AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Milk Malai for Skin: দুধ জ্বাল দেওয়ার সময় তুলে রাখুন সর, রোজ রাতে মুখে মেখে নিলেই উজ্জ্বল ত্বক গ্যারান্টি

Skin Whitening Remedies: দুধের সর তুলে খেতে যেমন ভাল লাগে, তেমনই মুখেও মাখলেও পাওয়া যায় হাজারো উপকারিতা। যদি দুধ জ্বাল দেওয়ার পর দুধের সর মুখে মাখেন, তাহলে নিখুঁত ত্বকের স্বপ্ন পূরণ হবে মাত্র দু'দিনে। পাশাপাশি বাড়বে ত্বকের জেল্লা।

Milk Malai for Skin: দুধ জ্বাল দেওয়ার সময় তুলে রাখুন সর, রোজ রাতে মুখে মেখে নিলেই উজ্জ্বল ত্বক গ্যারান্টি
| Edited By: | Updated on: May 19, 2023 | 7:45 AM
Share

দুধ জ্বাল দিলেই উপরে জমতে শুরু করে সর। এই দুধের সর তুলে খেতে যেমন ভাল লাগে, তেমনই মুখেও মাখলেও পাওয়া যায় হাজারো উপকারিতা। বেশ কিছু গবেষণায় দেখা গিয়েছে, মুখে দুধের সর মাখলে এটি ত্বককে ময়েশ্চারাইজ করতে, ত্বক উজ্জ্বল করতে এবং ত্বকের বয়স বাড়াতে সাহায্য করে। যদিও ভারতীয়দের মধ্যে দুধ দিয়ে রূপচর্চা করার প্রবণতা রয়েছে। এমনকী আয়ুর্বেদ শাস্ত্রেও কাঁচা দুধ দিয়ে ত্বকের পরিচর্চার কথা উল্লেখ রয়েছে। কাঁচা দুধ অবশ্যই ত্বকের জন্য উপকারী। আর যদি দুধ জ্বাল দেওয়ার পর দুধের সর মুখে মাখেন, তাহলে নিখুঁত ত্বকের স্বপ্ন পূরণ হবে মাত্র দু’দিনে।

ক্লিনজার হিসেবে মাখুন দুধের সর-

প্রথমে হালকা কোনও ক্লিনজার হিসেবে মুখ পরিষ্কার করে নিন, যাতে ত্বকের মধ্যে জমে থাকা সমস্ত ধুলোবালি, ময়লা, তেল দূর হয়ে যায়। এরপর দুধের সর নিয়ে ভাল করে ত্বকের উপর লাগিয়ে নিন। ১০-২০ মিনিট রাখুন। তারপর হালকা গরম জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এরপর শুকনো তোয়ালে মুখ মুছে নিন। রোজ রাতে এভাবে দুধের সর দিয়ে মুখ পরিষ্কার করতে পারেন। দুধের সরের মধ্যে ল্যাকটিক অ্যাসিড রয়েছে, যা ত্বককে এক্সফোলিয়েট করতে সাহায্য করে।

দুধের সর ও মধুর ফেসপ্যাক-

মধুর মধ্যে অ্যান্টি-ইনফ্লেমেটরি গুণ রয়েছে। দুধের সরের সঙ্গে মধু মিশিয়ে মাখলে এটি যেমন আপনার ত্বকের বার্ধক্যকে প্রতিরোধ করবে, তেমনই ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করবে। ২ চামচ দুধের সরের সঙ্গে ১ চামচ মধু মিশিয়ে ভাল করে মুখ ও গলায় লাগান। মিনিট পনেরো রাখার পর সাধারণ জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। আপনার ত্বকে যদি কোনও ক্ষত থাকে, সেটাও দূর করে দেবে দুধের সর ও মধুর ফেসপ্যাক।

দুধের সর ও হলুদ ফেসপ্যাক-

রূপচর্চার দুনিয়ায় বিশেষ ভূমিকা পালন করে হলুদ। হলুদের মধ্যে অ্যান্টি-ইনফ্লেমেটরি, অ্যান্টিমাইক্রোবিয়াল এবং অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য রয়েছে। যখনই আপনি দুধের সরের সঙ্গে হলুদ মিশিয়ে মাখবেন আপনার ত্বকের বর্ণ উজ্জ্বল হবে। এই ফেসপ্যাক কিছুদিন ব্যবহারের পর আপনি নিজেই দেখতে পাবেন ত্বকের জেল্লা কীভাবে বেড়ে গিয়েছে। ২ চামচ দুধের সরের সঙ্গে ১ চিমটে হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে ত্বকের উপর লাগান। ২০ মিনিট রাখার পর মুখ ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাক আপনি প্রতিদিন ব্যবহার করতে পারবেন।