন্য়কে ব্যবহার করতে দেওয়া। বন্ধু হোক বা বোন, মেয়েরা প্রায়শই তাঁদের মেকআপের জিনিস প্রিয়দনের সঙ্গে শেয়ার করে থাকেন। তবে এবিষয়ে সতর্ক হন, নইলেই কিন্তু বিপদ দেখা দেবে!
লিপস্টিক থেকে শুরু করে আই লাইনার সবকিছুই শেয়ার করার ফলে ত্বক সংক্রান্ত অনেক সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও মেকআপ ব্রাশ, ব্লেন্ডার ইত্যাদির মেকআপের সরঞ্জামগুলি ভাগ করে নেওয়ার ফলেও সমস্যা হতে পারে। তাহলে আসুন জেনে নেওয়া যাক, মেকআপের জিনিস শেয়ার করার কারণে ত্বকে কী ধরনের সমস্যা হতে পারে।
মাস্কারা বা আইলাইনার:
চোখ আমাদের শরীরের সবচেয়ে সংবেদনশীল অঙ্গগুলির মধ্যে একটি । কাজল, আইলাইনার বা মাস্কারা অন্যদের সঙ্গে শেয়ার করলে শুধু চোখের চারপাশের ত্বকে সংক্রমণের ভয় থাকে না, চোখের অন্দরের সমস্যাও হতে পারে।
লিপস্টিক শেয়ার করা:
ঠোঁটের ত্বক খুবই সংবেদনশীল। তাই আবহাওয়ার সামান্য পরিবর্তনের প্রভাবও খুব দ্রুত ঠোঁটে দেখা যায়। আপনি যদি অন্য কারও সঙ্গে লিপস্টিক শেয়ার করেন বা অন্য কারও লিপস্টিক ব্যবহার করেন, তাহলে ত্বকে সংক্রমণের ঝুঁকি তো বাড়েই , এছাড়া হতে পারে ভাইরাল ইনফেকশন,যা স্বাস্থ্যেরও ক্ষতি করতে পারে।
মেকআপ ব্রাশ:
মেকআপ ব্রাশ ও ব্লেন্ডার মেকআপের অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। এই মেকআপ সরঞ্জামগুলি পরিষ্কার না করে ব্যবহার করলে, ত্বকে ছত্রাক সংক্রমণের সঙ্গে-সঙ্গেই সাথে ব্রণর সমস্যাও দেখা দিতে পারে। আর অন্যর সঙ্গে এগুলি শেয়ার করলে সমস্যা আরও বাড়ে। ত্বকে ছত্রাকের সংক্রমণ পর্যন্ত দেখা দিতে পারে।
