AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Skin-Brightening Tips: কোনও রকম পয়সা খরচ না করে ভাতের মাড় দিয়ে গায়ের রং ফর্সা করুন এই ভাবে

Skin Whitening: যতই ডায়েটের কথা বলা হোক না কেন পাতে ভাত না থাকলে কিছুতেই মন ভরে না। তাই অল্প হলেও বাড়িতে ভাত রান্না হবেই। এই ভাতের ফ্যান আমাদের ত্বকের জন্য খুবই ভাল

Skin-Brightening Tips: কোনও রকম পয়সা খরচ না করে ভাতের মাড় দিয়ে গায়ের রং ফর্সা করুন এই ভাবে
ত্বকের যত্ন নিন এই ভাবে
| Edited By: | Updated on: Jun 29, 2023 | 6:31 PM
Share

সুন্দর থাকতে সকলেই চান। সৌন্দর্য শুধুমাত্র বাহ্যিক নয়। মনের দিক থেকেও সুন্দর থাকা জরুরি। সুন্দর থাকতে চাইলে মনের যত্ন নেওয়াটাও কিন্তু প্রয়োজন।  আজকাল অধিকাংশই নিয়মিত ভাবে ফেশিয়াল, থ্রেডিং এসব করিয়ে থাকেন। ফর্সা কিংবা কালো কোনওটাই ক্রিমের উপর নির্ভর করে না। তবে মুখ যাতে সুন্দর থাকে এবং মুখের ঔজ্জ্বল্য বাড়াতেই নিয়ম করে কিছু টোটকা মেনে চলুন। বিজ্ঞাপনের ফাঁদে পড়ে সব সময় ক্রিমের উপর ভরসা করবেন না। বা অতিরিক্ত ক্রিম, লোশন বা কেমিক্যাল ট্রিটমেন্টও করাবেন না। এর চাইতে ঘরোয়া ভাবেই কিছু উপকরণ দিয়ে প্যাক বানিয়ে নিন। এতে চামড়া ভাল থাকবে, অক্সিজেন চলাচল ভাল হবে সেই সঙ্গে বাড়বে ঔজ্জ্বল্যও।

যতই ডায়েটের কথা বলা হোক না কেন পাতে ভাত না থাকলে কিছুতেই মন ভরে না। তাই অল্প হলেও বাড়িতে ভাত রান্না হবেই। এই ভাতের ফ্যান আমাদের ত্বকের জন্য খুবই ভাল। আর তাই ভাত রান্না করার পর যখন ফ্যান ঝরাবেন তখন কিছুটা ফ্যান আর কয়েক দানা ভাত একটা বাটির মধ্যে রাখুন। এবার তা ঢাকা দিয়ে পুরো একদিন রেখে দিতে হবে। এতে মাড় কিছুটা জমে যাবে। পরদিন সকালে এই মাড়ের মধ্যে এক চামচ ময়দা মিশিয়ে নিয়ে ওর মধ্যে এক চামচ মধু আর অ্যালোভেরা জেল মিশিয়ে নিতে হবে।

এবার তা তুলোয় করে মুখে লাগিয়ে নিতে হবে। খুব ভাল করে লাগিয়ে নিয়ে তারপর মুখ ম্যাসাজ করে নিন। এভাবে ১৫ মিনিট রেখে ধুয়ে নিলে ত্লকের অনেক সমস্যার সমাধান হয়ে যায়। ত্বক মসৃণ হয়, ব্রণর সমস্যা থাকে না, কালো দাগ-ছোপ পড়ে না, অ্যালার্জি হয় না সেই সঙ্গে ত্বকের উজ্জ্বলতা বজায় তো থাকেই। সপ্তাহে দুদিন অন্তত এই মিশ্রণ ঠিকভাবে লাগিয়ে নিন। যেদিন এই মিশ্রণ মুখে লাগাবেন সেদিন আর ফেসওয়াশ কিংবা সাবান ব্যবহার করবেন না। এরপর মুখ ভাল করে ধুয়ে নিয়ে কোনও একটা ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। ব্যাস আর কোনও ফেসিয়ালের প্রয়োজন পড়বে না।