BSNL Recharge Plans: এক বছরের খরচ মাত্র ১১৯৮ টাকা! BSNL-এর ৪ প্ল্যানেই কুপোকাত বাকিরা!
BSNL Recharge Plans: আপনিও কি বেসরকারি টেলিকম সংস্থাগুলির বা আরও ভাল ভাবে বললে এয়ারটেল, জিও বা ভিআই-এর দামী দামী প্ল্যান রিচার্জ করতে গিয়ে হাপিয়ে উঠছেন?
চলতি বছরের জুলাই থেকেই নতুন করে চর্চায় বিএসএনএল(BSNL)। শেষ কয়েক মাসে লক্ষাধিক নতুন গ্রাহক যুক্ত হয়েছেন বিএসএনএল-এর সঙ্গে। কারণ একটাই, কম দামে দারুণ দারুণ সব প্ল্যান। দামী প্ল্যানের বদলে বিএসএনএল বিয়ে এসেছে নতুন নতুন সাশ্রয়ী এবং লাভজনক বিকল্প রিচার্জ প্ল্যান। সম্প্রতি, গ্রাহকদের আকর্ষণ বাড়াতে কোম্পানির নতুন লোগো নিয়ে এসেছে বিএসএনএল। আপনিও কি বেসরকারি টেলিকম সংস্থাগুলির, বা আরও ভাল ভাবে বললে এয়ারটেল, জিও বা ভিআই-এর দামী দামী প্ল্যান রিচার্জ করতে গিয়ে হাঁপিয়ে উঠছেন? তাহলে বরং ভরসা করে দেখতে পারেন বিএসএনএল-এর এই চার প্ল্যানে।
বিএসএনএল(BSNL)-এর ১১৯৮ টাকার প্ল্যান – মাত্র ১১৯৮ টাকায খরচ করেই আপনি রিচার্জ করতে পারবেন ৩৬৫ দিনের জন্য। এই প্ল্যানে আপনি যে কোনও নেটওয়ার্ক জুড়ে প্রতি মাসে ৩০০ মিনিট ভয়েস কল করতে পারবেন। প্রতি মাসে পাবেন ৩জিবি হাইস্পিদ ডেটা। যা অনান্য যে কোনও নেটওয়ার্কের ৩৬৫ দিনের প্ল্যানের থেকে অনেক বেশি সাশ্রয়ী।
বিএসএনএল(BSNL)-এর ১৪৯৯ টাকার প্ল্যান – যাঁরা খরচ এবং সুবিধার মধ্যে ভারসাম্য খুঁজছেন তাঁদের জন্য, ১৪৯৯ টাকার এই প্ল্যানটি একদম আদর্শ। ৩৩৬ দিনের এই প্ল্যানে আপনি যে কোনও নেটওয়ার্কে পাবেন আনলিমিটেড কলের সুবিধা। প্রতিদিন থাকছে ১০০টি বিনামূল্যের এসএমএস এর সুবিধা এবং ২৪জিবি ফ্রি হাইস্পিদ ডেটা।
বিএসএনএল(BSNL)-এর ১৮৯৯ টাকার প্ল্যান – ১৮৯৯ টাকার প্ল্যানটি বেশ ভাল বিকল্প। এই প্ল্যানের বৈধতা ৩৬৫ দিন। যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল। থাকছে মোট ৬০০জিবি হাইস্পিদ ডেটা এবং প্রতিদিন ১০০টি বিনামূল্যে SMS-এর সুবিধা। এছাড়াও থাকছে এরিনা, হার্ডি গেমস, গেমন অ্যাস্ট্রোটেল, লিসেন পডকাস্ট-এর মতো একাধিক অ্যাপের প্রিমিয়াম অ্যাকসেস।
বিএসএনএল(BSNL)-এর ২৩৯৯ টাকার প্ল্যান – এই প্ল্যানটি দীর্ঘ মেয়াদের জন্য গ্রাহকদের পছন্দের প্ল্যান। এই প্ল্যানের মেয়াদ ৩৯৫ দিন। এতে পাবেন প্রতিদিন ২জিবি ডেটা উপভোগ করার সুযোগ, যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল, সঙ্গে প্রতিদিন ১০০টি ফ্রি SMS। আবার জিং মিউজিক, বিএসএনএল টিউনস, হার্ডি গেমস বা চ্যালেঞ্জার অ্যারিয়ানার মতো একাধিক অ্যাপের বিনামূল্যে অ্যাকসেস।
এছাড়াও ‘বিএসএনএল সেলফ কেয়ার’ অ্যাপ দিয়ে রিচার্জ করলে সব ধরনের রিচার্জের উপরে থাকছে অতিরিক্ত ২ শতাংশ ছাড়।