White Butter: কৃষ্ণের জন্য তৈরি করা মাখন এবার কাজে লাগান রূপচর্চাতেও! ত্বক ও চুলের যত্নে কীভাবে ব্যবহার করবেন, জানুন
White Butter At Home: এই মাখন ত্বকে লাগানোর পাশাপাশি আরও অনেক উপায়ে ব্যবহার করা হয়। মাথা থেকে পা পর্যন্ত সৌন্দর্য বৃদ্ধিতে বাড়ির তৈরি মাখন দারুণ কার্যকরী।
জন্মাষ্টমীর (Janmashtami 2022) দিন কৃষ্ণের প্রিয় জিনিসগুলিই তৈরি করা হয়। তার মধ্যে মাখন (White Butter) অন্যতম। সুরদাসের রচনায় প্রভুর সন্তানের বিনেদনের বর্ণনায় রয়েছে, এমন অনেক ঘটনায় ছোট্ট কৃষ্ণ মাখন চুরি করে খাওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি মায়ের বকাও খেতেন। এই কারণেই জন্মাষ্টমী উপলক্ষ্যে সাদা মাখন অবশ্যই গোপাল ঠাকুরকে নিবেদন করা হয়। যদিও আজকাল সবই বাজারে ও মিষ্টির দোকানে পাওয়া যায়। তবে ঘরে তৈরি মাখনের (Butter At Home) ব্যাপারটা একেবারেই ভিন্ন। এটি শুধু বেশি মসৃণ ও নরম তাই নয়, এর স্বাদও বাজারে পাওয়া মাখন থেকে আলাদা হয়। শুধু তাই নয়, এই মাখন ত্বকে লাগানোর পাশাপাশি আরও অনেক উপায়ে ব্যবহার করা হয়। মাথা থেকে পা পর্যন্ত সৌন্দর্য বৃদ্ধিতে বাড়ির তৈরি মাখন দারুণ কার্যকরী।
বাড়ির বানানো মাখন ত্বকের জন্য কতটা উপকারী
– এই মাখন ত্বকে যে কোনও সময়ে ব্যবহার করা যেতে পারে।
– ত্বকের ক্রিমের মত হাতে নিয়ে মুখে মাখন লাগিয়ে রাখুন প্রায় ১৫ মিনিট। এর পর হালকা গরম জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
– একই ভাবে স্নানের সময় শরীরের বাকি অংশে প্রয়োগ করতে পারেন।
– ঘরে তৈরি মাখনে থাকা চর্বি ত্বককে হাইড্রেট করার পাশাপাশি গভীরভাবে ময়েশ্চারাইজ করে। ত্বককে উজ্জ্বল করে তো বটেই, মসৃণও করে তোলে। চুলের উজ্জ্বলতা বাড়াতেও এটি ব্যবহার করতে পারেন।
চুলের জন্য মাখন কতটা উপকারী
– ঘরে তৈরি মাখন চুলে লাগালে দারুণ উপকার পাবেন। এটি প্রয়োগ করার পদ্ধতিটি প্রায় তেল প্রয়োগ করার মতই।
– চুলে লাগানোর আগে মাখনটা কিছুক্ষণ ফ্রিজ থেকে বের করে নিন। তাতে নরম থাকে বেশিক্ষণ। এরপর অল্প অল্প করে হাতের তালুতে ঘষে চুলে লাগান।
– চুলে নতুন ঝলমলে আনার পাশাপাশি এটি চুলে মসৃণ ও স্ট্রেটও করে।
– চুল ধোওয়ার জন্য প্রাকৃতিক বা হার্বাল শ্যাম্পু ব্যবহার করা উচিত।