Dhoti In Fashion: ডিজ়াইনার ধুতিতে যখন নজর কাড়ছেন ছেলেরা, কে বলেছে ফ্যাশান শুধু মেয়েদেরই?
Fashion And Style: ধুতিতেও এখন থাকে নানা চমক। ব্লক প্রিন্ট, হ্যান্ড প্রিন্ট এসব ছাড়াও এখন ধুতিও কাস্টমাইজড হচ্ছে
অধিকাংশের ধারণা ফ্যাশান মানে শুধুই মেয়ে। ভুলটা অবশ্য আমাদের নয়, বিজ্ঞাপনের। যে কোনও রকম বিজ্ঞাপনের মূল কেন্দ্রবিন্দুতে রাখা হয় মেয়েদেরই। খুব কম ক্ষেত্রেই যে কোনও বিজ্ঞাপনে প্রধান চরিত্র হয়ে ওঠেন পুরুষেরা। বিশেষ কিছু ক্ষেত্র ছাড়া। যেমন জুতো, ব্যাগ, বেল্ট, চশমা, সুগন্ধী। এর বাইরে অধিকাংশ বিজ্ঞাপনেই মূল দর্শক হিসেবে ধরে নেওয়া হয় মেয়েদেরই। তা সে মশলা হোক বা শ্যাম্পু। সুন্দর ত্বক, ফুরফুরে চুল আর ত্বন্বী- এমন একটা ছবি আমাদের মনের মধ্যেই গেঁথে বসে থাকে। তাই সকলেই ধরে নেন ফ্যাশান মানে সেখানে মেয়েদেরই রাজত্ব। সুন্দর পোশাক মেয়েদের জন্যই তৈরি। শাড়ি কিংবা লেহেঙ্গায় যত রকমের পরীক্ষা-নীরিক্ষা করা যায় তা শুধুমাত্র মেয়েদের জন্যই করা। বৈচিত্র্য একমাত্র আনা যায় মেয়েদের পোশাকেই।
ইদানিং, ছেলেরাও কিন্তু ফ্যাশান সচেতন হয়ে উঠেছেন। ছেলেদের ওয়ার্ড্রোব মানেই যে শুধু জিন্স, টি-শার্ট আর বক্সারে ঠাসা থাকবে তেমন নয়। সেখানে যেমন জায়গা করে নিয়েছে ইন্দো-ওয়েস্টার্ন তেমনই আছে পাঞ্জাবিও। বাঙালির চিরাচরিত পোশাক হল ধুতি আর শাড়ি। ধুতি-পাঞ্জাবিতে ছেলেদের যত সুন্দর লাগে তা কিন্তু আর অন্য কোনও পোশাকে লাগে না। তেমনই যে কোনও মেয়েকে শাড়িতে যত ভাল লাগে অন্য পোশাকে ততটাও ভাল লাগে না। আজকাল ধুতিতেও নানা স্টাইল দেখতে পাওয়া যায়। এখন অবশ্য কোঁচা দিয়ে ধুতি পরার চল উঠে গিয়েছে। অধিকাংশ ধুতিতেই ইলাস্টিক ব্যবহার করা হয়। শুধুমাত্র গলিয়ে নিলেই কাজ চলে যায়। সম্প্রতি ধুতি আর পাঞ্জাবি নিয়ে ডিজাইনাররা নানা রকম কাজ করছেন।
আগেকার দিনে ধুতির কোনও রং ছিল না। সাদা আর ঘিয়ে- এই দুই রঙের প্রচলন ছিল সবচাইতে বেশি। এখন ধুতিও নানা রঙের হয়। ধুতির রং নিয়েও নানা এক্সপেরিমেন্ট চলে। কেরালা কটন স্টাইলের ধুতিও যেমন হয় তেমনই হ্যান্ড ব্লক প্রিন্টের ধুতির আজকাল চল বেড়েছে। কিছু ডিজাইনার আছেন, যাঁরা শুধুমাত্র ধুতি আর পাঞ্জাবিই ডিজাইন করেন। ছেলেদের গোলাপি রং মানায় না, এমন ধারণা অনেকেরই রয়েছে। সেই মিথও বর্তমানে ভেঙেছে। ফ্লুরোসেন্ট থেকে শুরু করে হলুদ, গোলাপি, কমলা- সব রকম রঙই কিন্তু ছেলেরা পরছেন। ধুতিতে ব্লক প্রিন্ট, এমব্রয়ডারি নানা রকম কাজও এখন বেশ চলছে। ধুতির সঙ্গে ফুল হাতে আকর্ষণীয় ফটোশ্যুটও করছেন ছেলেরা। লজ্জা, ভয় বাদ দিয়ে এমন ফ্যাশানে মজতে পারেন আপনিও।