Winter Fashion Tips: শীতকালে সব সময় সোয়েটার পরলে আপনার স্টাইল নষ্ট হয়ে যাবে ভাবছেন? তাহলে এই টিপসগুলো মেনে চলুন…
এই প্রতিবেদনে আমরা এমন কয়েকটা সোয়েটারের ডিজাইনের কথা আজ আপনাকে বলব, যেগুলো পরলে আপনাকে স্টাইলিশ তো দেখাবেই, সঙ্গে আর ঠান্ডাও সেভাবে লাগবে না...
শীতকাল মানেই নানান ধরনের রঙিন পোশাক, গরম কফি, ঠান্ডা ঠান্ডা হাওয়া আর সোয়েটারের আড়ম্বর। কিন্তু বেশিরভাগ সময়ে সোয়েটার পরলে কেমন যেন একটা জবুথবু ভাব চলে আসে, আর তার চেয়েও বড় কথা, সোয়েটার দিয়ে স্টাইলটাও ঠিক মতো করা যায় না। কিন্তু আমরা এমন কয়েকটা সোয়েটারের ডিজাইনের কথা আজ আপনাকে বলব, যেগুলো পরলে আপনাকে স্টাইলিশ তো দেখাবেই, সঙ্গে আর ঠান্ডাও সেভাবে লাগবে না।
১) ফাজি সোয়েটার: আপনার শীতকালের ফ্যাশনকে নতুন রূপ দিতে পারেন এই ধরণের পোশাক পরে। এই সোয়েটার গুলো বেশ গরম হয়, কিন্তু ফ্যাব্রিকটা যেহেতু হালকা হয় তাই ক্যারি করতে অসুবিধে হয় না।
২) কেবল-নিটেড সোয়েটার: এই ধরণের সোয়েটারে এমন একটা জাদু আছে যে যেকোনো সময়ে যেকোনো পরিস্থিতিতেই কেবল-নিটেড সোয়েটার পরা যায়। ডেনিমের প্যান্টের সঙ্গে আর উলেন টুপির সঙ্গে কেবল-নিটেড সোয়েটার পরতে পারেন।
৩) সোয়েটার ড্রেস: অন্য কিছু না পরে একটা সোয়েটার ড্রেস পরেই বেরিয়ে পড়ুন। ঠান্ডাও লাগবে না, দেখতেও স্টাইলিশ লাগবে। সোয়েটার ড্রেস নানা লেন্থের হয়, শর্ট, মিডিয়াম কিংবা লং আপনার যেটা পছন্দ আপনি কিনে পরে নিন।
৪) টার্টল নেক সোয়েটার: অফিসের জন্য হোক, কিংবা ক্লাসিক লুকের জন্য অথবা জাস্ট ক্যাসুয়াল যে অনুষ্ঠানই হোক না কেন, এই ডিজাইনের সোয়েটার যে কোনও সময়ে মানানসই। আপনি গায়ের সঙ্গে লেপ্টে থাকা সোয়েটারও পরতে পারেন আবার ব্যাগি-স্টাইলের কিছুও কিনতে পারেন।
৫) ওভারসাইজড সোয়েটার: ওভারসাইজড সোয়েটার কিন্তু সব সময়েই ফ্যাশনে ইন। আপনি বাটন-আপ শার্টের সাথে এটা পড়তে পারেন আবার বেল্ট লাগিয়েও পড়তে পারেন, কিংবা এমনিই পরতে পারেন।
৬) কার্ডিগান: শুধু যে মা-কাকিমা-দিদিমারাই কার্ডিগান পরেন তা কিন্তু নয়। এখন যেকোনও ফ্যাশানিস্তার ওয়ার্ডরোবে কার্ডিগান থাকবেই, কারণ এটা এখন ট্রেন্ডি! নানা ডিজাইনের, নানা স্টাইলের, নানা রকমের কার্ডিগান পাওয়া যায়। তা ছাড়া আপনি নানাভাবে স্টাইল করেও কার্ডিগান পরতে পারেন।
৭) ক্রপড হুডি: হুডি তো আমরা শীতকালে হামেশাই পরি। বাড়িতে বা কাছাকাছি কোথাও গেলে একটা হুডি পরে নিলাম আর হয়ে গেল। ক্রপড টপের মতো ক্রপড হুডি আপনার স্টাইল স্টেটমেন্টকে একটা অন্য মাত্রা দেবে।
৮) চোকার সোয়েটার: এই রকম সোয়েটার আপনি জিন্স, ট্রাউজার কিমা স্কার্ট যেকোনও রকমের বটমের সঙ্গেই পরতে পারেন। আর এর ইউনিক ডিজাইন দেখে মনে হয় যে আপনি গলায় চোকার পড়েছেন।
আরও পড়ুন: Wedding Dresses 2021: ফ্যাশনেবল পোশাকেও চমক প্লাস-সাইজ কনের! নজর কাড়তে কেমন পোশাক বাছবেন, জানুন