Parno Mittra: শাড়ি, ড্রেস বা ডিপনেক টপ- উইকএন্ডে পার্নো যেন ‘আ দেখে জ়’
Weekend Style: শাড়ির সঙ্গে এই ঝোলা দুল আর টিপ থাকলে অন্য কোনও কিছুরই প্রয়োজন পড়ে না। সাদা রঙের ডিপ নেকের একটি টপের সঙ্গে জিন্স পরেছেন পার্নো। হালকা মেকআপে এমন লুকে খুব সুন্দর লাগছে তাঁকে
সিরিয়াল, মডেলিং দিয়েই কেরিয়ার শুরু করেন পার্নো মিত্র। অনেকটা কম বয়সেই প্রথম পা রাখেন ইন্ডাস্ট্রিতে। প্রথম সিরয়ালেই সাফল্য আসে। এরপর বেশ কিছু সিরিয়ালে অভিনয় করলেও আপাতত সিনেমা, ওয়েব সিরিজেই মজে আছেন তিনি। বরাবরই পার্নো খুব বেছেবুছে চরিত্র ঘেঁটে অভিনয় করেন। নিজের অভিনয় গুণেই পার্নো জায়গা করে নিয়েছেন দর্শকের মনে। ফ্যাশন নিয়ে পার্নো বেশ সচেতন। তাঁর ফ্যাশন সেন্স, যে ভাবে তিনি পোশাক বাছাই করেন এবং তাঁর হেয়ার কাট- টিনএজ মেয়েদের খুবই পছন্দের। ওয়েস্টার্ন থেকে শুরু করে শাড়ি সবই রয়েছে পার্নোর ওয়ার্ড্রোবে। কুল অ্যান্ড ক্যাজুয়াল ফ্যাশন হল তাঁর ইউএসপি। যে কোনও বোল্ড পোশাক আত্মবিশ্বাসের সঙ্গেই পরেন পার্নো। যদিও শাড়ির থেকে জিন্স, শর্টস, টপেই বেশি ভাল লাগে তাঁকে।
সব সময় প্রচুর মেকআপ, জমকালো পোশাক এসব দেখতে ভাল লাগে না। অতিরিক্ত মেকআপে ত্বকেরও ক্ষতি হয়। আর যে পোশাক আপনাকে আরাম দেবে তাই পরুন। শুধুমাত্র দেখানোর জন্য ফ্যাশন নয়। যে পোশাকে নিজের নিজেকে ভাল লাগে তেমন পোশাকই রাখুন ওয়ার্ড্রোবে। শনি-রবি অধিকাংশেরই ছুটি থাকে। বিশেষ এই দিনে নানা রকম প্ল্যানিং থাকে। আর তাই এমন দিনে কফি ডেট, আড্ডা বা শপিংয়ে গেলে এমন পোশাক বাছুন পার্নোর মত। ডিপ নেকের সুন্দর একটি শার্ট বেছেন পার্নো।
লেমন ইয়লো রঙের এই শার্টে পার্নোকে খুবই স্মার্ট লাগছে। সেই সঙ্গে আকর্ষণীয় তাঁর হেয়ার স্টাইলও। আবার অরেঞ্জ রঙের ফুলস্লিভ বডিকন ড্রেস পরে একটি ছবি রয়েছে পার্নোর। চুলে ওয়েভি টাচ। এমন লুকে ইভিনিং পার্টিতে খুব ভাল লাগে দেখতে। কটন প্রিন্টের হ্যান্ডলুম শাড়ির সঙ্গে লম্বা ঝুলের দুল পরেছেন পার্নো। কপালে ছোট্ট টিপ। শাড়ির সঙ্গে এই ঝোলা দুল আর টিপ থাকলে অন্য কোনও কিছুরই প্রয়োজন পড়ে না। সাদা রঙের ডিপ নেকের একটি টপের সঙ্গে জিন্স পরেছেন পার্নো। হালকা মেকআপে এমন লুকে খুব সুন্দর লাগছে তাঁকে। আবারও বাজিমাৎ করেছে পার্নোর হেয়ার স্টাইল। ছোট চুলে যে স্মার্ট আর দারুণ স্টাইলিং করা যায় তা পার্নোর প্রতিটি স্টাইল বুঝিয়ে দেয় বারবার।