World’s Best Whisky: বিশ্ব সেরা ভারতের ইন্দ্রি হুইস্কি, এই single malt-এর দাম কত জানেন?

Indri Whisky: ২০২৩-এর 'বেস্ট ইন শো, ডবল গোল্ড' পুরস্কার পেল ভারতের তৈরি ইন্দ্রি হুইস্কি। সেরা হুইস্কির প্রতিযোগিতায় বিশ্বের ১০০টিরও বেশি হুইস্কিকে পিছনে ফেলে এই পুরষ্কার জিতে নিয়েছে ইন্দ্রি'। ভারতের হরিয়ানায় তৈরি হয় ইন্দ্রি হুইস্কি।

World's Best Whisky: বিশ্ব সেরা ভারতের ইন্দ্রি হুইস্কি, এই single malt-এর দাম কত জানেন?
Follow Us:
| Edited By: | Updated on: Oct 02, 2023 | 1:20 PM

বিশ্বের সেরা হুইস্কির ভারতের ‘ইন্দ্রি’। ২০২৩-এর ‘বেস্ট ইন শো, ডবল গোল্ড’ পুরস্কার পেল ভারতের তৈরি ইন্দ্রি হুইস্কি। সেরা হুইস্কির প্রতিযোগিতায় বিশ্বের ১০০টিরও বেশি হুইস্কিকে পিছনে ফেলে এই পুরষ্কার জিতে নিয়েছে ইন্দ্রি। 2023 Whiskies of the World Awards-এ প্রতি বছর বিশ্বজুড়ে ১০০ ধরনেরও বেশি হুইস্কি মূল্যায়ন করা হয়। সেখানে নামীদামি আন্তর্জাতিক ব্র্যান্ডের স্কচ, বারবন, ক্যানাডিয়ান, অস্ট্রেলিয়ান এবং ব্রিটিশ সিঙ্গল মল্ট থাকে। এসব কিছুকে ছাপিয়ে সেরার অ্যাওয়ার্ড জিতে নিয়েছে ভারতের সিঙ্গল মল্ট ইন্দ্রি হুইস্কি।

ইন্দ্রি হল ভারতের হরিয়ানায় অবস্থিত পিকাডিলি ডিস্টিলারিজের তৈরি স্থানীয় হুইস্কি। ২০২১ সালে ইন্দ্রি হুইস্কি পথ চলা শুরু করে। ট্রিপল-ব্যারেলের এই সিঙ্গল মল্ট ইন্দ্রি-ত্রিনি নামে পরিচিত। গত দু’বছরে এই হুইস্কি ১৪টিরও বেশি আন্তর্জাতিক প্রশংসাপত্র পেয়েছে। আর এখন বিশ্বজুড়ে হুইস্কির রাজত্বে‌ রাজ করছে ইন্দ্রি। বিশেষত সিঙ্গল মল্ট হুইস্কির তালিকায় প্রথম সারিতে রয়েছে ইন্দ্রি।

View this post on Instagram

A post shared by INDRI (@indrisinglemalt)

হরিয়ানায় তৈরি হয় ইন্দ্রি হুইস্কি। এই সিঙ্গল মল্ট মদ ছ’সারির বার্লি দিয়ে তৈরি করা হয়। ভারতের ঐতিহ্যবাহী তামার পাত্র ব্যবহার করা হয় ইন্দ্রি তৈরিতে। এছাড়া এতে থাকে শুকনো ফল, বাদাম, মশলা, ওক, বিটারসুইট চকোলেট এবং আরও অনেক কিছু। ইন্দ্রি ট্রিপল-এজিং হুইস্কি, যা তিনটি ভিন্ন ধরনের পাত্রে তৈরি করা হয়। ফল, মশলা ও বাদামের সংমিশ্রণে ইন্দ্রির স্বাদও অনন্য। তার সঙ্গে উত্তর ভারতের আবহাওয়ায় গাঁজন হওয়ায় এই সিঙ্গল মল্টের স্বাদ আরও বেড়ে গিয়েছে।

ইন্দ্রি সিঙ্গল মল্টের ৭৫০ এমএল বোতলের দাম প্রায় ৩৯৪০ টাকা। ইন্দ্রি-ত্রিনি এখন ভারতের ১৯টি রাজ্যে পাওয়া যায়। পাশাপাশি বিশ্বের ১৭টি দেশেও ইন্দ্রি হুইস্কি পাওয়া যায়। অ্যাওয়ার্ড জেতার পর আগামী নভেম্বর মাস থেকে ভারতের সব রাজ্যেই আপনি ইন্দ্রি হুইস্কির স্বাদ নিতে পারবেন। পাশাপাশি আমেরিকা যুক্তরাষ্ট্র ও ইউরোপের নির্দিষ্ট কিছু দেশেও পাওয়া যাবে ইন্দ্রি হুইস্কি।