AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shehnaaz Gill: অন্তর্বাস ছাড়া হট গাউন পরে রিল বানাতে গিয়ে বিপত্তি! শেহনাজের বোল্ড ছবি এখন ভাইরাল

Bollywood Fashion: রিলের ভিডিয়োয় দেখা গিয়েছে, নজর কাড়তেই সেক্সি লুকে নিজেকে তুলে ধরেছেন শেহনাজ। নানা অঙ্গভঙ্গিতে ক্যামেরায় পোজ দিয়েছেন। যার প্রত্যেকটি থেকেই চোখ সরানো মুসকিল

Shehnaaz Gill: অন্তর্বাস ছাড়া হট গাউন পরে রিল বানাতে গিয়ে বিপত্তি! শেহনাজের বোল্ড ছবি এখন ভাইরাল
| Edited By: | Updated on: Jul 09, 2022 | 7:14 PM
Share

বিগ বস খ্যাত শেহনাজ গিল (Shehnaaz Gill) বর্তমানে মানুষের মনে জায়গা করে নিয়েছেন। আদতে তাঁকে অনেকেই পঞ্জাবের ক্যাটরিনা কাইফ বলে চেনেন। সেই দৌলতেই বিগ বস হাউস (Big Boss House), তারপর সিদ্ধার্থ শুক্লার সঙ্গে বন্ধুত্ব থেকে প্রেম। সিদ্ধার্থ শুক্লার মৃত্যুর পর শেহনাজের প্রতি ভক্তদের ভালবাসা আরও খানিকটা বেড়ে গিয়েছে। ছটফটে, প্রাণবন্ত এই উঠতি নায়িকা সকলের মন জয় করে নিয়েছেন। ফ্যাশন উইক, ধর্মীয় সভায় বা চ্যানেলের কোনও এপিসোডে অতিথি হয়ে বা কোনও ইভেন্টে যান না কেন, উজ্জ্বল উপস্থিতি সবর্দা। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও সক্রিয়তা রয়েছে তাঁর। সম্প্রতি সলমান খানের (Salman Khan) বিপরীতে অভিনয় করতে চলেছেন এ চুলবুলে নায়িকা। তবে তার আগে বেশ কয়েকটি হিট পঞ্জাবি মিউজিক ভিডিয়ো করেছেন। মেদ ঝরিয়ে ছিপছিপে শেহনাজ সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকবার ফটোশ্যুটের ঝলক প্রকাশ করেছিলেন। আজকাল বোল্ড আউটফিটে হট ছবিও পোস্ট করতে শুরু করেছেন শেহনাজ।

সম্প্রতি রিলের ফটোশ্যুটের জন্য হয় অ্যান্ড সেক্সি আউটফিট পরে সকলেক চমকে দিয়েছেন শেহনাজ। সত্যি বলতে সোশ্যাল মিডিয়া সেনশন হয়ে উঠেছেন তিনি। সম্প্রতি গোলাপী রঙের ব্যাকলেস থাই-হাই স্লিট গাউনে ফটোশ্যুটে সেরেছেন। অন্তর্বাস ছাড়াই ফটোশ্যুট শেষ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই রীতিমত ভাইরাল হয়ে গিয়েছে।

রিলের ভিডিয়োয় দেখা গিয়েছে, নজর কাড়তেই সেক্সি লুকে নিজেকে তুলে ধরেছেন শেহনাজ। নানা অঙ্গভঙ্গিতে ক্যামেরায় পোজ দিয়েছেন। যার প্রত্যেকটি থেকেই চোখ সরানো মুসকিল। এমন অবতারের লুক শেহনাজকে খুব কমই দেখা গিয়েছে। গাউনের ফাঁক দিয়ে শরীরের নানা ভাঁজ সুস্পষ্ট। শেহনাজের এমন লুককে অনেকেই সমর্থন করেননি। অনেক ফলোয়ার লিখেছেন, এমন পোশাক সানা কেন পরেছেন, এমনটা না পরতে পারেব।

প্রসঙ্গত, আসন্ন সিনেমা কাভি ঈদ কাভি দিওয়ালি সিনেমায় দেখা যাবে তাঁকে। সলমন খানের বিপরীতে অভিনয় করে বলিউডে পা রাখতে চলেছেন এই চুলবুলে নায়িকা। এ বছরের ঈদের পার্টিতে সলমন খানের সঙ্গে শেহনাজের ঘনিষ্ঠতা সকলে নজরে পড়ে। সেই ইন্ডাস্ট্রিতে শোরগোল পড়ে যায়।