Gaye Holud: সনাতনী সাজে নজর কাড়ুন গায়ে হলুদের অনুষ্ঠানে, রইল সুলুকসন্ধান
Traditional and elegant: লাল-পাড়া সাদা শাড়ির সঙ্গে ফুলের গয়না, লেহঙ্গা, শারারা- মোটকথা গায়ে হলুদের সাজে এখন এসেছে নানা বৈচিত্র্য। আর এর ফলে হারিয়ে গিয়েছে সেই সাবেকিয়ানা। বিয়ের দিন যত সাবেকি সাজা যায় ততই দেখতে সুন্দর লাগে
চারিদিকে এখন বিয়েবাড়ির মরশুম। প্রতি বছরই অঘ্রাণেই সবচাইতে বেশি বিয়ে হয়। কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্সের- সাম্প্রতিক সমীক্ষায় উঠে এসেছে এই বছর ১৪ নভেম্বর থেকে ১৪ ডিসেম্বরের মধ্যে দেশে বিয়ে হয়েছে প্রায় বত্রিশ লক্ষ যুগলের। বিয়ের অনুষ্ঠানে লক্ষ লক্ষ টাকা খরচা করতেও পিছপা হন না এখনকার যুগলেরা। বিয়ের সঙ্গে সংযুক্ত বিভিন্ন সংস্থারও চাহিদা বেড়েছে ইদানিং কালে। বিয়ে এখন একটা মস্ত বড় ইভেন্ট। আর তার জন্য প্রায় এক বছর আগে থেকে শুরু হয় প্ল্যানিং। অনুষ্ঠানবাড়ি বুক করা, ডেকোরেশন, সাজগোজ, খাওয়া-দাওয়া সবকিছু নিয়ে একাধিক পরিকল্পনা থাকে। এছাড়াও এখনকার বিয়েবাড়িতে অনেকখানি জুড়ে থাকে ফটোগ্রাফি। সকলেই চান সুন্দর ছবি তুলতে। কারণ এই ছবিই থেকে যাবে আজীবন। আর তাই সেইমতো সব কিছু আয়োজনও করতে হয়।
বাঙালি বিয়েতেও এখন হরেক অনুষ্ঠান থাকে। মেহেন্দি, সঙ্গীত, আইবুড়োভাত, ব্যাচেলার্স পার্টি দিয়েই শুরু হয় অনুষ্ঠানের। এরপর বিয়ের সকালে গায়ে হলুদ তো থাকেই। ভারতীয় শাস্ত্রমতে খুবই গুরুত্বপূর্ণ এক রীতি হল গাত্রহরিদ্রা। ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িতে গায়ে হলুদ আসে। সঙ্গে আসে একাধিক তত্ত্বও। মূলত কাঁচা হলুদই ব্যবহার করা হয় এই অনুষ্ঠানে। বিয়ের দিন বর, কনের ত্বক উজ্জ্বল দেখাতেই গায়ে হলুদ অনুষ্ঠানের আয়োজন করা হত। হলুদ সংক্রমণরোধী। আগে গায়ে হলুদের অনুষ্ঠানে খুব সাধারণ হলুদ-লাল শাড়িতেই সাজতেন মেয়েরা।
ইদানিং গায়ে হলুদের জন্য আলাদা গয়নার চল বেড়েছে। তেমনই অনেকেই লেহঙ্গা বা অন্য রঙের শাড়িও পরছেন। গায়ে হলুদেও থাকে থিম। অনেকেই তাই বিয়ের আগের দিন গায়ে হলুদ সেরে ফেলেন। যেহেতু ফটোগ্রাফি বিয়ের একটা গুরুত্বপূর্ণ অংশ তাই গায়ে হলুদেও অনেকে পরিপাটি করে এখন সাজেন। লাল-পাড়া সাদা শাড়ির সঙ্গে ফুলের গয়না, লেহঙ্গা, শারারা- মোটকথা গায়ে হলুদের সাজে এখন এসেছে নানা বৈচিত্র্য। আর এর ফলে হারিয়ে গিয়েছে সেই সাবেকিয়ানা। বিয়ের দিন যত সাবেকি সাজা যায় ততই দেখতে সুন্দর লাগে। অতিরিক্ত মেকআপে চুল, ত্বকেরও ক্ষতি হয়।
তাই বিয়ের দিন সকালে যত হালকা সাজবেন ততই বেশি দেখতে ভাল লাগে। সবথেকে ভাল কোনও মেকআপ না ব্যবহার করলে। হালকা লিপস্টিক আর কাজলেই সারুন এদিনের মেকআপ। সাধারণ হলুদ-লাল ডুরে শাড়িতেই এদিন সবচাইতে বেশি দেখতে ভাল লাগে মেয়েদের। সঙ্গে থাক হালকা সোনার গয়না। ফুলের গয়না পরলে অতিরিক্ত ভারী লাগে। যদি নিতান্তই পরতে চান তাহলে ফুলের হালকা টিকলি বা হেয়ার ব্যান্ড বানিয়ে পরতে পারেন। না চাইলে তা এড়িয়েও যেতে পারেন। সাধারণেই হয়ে ওঠা যায় অসাধারণ। এই কথাটা মাথায় রাখুন বিয়ের প্রতিটি সাজে।