AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Poush Parbon: পৌষপার্বণে জমে উঠুক পিঠেতে, বানিয়ে নিন ঐতিহ্যবাহী সরুচাকলি

Pithe Recipe: নতুন চালের পিঠে আর পাটালি গুড়ে জমে ওঠে পিঠে-পার্বণ। এই সুযোগে বাড়িতে বানিয়ে নিন সরুচাকলি।

Poush Parbon: পৌষপার্বণে জমে উঠুক পিঠেতে, বানিয়ে নিন ঐতিহ্যবাহী সরুচাকলি
| Edited By: | Updated on: Jan 15, 2023 | 1:24 PM
Share

দেশজুড়ে পালিত হচ্ছে মকর সংক্রান্তি। কোথাও লোহরি, কোথাও পোঙ্গাল, আবার কোথাও উত্তরায়ণ নামে পালিত হয়। তবে বাঙালির কাছে পৌষ সংক্রান্তি মানে হল পিঠেপুলির উৎসব। পৌষ মাসের শেষ দিন পালিত হয় এই উৎসব। সেই প্রাচীনকাল থেকে এই উৎসব পালিত হয়ে আসছে। অনেকেই জাঁকজমকপূর্ণভাবে পৌষ সংক্রান্তি পালিত হয়। এ দিন অনেকের বাড়িতে লক্ষ্মী পুজোও হয়ে থাকে। তবে, পুজো-পার্বণের থেকেও বেশি বাঙালি মুখিয়ে থাকে পিঠের জন্য। এ দিন পুলিপিঠে, পাটিসাপটা, আস্কে পিঠে, ভাজা পিঠে, ক্ষীরপুলি, দুধপুলি, সরুচাকলি, গোকুল পিঠে ইত্যাদি বানানো হয়। নতুন চালের পিঠে আর পাটালি গুড়ে জমে ওঠে পিঠে-পার্বণ।

এখন আর বাড়িতে বাড়িতে আর পিঠে তৈরির চল প্রায় নেই। গ্রামের দিকে মকর সংক্রান্তিতে পিঠে রান্না করা হলেও, শহরে তা আর দেখা যায় না। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মিষ্টির দোকানে মিষ্টি বিক্রি হচ্ছে। কিন্তু ক্ষীর পুলি, পাটিসাপটা, রস বড়া, সিদ্ধ পিঠে, গোকুল পিঠে সব ধরনের পিঠে পাওয়া যায় না। পিঠে গড়তে ধৈর্য লাগে। পরিশ্রমও বেশ হয়। তাই খেতে ভাল লাগলেও অনেকেই বাড়িতে বানাতে চান না। কিন্তু সরুচাকলি তৈরিতে বেশি খাটুনি নেই। কয়েকটা উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যায় সরুচাকলি। এই সুযোগে বাড়িতে বানিয়ে নিন সরুচাকলি। দেখে নিন রেসিপি।

সরুচাকলি তৈরি করার জন্য প্রয়োজনীয় উপকরণ:

২ কাপ গোবিন্দভোগ চাল, ১ কাপ কলাইয়ের ডাল, ১ চা চামচ মৌরি, স্বাদ অনুযায়ী লবণ, ১ টেবিল চামচ ঘি।

সরুচাকলি তৈরি করার সহজ পদ্ধতি:

প্রথমে কলাইয়ের ডাল ভিজিয়ে রাখুন। ডাল সারারাত ভিজিয়ে রাখলে ভাল। গোবিন্দভোগ চালটাও ভিজিয়ে রাখতে হবে। ভেজানো চাল ও ডাল একসঙ্গে বেটে নিন। এতে তিন-চার চামচ জল দেবেন। ব্যাটার খুব ঘন যেন না হয়। একটু পাতলা ব্যাটার তৈরি করবেন। প্রয়োজন বুঝে জল মেশাতে পারেন। এবার ওই মিশ্রণে মৌরি এবং স্বাদ অনুযায়ী নুন মিশিয়ে নিন।

একটি নন-স্টিক প্যান মাঝারি আঁচে গরম করুন। এর উপর ঘি ব্রাশ করুন। একটা গোলাকার চামচ ব্যবহার করুন। নন-স্টিক প্যানে এক চামচ সরুচাকলির ব্যাটার দিন এবং গোলাকার চামচের সাহায্যে সেটা গোল করে ছড়িয়ে দিন। উভয় দিক ভাল করে ভেজে নিন। খুব কড়া করে ভাজার প্রয়োজন নেই। ব্যস তৈরি সরুচাকলি। পাতলা নলেন গুড় দিয়ে পরিবেশন করুন সরুচাকলি।