AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Natural Hair Colour: সাদা চুল থেকে মুক্তি পেতে বাজারের প্রসাধনী আর নয়! এবার বাড়িতেই চুল কালো করে ফেলুন…

প্রাকৃতিক কিছু উপায় নিয়ম করে অবলম্বন করলেই মুক্তি পাওয়া যেতে পারে সাদা চুলের এই সমস্যা থেকে। আজ এই প্রতিবেদনে আপনাদের জন্য থাকছে ঘরোয়া পদ্ধতিতে সাদা চুল কালো করার সেইসব কার্যকরী উপায়গুলো।

Natural Hair Colour: সাদা চুল থেকে মুক্তি পেতে বাজারের প্রসাধনী আর নয়! এবার বাড়িতেই চুল কালো করে ফেলুন...
| Edited By: | Updated on: Jan 30, 2022 | 7:42 AM
Share

আজকাল সব বয়েসী মানুষেরই খুব সাধারণ সমস্যা হচ্ছে চুল পেকে যাওয়া বা চুল সাদা হয়ে যাওয়া। বয়সটা চল্লিশের কোঠা পেরোলে চুল সাদা হওয়া স্বাভাবিক। কিন্তু আজকাল দেখা যায় বয়স আঠার-বিশের কোঠা পেরোলেই মাথায় শুরু হয় সাদা চুলের উকিঝুঁকি। কম বয়সে এমন চুল সাদা হয়ে যাওয়া নিয়ে অনেকেই বেশ কিছুটা অস্বস্তিকর অবস্থায় পড়ে যান।

বাজারের নানান প্রসাধনী ব্যবহার করে করে আমাদের চুলের খুব বাজে অবস্থা হয়, দেখা যায় চুল আরও বেশি সাদা হয়ে যায়। অথচ প্রাকৃতিক কিছু উপায় নিয়ম করে অবলম্বন করলেই মুক্তি পাওয়া যেতে পারে সাদা চুলের এই সমস্যা থেকে। আজ এই প্রতিবেদনে আপনাদের জন্য থাকছে ঘরোয়া পদ্ধতিতে সাদা চুল কালো করার সেইসব কার্যকরী উপায়গুলো।

White Hair Home Remedies

মেহেদি পাতা:

চুল ঝলমলে কালো রাখতে এবং চুলের রঙ ঠিক রাখতে মেহেদির জুড়ি নেই। কাঁচা মেহেদি পাতার তুলে পরিষ্কার করে নিন। বেটে বা ব্লেন্ড করে পেস্ট তৈরি করে মাথার স্ক্যাল্প থেকে চুলের আগা পর্যন্ত লাগিয়ে ঘণ্টা দুয়েকের জন্য রেখে দিন। এরপর শ্যাম্পু করে ফেলুন। মাসে দু’বার এভাবে মেহেদি পাতা লাগিয়ে রাখলে সাদা চুল আর দেখাই যাবে না। এছাড়াও মেহেদি চুলকে খুশকি মুক্ত রাখে এবং চুলের গোড়া শক্ত করে।

আমলকি ও কফি পাউডার:

আমলকির রস মাথার ত্বকে কোলাজেনের মাত্রা বৃদ্ধি করে। ফলে চুল কালো রাখতে আমলকির জুড়ি নেই। প্রথমেই আমলকি ছেঁচে রস বের করে নিন। এর সঙ্গে চুল অনুপাতে প্রয়োজন মত কফি পাউডার মিশিয়ে পেস্ট করে নিন। দশ মিনিট পর চুলে লাগিয়ে নিন। এক ঘণ্টা পর শুকিয়ে গেলে ধুয়ে ফেললেই আর সাদা চুল খুঁজে পাওয়া যাবে না। প্রতি সপ্তাহে একবার এই পদ্ধতি ব্যবহার করলে খুবই ভাল ফল পাওয়া যায়।

চা পাতা:

চুলের যত্নে চা পাতার ব্যবহার চলে আসে যুগ যুগ ধরেই। চুলের নিষ্প্রাণ ভাব দূর করে চুলকে মোলায়েম, কোমল ও ঝলমলে করে তোলে চা পাতা। এর পাশাপাশি সাদা চুলকেও কালো করে তোলে। শুকনো চা পাতা গুড়ো করে নিন। এর সঙ্গে এক চামচ মধু ও একটি লেবুর রস মিশিয়ে পেস্ট তৈরি করে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত লাগিয়ে নিন। শুকিয়ে গেলে স্বাভাবিক জল দিয়ে ধুয়ে ফেলুন। পরের দিন শ্যাম্পু করুন। সাদা চুল কালো হয়ে যাবে নিমিষেই।

তথ্যসূত্র: দাশবাস

আরও পড়ুন: Almond Face Masks: ত্বকের গ্লো হারিয়ে যাচ্ছে? নতুন করে নিজেকে চিনতে আমন্ডের এই ৩টি ফেসমাস্ক দারুণ কার্যকরী

আরও পড়ুন: Nail Polish Remover: বাড়িতে নেল পলিশ রিমুভার শেষ হয়ে গেছে বলে চিন্তিত? জেনে নিন ঘরোয়া উপায়ে এই সমস্যার সমাধান…