AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kriti Sanon Fashion: কমলা রঙের লেহেঙ্গাতে অসাধারণ সুন্দর সাজ কৃতির, ব্রাইডাল লুকে নজর কাড়লেন অনেকের…

যদিও হাম দো হামারে দো সিনেমা এখন সমস্ত লাইমলাইট পাচ্ছে কিন্তু, সম্প্রতি কৃতির ব্রাইডাল লুক এসবের মাঝেই হঠাৎ শোরগোল ফেলে দিয়েছে।

Kriti Sanon Fashion: কমলা রঙের লেহেঙ্গাতে অসাধারণ সুন্দর সাজ কৃতির, ব্রাইডাল লুকে নজর কাড়লেন অনেকের...
| Edited By: | Updated on: Oct 27, 2021 | 11:28 AM
Share

শীতকাল আসন্ন, আর তার সঙ্গেই এসে গেল বিয়ের মরসুম। বিয়ের মরসুমে নতুন বউকে সাজানোর জন্য রকমারি সাজের আয়োজন করা হয়। কখনও খুব জাঁকজমক পূর্ণ বেনারসি, কখনও নিখুঁত সুন্দর জরির কাজ করা আকর্ষণীয় শাড়ি। এথনিক পোশাকের রকমারি সাজের ভিড়ে ব্যতিব্যস্ত হয়ে ওঠে সবাই। তবে, আজকের দিনে লেহেঙ্গার চল অনেক বেশি সাবলীল হয়ে উঠেছে।

লেহেঙ্গার মধ্যে এথনিক সাজের পাশপাশি একটা আকর্ষণীয় লুক থাকে। যা শাড়ির মধ্যে পাওয়া গেলেও, বিয়ের অনুষ্ঠানে লেহেঙ্গা তুলনামূলক বেশি আরামদায়ক। এবার আরামদায়কের পাশপাশি যদি আকর্ষণীয়ও হয়, তাহলে খুব স্বাভাবিকভাবেই সবাই লেহেঙ্গাকেই বেছে নেবে। তাছাড়া আজকের দিনে লেহেঙ্গাগুলোতেই এত সুন্দর আর নিখুঁত কাজ করা থাকে যে সত্যি বলতে শাড়িকে অনেক বেশি একঘেঁয়ে মনে হলেও অবাক হওয়ার কিছু নেই।

কৃতি স্যাননের নতুন সিনেমা ‘হাম দো হামারে দো’ ২৯ অক্টোবর থেকে একটি অনলাইন প্ল্যাটফর্মে স্ট্রিম হতে চলেছে। অভিনেত্রীকে তাঁর চলচ্চিত্রের প্রচারের সময় একাধিক জায়গায় দেখা গেছে। তাঁর চলচ্চিত্র মিমির জন্য সমালোচকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা পাওয়ার পর সকলের চোখ এখন তাঁর পরবর্তী কাজের দিকেই রয়েছে। যদিও হাম দো হামারে দো সিনেমা এখন সমস্ত লাইমলাইট পাচ্ছে কিন্তু, সম্প্রতি কৃতির ব্রাইডাল লুক এসবের মাঝেই হঠাৎ শোরগোল ফেলে দিয়েছে।

কৃতির স্টাইলিস্ট সুকৃতি গ্রোভার তাঁর পরা টকটকে কমলা লেহেঙ্গার বেশ কয়েকটি ছবি ইন্সটাগ্রামে শেয়ার করেছেন। অত্যন্ত এথনিক গয়না এবং নিখুঁত মেকআপের সঙ্গে কমলা এই লেহেঙ্গার সাজে কৃতিকে দেখতে একদম অনন্য সাধারণ এক কনে লাগছে। ব্রাইডাল এই লুক ইতিমধ্যেই ফ্যাশন উৎসাহীদের মধ্যে একটা আবেগতাড়িত উৎসাহ নিয়ে এসেছে।

কৃতির লেহেঙ্গা সীমা গুজরালের ডিজাইন করা। তিনি এই সুন্দর লেহেঙ্গাকে একটি জমকালো এথনিক নেকপিস, ব্রেসলেট, আংটি এবং একটা বেশ ভারী রকমের টিকলির সঙ্গে পরেছেন। কৃতি মেকআপের জন্য একদম সাধারণ মান বেছে নিয়েছিলেন। চোখে সুন্দর করে কাজল পরেছিলেন, ঠোঁটে নিউড পিঙ্ক লিপ শেড আর সামান্য হাইলাইটার দিয়ে তাঁর উজ্জ্বল গালগুলো দেখিয়েছিলেন।

আপনি যদি কৃতির এই লেহেঙ্গা নিজের সংগ্রহে রাখতে চান তবে আপনি সীমা গুজরালের অফিসিয়াল ওয়েবসাইটে এটি পেয়ে যাবেন। এর দাম ৯৮,০০০ টাকা।

আরও পড়ুন: Bipasha Basu: মলদ্বীপে ‘নিওন’ বোল্ড লুকে গ্ল্যামার ছড়াচ্ছেন বিপাশা! দেখুন সেই আগুন ঝরানো ছবি…

আরও পড়ুন: Mimi Chakraborty: সিল্কের শাড়ি-সোনার গয়না আর ছোট্ট টিপ, উত্‍সবেও বাঙালি লুক ধরে রাখলেন বাঙালি সাংসদ

আরও পড়ুন: Eternals: ছবির প্রিমিয়ারে অ্যাঞ্জেলিনার পুরনো পোশাকেই নজর কাড়লেন জাহারা জোলি-পিট!