Lip Art: গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিল এই লিপ আর্ট, কত খরচ হয়েছে শুনলে অবাক হবেন…

প্রায় ১২৬ টি হিরে, যার মোট দাম প্রায় ৩.৭৮ কোটি টাকা। তা দিয়ে ঠোঁট সাজিয়ে নাম উঠল গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে। অস্ট্রেলিয়ার হিরে বিক্রেতা সংস্থা ‘রোজেনড্রফ ডায়মন্ডস’-এর ৫০তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে তারা এই লিপ আর্ট-এর আয়োজন করেছিল।

Lip Art: গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিল এই লিপ আর্ট, কত খরচ হয়েছে শুনলে অবাক হবেন...
Follow Us:
| Edited By: | Updated on: Nov 07, 2021 | 7:12 AM

ফ্যাশনের দুনিয়ার অন্যতম শীর্ষক হল লিপস্টিক। অভিনেত্রী থেকে শুরু করে ফ্যাশন উৎসাহী সবার ক্ষেত্রেই ঠোঁট তাঁদের একটা খুব বিশিস্ট জায়গা। ঠোঁটে নানা ধরনের ফ্যাশন করা তাঁরা পছন্দ করেন। আর তাঁদের অনুকরণ করেই অন্যান্য সকলে সেই পথে এগিয়ে চলে। এভাবেই চলতে থাকে ফ্যাশনের ট্রেন্ড।

আজকাল ঠোঁটও নানা ধরণের কারুকার্য করা হয়। যাতে ঠোঁট সুন্দর দেখতে লাগে। সাধারণ লিপস্টিক নয়। অসাধারণ নিখুঁত হাতের কাজ দিয়ে তৈরি করা এই লিপস্টিক। অনেকটা সময় দিয়ে সাজানো এই লিপস্টিক তৈরি করা হয়। প্রচুর টাকার বিনিময়ে তৈরি করা হয় এই ধরণের লিপ আর্ট। এই লিপ আর্ট সাম্প্রতিক কালে অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছে। মানুষজন প্রচুর টাকা খরচ করে এই লিপ আর্ট করাতে এগিয়ে আসছেন।

World's Costliest Lip Art

সবচেয়ে দামি লিপ আর্ট! প্রায় ১২৬ টি হিরে, যার মোট দাম প্রায় ৩.৭৮ কোটি টাকা। তা দিয়ে ঠোঁট সাজিয়ে নাম উঠল গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে। অস্ট্রেলিয়ার হিরে বিক্রেতা সংস্থা ‘রোজেনড্রফ ডায়মন্ডস’-এর ৫০তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে তারা এই লিপ আর্ট-এর আয়োজন করেছিল। ‘রোজেনড্রফ ডায়মন্ডস’-এর এই লিপ আর্ট-এ শার্লি অক্টাভিয়া নামের একজন মডেলকে বেছে নেওয়া হয়েছিল। যাঁর ঠোঁট সেজে ওঠে ১২৬ টি হিরেতে। প্রায় আড়াই ঘণ্টা ধরে বিখ্যাত মেক আার্টিস্ট ভ্লাদা হ্যাগেরটি সাজিয়েছেন শার্লি অক্টাভিয়ার ঠোঁট।

গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস-এর পক্ষ থেকে জানানো হয়েছে, এই কাজে প্রায় ২২.৯২ ক্যারেট ওজনের হিরে ব্যবহার করা হয়েছে। সব মিলিয়ে ‘রোজেনড্রফ ডায়মন্ডস’-এর ১২৬টি হিরে আর ভ্লাদা হ্যাগেরটির প্রায় আড়াই ঘণ্টার পরিশ্রমে বিশ্বের সবচেয়ে দামি লিপ আর্ট হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস-এ নাম উঠেছে এই উদ্যোগের। ‘রোজেনড্রফ ডায়মন্ডস’-কে কৃতজ্ঞতা জানিয়ে ভ্লাদা হ্যাগেরটি জানান, তাদের বহুদিনের গবেষণা ও পরিশ্রম সফল হল।

এরকম আরও নানান ফ্যাশনের খবর আজকের দিনে প্রায়ই শুনতে পাওয়া যায়। মানুষের শিল্প কীর্তি আজকাল অনেক বেশি প্রচারিত হওয়ার সুযোগ পায়। ফ্যাশন দুনিয়ায় যেকোনও নতুন ডিজাইন বা ট্রেন্ডই বেশ প্রচার পেয়ে থাকে। ইন্সটাগ্রাম, টুইটার, রেডিট এরকম নানান সোশ্যাল প্ল্যাটফর্মে আজ খুব সহজেই নিজের শিল্প শৈলীর প্রচার করা যায়। আর সেই শিল্প কীর্তি খুব সহজেই বিশ্বের প্রচুর মানুষের দৃষ্টি আকর্ষণও করতে পারে।

আরও পড়ুন: Navya Naveli Nanda: গোলাপি চিকনকারি ঘাগরা-চোলিতে অনন্যা নভ্য়া! দিওয়ালি লুকে ফের লাইমলাইটে বচ্চন-নাতনি

আরও পড়ুন: Deepika Padukone: দীপিকার দিওয়ালি লুকে ফের প্রেমে পড়বেন আপনি! ভক্তদের মতো উচ্ছ্বসিত রণবীরও

আরও পড়ুন: Diwali Festive Colour: দীপাবলির রাতের ফ্যাশান নিয়ে চিন্তিত? এই ৫টি উৎসবের রঙ দিয়ে নজর কাড়বেন আপনিও…