Parno Mittra: ছেঁড়া-ফাটা বয়ফ্রেন্ড জিন্স ওভার সাইজড টি-শার্ট আর সাদা জুতোয় সামার কুল পার্নো

TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক

May 08, 2023 | 2:45 PM

Summer cool Fashion: গরমের দিনে এইরকম বয়ফ্রেন্ড জিন্স আর ওভার সাইজড টি-শার্টে দেখতে খুবই স্টাইলিশ লাগে

Parno Mittra: ছেঁড়া-ফাটা বয়ফ্রেন্ড জিন্স ওভার সাইজড টি-শার্ট আর সাদা জুতোয় সামার কুল পার্নো
কেমন লাগছে পার্নোকে?

Follow Us

বরাবরই কুল অ্যান্ড ক্যাজুয়াল ফ্যাশনেই অভ্যস্ত পার্নো। কখনই তাঁকে খুব বেশি মেকআপ করতে দেখা যায় না। ওভার সাইজড টি-শার্ট, শর্টস, স্ট্র্যাপি টপ, স্কার্ট, ওভার সাইজ শার্ট এসব দিয়েই ফ্যাশন করতে ভালবাসেন তিনি। শাড়ি পড়লেও তাতে ওয়েস্টার্ন টাচ দেন। মোদ্দা কথা ইন্দো ওয়েস্টার্ন পরতেই বেশি পছন্দ করেন তিনি। আগে বেশ ফটোশ্যুট করলেও ইদানিং তা একেবারেই কমিয়ে এনেছেন। আর এই কুল ক্যাজুয়াল পোশাকে পার্নোকে দেখতেও খুব ভাল লাগে। একটা সময় ছিল যখন পার্নোর স্টাইল খুবই পছন্দ করতেন কলেজ গার্লরা। পার্নোর কথা বলার মধ্যেও অদ্ভুত সুন্দর একটা স্টাইল রয়েছে। ফ্যাশন মানেই সব সময় জমকালো পোশাক আর মেকআপ নয়। খুব সাধারণ পোশাকেও হয়ে ওঠা যায় অসাধারণ।

সম্প্রতি পার্নো তাঁর ইনস্টাগ্রামে দুটো ছবি পোস্ট করেছেন। বয়ফ্রেন্ড রিপড জিন্স আর একদম সাদা ওভার সাইজড একটি টি-শার্ট পরেছেন। পায়ে সাদা বুট। চুল ছাড়া। আর এতেই বেশ একটা কুল লুক এসেছে। গরমের দিনের জন্য যা আদর্শ। বন্ধু মৈনাকই পার্নোর মেকআপ করেছেন। পার্নোর এমন লুক দেখে খুবই খুশি ফ্যানেরা। এই লুকের মধ্যে যে পজিটিভিটির ছোঁয়া আছে তাও লিখতে ভোলেননি ভক্তরা।

কী এমন পরলেন পার্নো?

সাধারণ জিন্স আর টি-শার্টেই কামাল করে দিয়েছেন পার্নো। বয়ফ্রেন্ড জিন্স বেশ কিছুদিন ধরেই ফ্যাশনে ইন। আর এমন জিন্সে খুব ভাল লাগে দেখতে। পরেও লাগে আরাম। ডেনিমের রিপড বয়ফ্রেন্ড জিন্স বেছে নিয়েছেন পার্নো। সঙ্গে সাদা এই ওভারসাইজড টি-শার্ট। ছোট স্ট্রেট চুল খোলাই রেখেছেন। পায়ে সাদা স্নিকার্স। আর পড়ন্ত বিকেলে ছাদে দাঁড়িয়ে পার্নো পোজও দিয়েছেন খুব সুন্দর। ডেট কিংবা বন্ধুদের সঙ্গে কোথাও আড্ডা দেওয়ার পরিকল্পনা থাকলে এমন আউটফিট বেছে নিতেই পারেন। এমনকী গরমের দিনে অফিসেও পরে যেতে পারেন এমন কুল আউটফিট। স্টাইল বজায় থাকবে আর নিজেও আরাম পাবেন।