Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Style With Skinny Jeans: স্কিনি জিন্সে স্টাইল করতে গেলে যে তিন সাধারণ ভুল সকলেই করে থাকেন

Fashion Tips: স্কিনি জিন্স পরার সময় আরও একটি মাথায় রাখতে হবে তা হল দৈর্ঘ্য। স্কিনি জিন্সের সঙ্গে লং কোনও কিছু চলবে না

Style With Skinny Jeans: স্কিনি জিন্সে স্টাইল করতে গেলে যে তিন সাধারণ ভুল সকলেই করে থাকেন
স্টািলিং করার সময় যে টিপস মাথায় রাখবেন
Follow Us:
| Edited By: | Updated on: May 11, 2023 | 2:14 PM

রোজকার ব্যবহারের জন্য সবচেয়ে উপযোগী এবং আরামদায়ক পোশাক হল জিন্স। অবস্যই এখনকার মেয়েদের কাছে। একটা জিন্স সাতদিন পর্যন্ত পরা যায়। শুধু রোজ টপ কিংবা শার্ট বদলে নিলেই চলে। জিন্স এককালে শ্রমিকদের পোশাক ছিল। মোটা কাপড় বলেই শ্রমিকরা এই ফ্যাব্রিকের  প্যান্ট তাঁরা ব্যবহার করতেন। এরপর জিন্সের দুনিয়ায় অনেক অদল-বদল ঘটে। বেলবটমস, প্যারালাল ছেড়ে এখন জিন্সের স্টাইলেও এসেছে বদল। স্কিনি জিন্স, বয়ফ্রেন্ড জিন্স, স্ট্রেটকাট জিন্স, সিগারেট জিন্স, বুটকাট জিন্স, ফ্লেয়ার, জগিং, হাই-রাইজ জিন্স, টর্নড জিন্স… অনেক কিছু। এই সব জিন্সের মধ্যে স্ট্রেটকাট জিন্সের চাহিদাই সবচাইতে বেশি। সব বয়সের সকলেই এখন মজেছেন এই স্কিনিতে। অ্যাঙ্কেল লেন্থ জিন্স দেখতে সবচেয়ে বেশি ভাল লাগে। তবে স্টাইলিং এর সময় কিছু জিনিস মাথায় রাখতেই হবে।

স্কিনি জিন্স পরার সময় এই সাধারণ ভুলই সকলে করেন। আর এই সব ভুলের জন্যই কিন্তু তা দেখতে খারাপ লাগে। কিছু ক্ষেত্রে দৃষ্টিকটুও লাগে। স্কিনি জিন্স পরার সময় এই তিন ভুল প্রায় সকলেই করে থাকেন। আজ থেকে আর এই ভুল নয়। রইল প্রয়োজনীয় কিছু টিপস।

যখন স্কিনি জিন্স পরছেন তখন উপরে টাইট কোনও টপস পরবেন না। ব্যাগি বা ওভার সাইজড টি-শার্ট পরতে পারেন। শর্ট কুর্তিও এই সব স্কিনির সঙ্গে ভাললাগে। এছাড়াও মিড লেন্থ কুর্তির সঙ্গেও পরতে পারেন এই স্কিনি জিন্স। উপর এবং নিচের অংশ দুটোই যদি আঁটোসাঁটো হয় তাহলে মোটেই দেখতে ভাল লাগে না। এতে শরীরের আকৃতিও খাপছাড়া লাগে। তাই ঢিলে ঢালা টপ পরলেই ভাল।

স্কিনি জিন্সের সঙ্গে জুতোও সঠিক বাছাই দরকার। এর সঙ্গে স্যান্ডেল স্টাইল শ্যু ভাল লাগে। এর সঙ্গে হাই হিলও একদম ভাল লাগে না। প্ল্যাটফর্ম হিল, ফ্ল্যাট হিল বা স্নিকার্স পরতে পারেন।

স্কিনি জিন্স পরার সময় আরও একটি মাথায় রাখতে হবে তা হল দৈর্ঘ্য। স্কিনি জিন্সের সঙ্গে লং কোনও কিছু চলবে না। এতে দেখতে খারাপ লাগে। ক্রপ ব্যাগি টপ পরতে হাপেন। যাই-ই পরুন না কেন তা যেন হাঁটুর উপর থাকে বা নি-লেন্থ হয় সেইদিকে খেয়াল রাখুন। ব্যাস, এই ভাবে স্টাইলিং করলে দেখতে ভাল লাগবেই।