Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ishaa Saha: উইকএন্ড ট্রিপ হোক বা ‘একান্ত নিজের সময়’ কেমন হবে রবিবারের Carefree Casual লুক?

Sunday Fashion: জীবনে শত ব্যস্ততার মধ্যেও এই মি-টাইম খুব গুরুত্বপূর্ণ। নিজের জন্য কিছুটা সময় বরাদ্দ থাকলে মনও ভাল থাকে।  জিম, ডায়েট, অফিস- সোমবার থেকে শুক্রবার পর্যন্ত এই একই রুটিন চতে থাকে। রবিবার তাই নিজের মত করে সাজগোজ করুন, নিজের পছন্দের পোশাকে হোক ফ্যাশন

Ishaa Saha: উইকএন্ড ট্রিপ হোক বা 'একান্ত নিজের সময়' কেমন হবে রবিবারের Carefree Casual লুক?
রবিবারের দারুণ ফ্যাশন
Follow Us:
| Edited By: | Updated on: Jul 16, 2023 | 4:54 PM

রবিবার আর পাঁচটা সাধারণ দিনের মত নয়। এই রবিবার নিয়ে অনেকের মনে অনেক স্মৃতি থাকে। রবিবার মানেই সকাল থেকে ছুটির মেজাজ।  একটু দেরি করে ঘুম থেকে ওঠা, ঘুম থেকে উঠে চায়ের কাপ নিয়ে আয়েষ করা, লুচি-ছোলার ডালে ব্রেকফাস্ট, দুপুরে জমিয়ে মাটন, বিকেলে পছন্দের কোথাও গিয়ে আড্ডা এসব চলতেই থাকে। এমন দিনেই বাড়িতে নানা রকম কাজ থাকে সবচাইতে বেশি। সপ্তাহের এই দিনটির জন্য অপেক্ষা থাকে সকলেরই। রবিবার বিকেল গড়াতে না গড়াতেই মনখারাপ। কারণ সোমবার থেকে আবার শুরু সেই একই রুটিন। রুটিন মাফিক অফিস, কাজ এসব চলতেই থাকে। রবিবার মানে নিজের একটা দিন। এক কাপ চা কিংবা কফি হাতে অনেকটা সময় অনায়াসে নিজের পছন্দের বই পড়ে কাটিয়ে দেওয়া যায়। পছন্দমতো সেলফিও তোলা যায়।

জীবনে শত ব্যস্ততার মধ্যেও এই মি-টাইম খুব গুরুত্বপূর্ণ। নিজের জন্য কিছুটা সময় বরাদ্দ থাকলে মনও ভাল থাকে।  জিম, ডায়েট, অফিস- সোমবার থেকে শুক্রবার পর্যন্ত এই একই রুটিন চতে থাকে। রবিবার তাই নিজের মত করে সাজগোজ করুন, নিজের পছন্দের পোশাকে হোক ফ্যাশন। রইল তারই কিছু টিপস। অষ্টাদশীদের কাছে অভিনেত্রী ইশা সাহার ফ্যাশন খুবই জনপ্রিয়। ইশার হেয়ার কাট, ড্রেস এসব ১৮-৩০ বছর বয়সীদের কাছে খুবই আকর্ষণীয়। আজকাল সকলেই ভীষণ ফিটনেস ফ্রিক। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছবি দেওয়ার ধুমও বেড়েছে। ওজন ঝরিয়ে তাই সকলেই ফিট অ্যান্ড ফাইন থাকতে চান। রবিবার নিজের দিন। তাই এদিন যেমন পোশাক আপনার পছন্দ ঠিক তেমনই বেছে নিন।

হাই ওয়েস্ট জিন্স এখন ফ্যাশনে ইন। তাই এমন জিন্সের সঙ্গে একরঙা কোনও একটা টিউব টপ পরতে পারেন। বৃষ্টির ওয়েদার। তাই সঙ্গে একটা ডেনিম জ্যাকেট পরলে দেখতে মন্দ লাগবে না। কলকাতার বাইরে বেঙ্গালুরু কিংবা পুনেতে আবহাওয়া এখন দারুণ। আর এমন ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এই লুক খুব ভাললে দেখতে। রবিবারের জন্য একদম পারফেক্ট। বন্ধুদের সঙ্গে বাড়িতে কিংবা পাবে আড্ডা দেওয়ার প্ল্যান? তাহলে এমন ড্রেসও বাছতে পারেন ঠিক যেমন ইশা পরেছেন। এই আবহাওয়াতে এমন ড্রেস খুবই আরামদায়ক।

রবিবার তো আপনার নিজের দিন। এমন দিনে বই, কফি কাপ হাতে নিজের ছোট্ট কর্নারে বসে সময় কাটাতে চান? শরীরে একদম মেদ না থাকলে বেছে নিতে পারেন এই বডিকন ড্রেস। এতে দেখতে লাগবে সুন্দর আর ভাল ছবি তো উঠবেই ।