AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

গরমের ফ্যাশনে সঙ্গী হোক ক্রপ টপ, চেহারা অনুযায়ী বেছে নিন

গরমে আরাম পাবেন এই পোশাকে। ২০০০-এ ফ্যাশন ট্রেন্ডে ছিল ক্রপ টপ। ২০২১-ও তার ব্যতিক্রম নয়।

গরমের ফ্যাশনে সঙ্গী হোক ক্রপ টপ, চেহারা অনুযায়ী বেছে নিন
| Updated on: May 07, 2021 | 7:43 PM
Share

ক্রপ টপ। সঙ্গী স্কার্ট বা হাই ওয়েস্ট প্যান্ট। ব্যাস, আপনার গরমের ফ্যাশন (Fashion) রেডি। হ্যাঁ, ঠিকই ধরেছেন। গরমেও ফ্যাশন করতে চাইলে ওয়ার্ড্রোবে ক্রপ টপ থাকাটা মাস্ট। আপনার চেহারা অনুযায়ী কোন ধরনের ক্রপ টপ ভাল মানাবে, সেটা বেছে নিন। গরমে আরাম পাবেন এই পোশাকে। ২০০০-এ ফ্যাশন ট্রেন্ডে ছিল ক্রপ টপ। ২০২১-ও তার ব্যতিক্রম নয়।

বিকিনি ক্রপ টপ: একটু সাহসী ভি গলার বিকিনি ক্রপ টপ বেছে নিতে পারেন। সঙ্গে ডেনিম জিনস দিয়ে টিম আপ করুন। হালকা মেকআপেই সাজ কমপ্লিট। তবে বিকিনি ক্রপ টপ ক্যারি না করতে পারলে না পরাই ভাল।

ওয়ান শোল্ডার ক্রপ টপ: এই ধরনের টপ স্টাইল স্টেটমেন্টকে আলাদা মাত্রা দেবে। গরমের কথা মাথায় রেখে যে কোনও হালকা রং বেছে নিন। কমফর্টেবল হলে জিনস বা স্কার্টের সঙ্গে ট্রাই করুন।

আরও পড়ুন, গরমে ফ্যাশনেবল থাকতে বেছে নিন বাহারি কাফতান

অফ শোল্ডার ক্রপ টপ: এই ধরনের পোশাক পরে আপনি গরমকালের যে কোনও পার্টিও অ্যাটেন্ড করতে পারবেন। শুধু বদলে নিতে হবে অ্যাকসেসেরিজ।

নটেড ক্রপ টপ: জ্যাকেট দিয়ে নটেড ক্রপ টপ ক্যারি করেন কলেজ পড়ুয়ারা। টপ প্রিন্টেড হলে জ্যাকেট সাধারণ হোক। অথবা উল্টোটা। একটু ভারী চেহারা হলেও এই ধরনের টপ ক্যারি করতে পারবেন।