AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Soumitrisha Kundu: মনোহরার ‘মিঠাই’ নন, কুল-ক্যাজুয়াল লুকে এমন সৌমিতৃষাকে আগে দেখেছেন কি?

Fashion And Style: পর্দার মিঠাই আর সৌমিতৃষার মধ্যে বেশ ফারাক রয়েছে। সৌমিতৃষার এই ছবি দেখলে খুশি হবেন আপনিও। ফ্যাশন নিয়ে যে প্রচুর রকম এক্সপেরিমেন্ট করেন মিঠাই এমন নয়

Soumitrisha Kundu: মনোহরার 'মিঠাই' নন, কুল-ক্যাজুয়াল লুকে এমন সৌমিতৃষাকে আগে দেখেছেন কি?
কেমন লাগছে সৌমিতৃষাকে
| Edited By: | Updated on: Jun 09, 2023 | 6:41 PM
Share

টেলিভিশনে মিঠাইয়ের যাত্রা আজই শেষ। টেলিভিশনের পর্দায় শেষবারের মতো সম্প্রচার হবে সকলের প্রিয় ধারাবাহিক মিঠাই। ধারাবিক শুরুর প্রথম দিন থেকেই সকলের মনে জায়গা করে নিয়েছিল মিঠাই। যত দিন এগিয়েছে ততই গল্পে এসেছে একাধিক চমক। উচ্ছেবাবু আর মিঠাই রানির বিয়ের পর সেই জনপ্রিয়তা একেবারে তুঙ্গে পৌঁচ্ছে যায়। ক্রমেই বাঙালির ড্রইংরুমে একেবারে বাড়ির ছেলে-মেয়ে হয়ে উঠেছিল সিড আর মিঠাই। প্রায় ৫০ সপ্তাহেরও বেশি সময় TRP লিস্টে বেঙ্গল টপার ছিল এই সিরিয়াল। আর এই সিরিয়ালের মাধ্যমেই সৌমিতৃষার মিঠাই হয়ে ওঠা। এতদিন পর্যন্ত প্রিয় মিঠাইকে একরকম লুকে দেখেছেন দর্শক। অধিকাংশ সময় শাড়ি, শাঁখা, সিঁদুর- একেবারে গ্রামের সরল সাদাসিধে মেয়ে। এরপর এসেছে মিঠি। মিঠি চরিত্রেও সৌমিতৃষার বেশ কিছু রূপ পরিবর্তন হয়েছে।

তবে পর্দার মিঠাই আর সৌমিতৃষার মধ্যে বেশ ফারাক রয়েছে। সৌমিতৃষার এই ছবি দেখলে খুশি হবেন আপনিও। ফ্যাশন নিয়ে যে প্রচুর রকম এক্সপেরিমেন্ট করেন মিঠাই এমন নয়। তবে কুল অ্যান্ড ক্যাজুয়াল লুকেই নিজেকে দেখতে পছন্দ করেন সৌমিতৃষা। কখনও শাড়ি, কখনও ওয়েস্টার্ন আবার লেহঙ্গা এমন পোশাকই বেছে নেন তিনি। সৌমিতৃষার পোস্ট করা কিছু ছবির থেকে কয়েকটা বেছে নিলাম আমরা। দেখে নিন কেমন লাগছে নায়িকাকে। বরাবরই সৌমিতৃষা খুবই শৌখিন। একটি ছবিতে তাঁকে দেখা গিয়েছে লং স্কার্ট আর ক্রপ টপে। ফ্লোরাল প্রিন্টের এই ক্রপ টপ-স্কার্টে  খুবই সুন্দর লাগছে তাঁকে। নিজের মিষ্টি মুখখানি আরও মিষ্টি  হয়েছে মেকআপ, কানের দুল আর হেয়ারব্যান্ডের জন্য। এই ড্রেসের সঙ্গে থুবই মানানসই তাঁর আই মেকআপও। যে কোনও পার্টি বা অনুষ্ঠানে এমন পোশাক পরতে পারেন আপনিও।

সৌমিতৃষার আরও একটি ছবি আছে হলুদ শাড়িতে। হলুদ সিল্কের এই শাড়িতে পাড়ে রয়েছে দারুণ সুন্দর এমব্রয়ডারির কাজ। এর সঙ্গে কনট্রাস্ট করে সাদা রঙের ব্লাউজ পরেছেন। খোলা ঢেউ খেলানো চুল, স্টোন সেটিং লম্বা দুলে ভারী মিষ্টি দেখাচ্ছে তাঁকে। মিঠাইয়ের সঙ্গে সৌমিতৃষার এই লুকের তেমন কোনও মিল নেই। সাধারণেই অসাধারণ সৌমি। কখনই বেশি মেকআপ, জমকালো পোশাক তাঁর পছন্দ নয়। আর তা তিনি বারে বারেই বুঝিয়ে দিয়েছেন।