AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Disha Parmar Fashion: স্বামীর সঙ্গে সমুদ্রসৈকত ভ্রমণে ব্যস্ত দিশা, দেখে নিন তাঁর নজর কাড়ানো বিকিনি সাজ…

বিকিনি টপটি গাঢ় গোলাপী রঙে প্রিন্ট করে ছিল।  যদিও, দিশা তাঁর এই লুকের জন্য যে ফ্লোরাল প্রিন্টেড শ্রাগ যোগ করেছিলেন, তা খুব একটা নজর কাড়াতে পারেনি।

Disha Parmar Fashion: স্বামীর সঙ্গে সমুদ্রসৈকত ভ্রমণে ব্যস্ত দিশা, দেখে নিন তাঁর নজর কাড়ানো বিকিনি সাজ...
| Edited By: | Updated on: Sep 26, 2021 | 11:27 AM
Share

সদ্য বিয়ে করেছেন দিশা পরমার এবং রাহুল বৈদ্য। বর্তমানে মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন তাঁরা। বাড়ে আচ্ছে লাগতে হে ২-এর অভিনেত্রী তাঁর ছুটি কাটানোর বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন।  দিশার সাম্প্রতিক পোস্টে দেখা যাচ্ছে তিনি রাহুলের সঙ্গে সমুদ্রসৈকতে পোজ দিচ্ছেন। তিনি এই ফটোশুটের জন্য রঙিন সাজ বেছে নিয়েছেন। 

ফ্যাশন এবং বিনোদনের সব খবর আজকাল ইনস্টাগ্রামে সবার আগে পাওয়া যায়। দিশা তাঁর ইনস্টাগ্রামে একটি বিকিনি সেট পরা বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন।  তিনি তাঁর পোস্টের ক্যাপশন দিয়েছেন, “সে-জিং দ্য ডে।”  একটি গোলাপী বিকিনি টপের সঙ্গে একটি সাদা কালো প্রিন্টের বিকিনি বটম পরেন তিনি। এর ওপরে তিনি একটি সুন্দর ফ্লোরাল প্রিন্টেড কভার আপ জড়িয়েছিলেন। তাঁর এই সুন্দর বিকিনি সেটটা অ্যাঞ্জেল ক্রোশেট কোম্পানি থেকে নেওয়া।

Disha Parmar Fashion

ছবিগুলিতে, দিশা প্রিন্টেড বিকিনি সেট পরে সাদা বালিতে ভরা সমুদ্রসৈকত হাঁটাচলা করছেন। তাঁর পোস্ট করা ছবিগুলিতে রাহুলকে চুম্বন করার একটি ছবিও রয়েছে। দিশা একটি গোলাপী বিকিনি টপ বেছে নিয়েছিলেন। এই বিকিনি টপে একটা গিঁট ছিল এবং সামনের দিকে সামান্য ডিটেলিং ছিল। ব্যাকলেস এই টপটিতে হল্টার নেক স্ট্র্যাপ ছিল। তিনি এর সঙ্গে একটি নীল আর ধূসর রঙের হাই-ওয়েস্ট বিকিনি বটম পরেছিলেন। বিকিনি টপটি গাঢ় গোলাপী রঙে প্রিন্ট করে ছিল।  যদিও, দিশা তাঁর এই লুকের জন্য যে ফ্লোরাল প্রিন্টেড শ্রাগ যোগ করেছিলেন, তা খুব একটা নজর কাড়াতে পারেনি। তাঁর এই শ্রেডটিতে সাদা রঙের ওপর কমলা, নীল এবং লাল রঙের ফুলের প্রিন্ট ছিল। 

আপনি যদি আপনার সংগ্রহে এই বিকিনি সেট এবং ফ্লোরাল প্রিন্টেড শ্রেডটি কিনতে চান তাহলে সেক্ষেত্রে বিকিনি বটমটি আপনি অ্যাঞ্জেল ক্রোশেটের ওয়েবসাইটে পাবেন। সেটটির মূল্য ১,৪০০ টাকা। কভারআপটির মূল্য ২,২৫০ টাকা। দিশার এই পুরো লুকের জন্য আপনার খরচ হবে ৩,৬৫০ টাকা।

দিশা একদম সাধারণ মানের মেকআপ করেছিলেন। গোলাপি গাল, চকচকে হাইলাইটার, উজ্জ্বল গোলাপি লিপস্টিক আর একদম অল্প স্কিন টোনারের ব্যবহার করেছিলেন। দিশা মূলত ঘোরার মুডে ডুবেছিলেন, তাই হয়তো কোথাও গিয়ে এই ফ্যাশন অনুরাগী ডিভা নিজের সাজে অতটা নিখুঁত খেয়াল দেন নি। যদিও, সব মিলিয়ে দিশাকে বেশ সাবলীল দেখতে লেগেছিল।

আরও পড়ুন: Parineeti Chopra: মলদ্বীপে লাল বিকিনি ও সাদা জাম্পস্যুটে বোল্ড লুকে পরিনীতি! দেখুন একঝলকে…

আরও পড়ুন: Ananya Panday: নিওন আউটফিট বেশ পছন্দের অনন্যার! প্যান্টস্যুট থেকে লেহেঙ্গায় নানা রূপের ছবি দেখুন একনজরে…

আরও পড়ুন: Soha Ali Khan Fashion: শান্ত, সুন্দর সোহা আলি খানের পোশাকেও রয়েছে অতিজাগতিক স্নিগ্ধতা…