Navratna Necklace: সেলেবদের মতন আপনিও পরতে পারেন নবরত্ন নেকলেস! বিয়ের অনুষ্ঠানে কতটা গুরুত্বপূর্ণ
নবরত্ন নেকলেসটির সৌন্দর্য এবং বিশেষত্ব হল এতে নয়টি পাথর খদিত থাকে। তার প্রতিটির আলাদা আলাদা অর্থ রয়েছে। বিয়ের মরসুমে এই বিশেষ নেকলেস পরার পিছনে রয়েছে ৯টি কারণ।
চুপিসারে হলেও বিয়ের আসরের নানা মুহূর্ত এখন ভাইরাল হয়ে গিয়েছে। রাজস্থানে বিয়ে সেরে হানিমুন কাটিয়ে মুম্বইয়ে ফিরেছেন নবদম্পতি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। এবার পালা গ্র্যান্ট রিসেপশনের। বহু প্রতীক্ষিত এই বিয়েতে ক্যাটরিনার পোশাক ও সাজ নিয়ে চর্চা যে হবে তা বলাই বাহল্য।
বিয়ের প্রতিটি ছবিই সকল সিনেমাপ্রেমীদেরই মুগ্ধ করেছে। জমকালো, সূক্ষ্ম কিন্তু অসাধারণ সব আয়োজনে সকলকেই তাই আকর্ষণ করেছে। ক্যাটরিনার বিয়ের ওড়না, লেহেঙ্গা, মেহেন্দি, হলুদি অনুষ্ঠানের ঝুমকা, ভিকির সঙ্গে বিয়ের নানান মুহূর্ত এখনও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে রয়েছে। বিয়ের অনেক রীতি-নীতির মধ্যে বেশ কিছু জায়গায় একঘেয়েমি কেটে ব্যতিক্রমী হয়েছেন ক্যাটরিনা। যেমন মেহেন্দি অনুষ্ঠানে ক্যাচরিনা একটি রঙিন পাথরের সঙ্গে সুন্দর ডিজাইনের নেকলেস পরেছিলেন। ডিজাইনার সব্যসাচীর ব্রাইডাল কালেকশনের থেকে একটি নবরত্ন নেকলেস বেছে নিয়েছিলেন তিনি। এমনকি ইন্সটাগ্রামে সব্যসাচী মেহেন্দি অনুষ্ঠানে ক্যাটরিনার পোশাক নিয়ে বলতে গিয়ে জানিয়েছেন, মেহেন্দি অনুষ্ঠানের জন্য ক্যাটরিনা কাইফ একটি মাল্টিকালারড প্যাচওয়ার্ক ব্লাউজ ও মটকা সিল্কের লেহেঙ্গে পরেছিলেন। সঙ্গে সব্যসাচীর গ্র্যাজুয়েশন কালেকশন দ্য ক্যাশগড় বাজার থেকে একটি এমব্রয়ডারির দোপাট্টা পরেছিলেন। ভারতের আঞ্চলিক লোককাহিনি, কারুকাজ ও সংস্কৃতির বৈচিত্যের প্রকাশ পায় গয়নার উপর। লেহেঙ্গার সঙ্গে মানানসই নবরত্ন নেকলেস পরে দেশি ও রাজস্থানী লুকে আরও বেশি সুন্দর লাগছিল ক্যাটরিনাকে। ১৮ ক্যারাট সোনায় পান্না, হিরে, নীলা, মুক্তো, স্পিনেল, ট্যরমালাইন ও রুবির মতো দামি পাথর নেকলেসে স্থান পেয়েছিল।
নবরত্ন নেকলেসটির সৌন্দর্য এবং বিশেষত্ব হল এতে নয়টি পাথর খদিত থাকে। তার প্রতিটির আলাদা আলাদা অর্থ রয়েছে। বিয়ের মরসুমে এই বিশেষ নেকলেস পরার পিছনে রয়েছে ৯টি কারণ। সাধারণত নবরত্ন পাথরের মধ্যে থাকে রুবি, মুক্তা, হীরা, পান্না, লাল প্রবাল, নীল নীলকান্তমণি, হলুদ নীলকান্তমণি, হেসোনাইট এবং ক্যাটস আইয়ের মতো গুরুত্বপূর্ণ রত্ন।
রুবি – এটি আপনাকে যে কোনও নেতিবাচক শক্তি থেকে রক্ষা করতে কাজ করে। মুক্তা – আনুগত্য, বিশ্বাস, সততা এবং বিশ্বাসকে লালন করার জন্য পরিচিত। লাল প্রবাল – একটি ভারসাম্যপূর্ণ ব্যক্তিগত এবং পেশাদার জীবন বজায় রাখতে সহায়তা করে। পান্না – এটি বৃদ্ধি এবং সাফল্যের একটি পথ তৈরি করে। হলুদ নীলকান্তমণি – সম্পদ এবং ভাগ্য প্রচার করে। হিরে – সৌন্দর্য ছাড়াও, স্বাস্থ্য এবং সম্পদ প্রচার করে। নীল নীলকান্তমণি – এটি আরও সহনশীল হতে দেয়। হেসোনাইট – উদ্বেগ, চাপ এবং মানসিক সমস্যায় সহায়তা করে ক্যাটস আই – এটি স্বচ্ছ্বতা বজায় রাখতে সহায়তা করে
শুধু ক্যাটরিনা নয়, এমনকি শাহিদ কাপুরের স্ত্রী মীরা রাজপুতও তার বিয়ের জন্য নবরত্ন নেকলেস পরেছিলেন।