Nail Extensions: নেল এক্সটেনশনের কথা ভাবছেন? হবু কনেরা মাথায় রাখুন এই বিষয়গুলি
Tips for nail care: নেল এক্সটেনশন করতে যাওয়ার আগে বেশ কয়েকটি বিষয় মাথায় রাখা দরকার। নাহলে বিপদে পড়তে পারেন।

বিউটি ট্রেন্ডে রাজ করছে ‘নেল এক্সটেনশন’। নখ বড় করা সব সময় সম্ভব নয়। অনেকের আবার দাঁত দিয়ে নখ কাটার স্বভাব। অনেকে আবার নখের যত্ন নিতে অক্ষম। কিন্তু সুন্দর নখে রঙ-বেরঙের নেলপলিশ পরার ইচ্ছা সকলের থাকে। এসব ক্ষেত্রে নেল এক্সটেনশন হতে পারে আপনার ওয়ান স্টপ সলিউশন। কিন্তু নেল এক্সটেনশন করালেই হয় না, এর ক্ষতিকারক দিকগুলোও জেনে রাখা দরকার। নখের উপর আঠা দিয়ে কৃত্রিম নখ বসিয়ে দেওয়া হয়। তার উপর নানা কারুকার্য করা হয়। এই নেল এক্সটেনশন করতে গেলে বেশ গাঁটের কড়িও খসাতে হয়। কিন্তু নেল এক্সটেনশন করালে শুধু যে নখ সুন্দর দেখতে হয়, তা নয়। অনেক সময় এটি আপনার শরীরের উপরও প্রভাব ফেলতে পারে। তাই নেল এক্সটেনশন করতে যাওয়ার আগে বেশ কয়েকটি বিষয় মাথায় রাখা দরকার।
নেল এক্সটেনশনের ক্ষেত্রে অ্যাক্রাইলিক ও জেল এক্সটেনশন হয়। অ্যাক্রাইলিকের ক্ষেত্রে, নখের দৈর্ঘ্য অনুযায়ী নখের উপর আঠালো উপকরণ, পাউডার এবং তরল পদার্থ প্রয়োগ করা হয়। জেল এক্সটেনশনের ক্ষেত্রে তা হয় না। জেল এক্সটেনশনে শুধু প্রিমেড একটি মিশ্রণ ব্যবহার করা হয়। জেল এক্সটেনশনে ম্যানিকিউর করা যায়। এটি অ্যাক্রাইলিক এক্সটেনশনের ক্ষেত্রে হয় না। নখকে ভাল রাখতে চাইলে জেল এক্সটেনশন করানোই বুদ্ধিমানের কাজ।
নেল এক্সটেনশন করার সময় নখের উপর আঠা, জেল, রঙ, পলিশ ইত্যাদি ব্যবহার করা হয়। এগুলো আপনার নখ ও ত্বকের জন্য ভাল নাও হতে পারে। আপনার ত্বক সংবেদনশীল হলে, এখান থেকে নানা সমস্যা দেখা দিতে পারে। এছাড়া নেল এক্সটেনশনের কারণে আপনার নখ মারাত্মক ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে নখের কিউটিকলগুলো ক্ষতিগ্রস্ত হয়।
এই কৃত্রিম নখ যে সব সময় ভাল থাকবে তা নয়। এটা সাধারণত ২ থেকে ৪ সপ্তাহ পর্যন্ত ভাল থাকে। দৈনন্দিন কাজকর্ম যেমন কাপড় কাচা, ঘর মোছা বা বাসন ধোয়ার মতো কাজ করলে নখ দ্রুত নষ্ট হয়ে যাবে।
কৃত্রিম নখ। সুতরাং চাইলেই যে আপনি এটা খুলে ফেলতে পারবেন, এমনটা নয়। এই কৃত্রিম নখ খোলার জন্য বিশেষ রিমুভার রয়েছে, যা আপনি ব্যবহার করতে পারেন। কিংবা পুনরায় আপনাকে টাকা খরচ করতে হবে ওই নখ খুলে ফেলার জন্য।
নেল এক্সটেনশন করাতে আপনার বেশ মোটা অঙ্কের টাকা খরচ করতে হবে। নখের দৈর্ঘ্য, কারুকার্যের উপর এই নেল এক্সটেনশনের দাম নির্ভর করে। আপনি কী ধরনের নখের সাজ চাইছেন তার উপর নির্ভর করে নেল এক্সটেনশনের খরচ।
