Raima Sen: কালো মনোকিনি আর ফুলস্লিভ শ্রাগে রাইমার মনোক্রম, উন্মুক্ত বক্ষে ছক্কা হাঁকলেন নেটপাড়ায়
Monochromatic outfit And Fashion: সম্প্রতি মনোক্রোমে দারুণ কিছু ফটোশ্যুট করেছেন রাইমা। মেকআপ আর্টিস্ট প্রসেনজিৎ বিশ্বাস রাইমাকে সাজিয়েছেন এমন সুন্দর লুকে। মেকআপ এতই সুন্দর হয়েছে যার মধ্যে সত্তরের দশকের যেমন এমনটা টাচ রয়েছে তেমনই আধুনিকতার ছোঁয়াও রয়েছে
মনের বয়স বাড়লেও দেহের বয়স যে একেবারে বাড়তে দেওয়া ঠিক একথা বার বার প্রমাণ করে দিয়েছেন রাইমা সেন। তাঁকে দেখে বোঝাক উপায় নেই যে ৪০-এর ঘর তিনি অনেক আগেই পেরিয়ে গিয়েছেন। রাইমার সৌন্দর্য আর হটনেস জোর টক্কর দেবে তরুণীদেরও। রাইমা তাঁর নিজের অভিনয়ের গুণেই জায়গা করে নিয়েছেন দর্শকদের মনে। বলিউড থেকে টলিউড সর্বত্রই এখন কাজ করেন রাইমা। মা-ঠাকুমা বিখ্যাত অভিনেত্রী, আর তাঁদের ছাপ রয়েছে নাতনি সেনের মধ্যেও। রাইমার ফ্যাশন সেন্সও দুর্দান্ত। শাড়ি থেকে ওয়েস্টার্ন সব রকম পোশাকেই দারুণ লাগে তাঁকে। রাইমার পোশাক, মেকআপ সব কিছুর মধ্যে একটা অভিজাত্য রয়েছে। মিনিমাম মেকআপেই তাঁকে লাগে চূড়ান্ত। সাধারণ লিপস্টিক, কাজল, আইলাইনার- এই কটা জিনিসেই মেকআপ করেন তিনি।
সম্প্রতি মনোক্রোমে দারুণ কিছু ফটোশ্যুট করেছেন রাইমা। মেকআপ আর্টিস্ট প্রসেনজিৎ বিশ্বাস রাইমাকে সাজিয়েছেন এমন সুন্দর লুকে। মেকআপ এতই সুন্দর হয়েছে যার মধ্যে সত্তরের দশকের যেমন এমনটা টাচ রয়েছে তেমনই আধুনিকতার ছোঁয়াও রয়েছে। মনোক্রম এখন ফ্যাশনে ইন। আর তাই কালো রঙের একটি মনোকিনি পরেছেন রাইমা। উপর থেকে গলিয়ে নিয়েছেন ফুলস্লিভ কালো শ্রাগ। অর্ন্তবাস ছাড়াই এই মনোকিনি পরেছেন রাইমা। উন্মুক্ত বক্ষযুগল, এলোথেলো চুলে একটাই মাত্র ক্লাচার লাগিয়েছেন, দু চোখে সুন্দর করে কাজল, ডার্ক শেডের লিপস্টিক- সব মিলিয়ে খুব সুন্দর একটি লুক ক্রিয়েট হয়েছে।
কিছুতেই চোখ ফেরানো যাচ্ছে না রাইমার থেকে। এই পোশাকের সঙ্গে মিলিয়ে গয়নাও পরেছেন তিনি। ওয়েস্টার্ন স্টাইলের লেয়ার চেন, স্টাড ইয়াররিং, এক হাতে স্টাইলিশ ঘড়ি- সামান্য একসেসরিজেই সুন্দরী রাইমা। মেকআপ আর্টিস্ট প্রসেনজিৎ বিশ্বাসই সব ছবিগুলি তুলেছেন। সব মিলিয়ে দারুণ লাগছে রাইমাকে। ইন্ডাস্ট্রির বন্ধুরাও দারুণ সব কমেন্ট করেছেন রাইমার ছবিতে। তাঁর প্রতিটা ছবিই যে আগুন সে কথা বলার অপেক্ষা রাখে না।