Paoli Dam: সরু ব্ল্যাক স্লিভলেস ব্লাউজ-গোল্ডেন শাড়িতে অপূর্ব পাওলি, তবু লাইম লাইট কেড়ে নিল কে?
Fashion In Black: এবার লাইম লাইটে ছিল নায়িকার গয়না। শাড়ি-ব্লাউজের থেকে অনেক বেশি সুন্দর, চোখ টানছিল পাওলির গয়না। পাওলির এত সুন্দর লুকটি যাঁর ভাবনা ছিল তিনি ডিজাইনার নন্দিনী সেনগুপ্ত

নিজের অভিনয় গুণে অনেকদিন আগেই পাকা জায়গা করে নিয়েছেন দর্শকদের মনে, এখন নিজের ফ্যাশনেও তাক লাগিয়ে দেন টলিউডে। মূলত শাড়িতেই দেখা যায় তাঁকে। চল্লিশের কাঁটা পেরিয়ে এসেছেন এই নায়িকাও, তবুও তাঁকে দেখে বোঝার উপায় নেই। ২০ বছর আগে যেমন ছিলেন এখনও ঠিক তেমনই আছেন। শরীরের কোথাও অতিরিক্ত মেদের ছিটেফোঁটা নেই। দিন দিন যেন তাঁর গ্ল্যামার বাড়ছে। পাওলির কাছে লজ্জা পাবেন তরুণীরাও। একটা সময় তথাকথিত নায়িকাদের মত টুকটুকে ফর্সা না হওয়াতে অনেক রকম কটাক্ষের শিকার হয়ে হয়েছিল তাঁকে। কিন্তু এই শ্যামবর্ণাই পাওলির ইউএসপি।
আর তাঁর এই স্কিন টোনের জন্য তাঁকে আরও এত বেশি সুন্দর লাগে। পাওলির পছন্দও খুব সুন্দর। একরঙের শাড়ি পরতে পছন্দ করেন তিনি।কালো, সাদা, ধূসর, মেরুন, নীল- এরকম সিঙ্গল টোনেই বেশি দেখা যায় তাঁকে। সম্প্রতি একটি সিনেমার প্রিমিয়ারে পাওলি উপস্থিত হয়েছিলেন গোল্ডেন রঙের শাড়িতে। আর এই শাড়িতে এতই অপূর্ব লাগছিল যে পাওলির থেকে চোখ ফেরানো দায়। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে পাওলির নতুন সিনেমা একটু সরে বসুন। এই সিনেমার প্রিমিয়ারে পাওলিকে দেখা গেল এই সুন্দর শাড়িতে।
কালো রঙের একদম সরু স্লিভসের একটি ব্লাউজের সঙ্গে এই শাড়িটি পরেছেন পাওলি। বরাবরের মত ন্যুড মেকআপ, চুলে খোঁপা, চোখে কাজল সব মিলিয়ে ভীষণ রকম সুন্দর লাগছিল পাওলিকে। পাওলির কাজল কালো মায়া জড়ানো চোখে মুগ্ধ হন সকলেই। তবে এবার লাইম লাইটে ছিল নায়িকার গয়না। শাড়ি-ব্লাউজের থেকে অনেক বেশি সুন্দর, চোখ টানছিল পাওলির গয়না। পাওলির এত সুন্দর লুকটি যাঁর ভাবনা ছিল তিনি ডিজাইনার নন্দিনী সেনগুপ্ত। এক পিন করেই শাড়িটি পরেছিলেন তিনি। সঙ্গে বেছে নিলেন ব্ল্যাক গোল্ডেন পলিশের দারুণ সব গয়না। আঁকি বুকি অদিতির-কালেকশন থেকে এই সব গয়না বেছে নিয়েছিলেন পাওলি। খোঁপার কাঁটা, বাজুবন্ধ, নেকলেস, কানের দুল প্রতিটি গয়না দেখতে যেমন সুন্দর তেমনই তাতে রয়েছে আভিজাত্যের ছোঁয়া। বিশেষ করে খোঁপার কাঁটা আর চুলের গয়নাটি। এই গয়না ভীষণ ভাবে নজর কেড়েছে নেটিজেনদের। সাধারণ গোল্ডেন শাড়িতেও যে এত ভাল স্টাইলিং করা যায় তা দেখিয়ে দিলেন পাওলি।





