AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Lifestyle Tips: বেসন, ময়দা নাকি আটা – কোনটি সবচেয়ে বেশি ক্ষতিকারক জানেন?

Healthy Diet: বাঙালির প্রিয় লুচির মূল হল ময়দা। আবার নানা ভাজাভুজি চপ ভাজতে মাস্ট বেসন। আবার আটাও দৈনন্দিন জীবনের অত্যন্ত জরুরী সামগ্রী। কিন্তু স্বাস্থ্যের দিক থেকে কোনটা বেশি উপকারী আর কোনটা ক্ষতিকর? সেটা জানা আছে কি?

Lifestyle Tips: বেসন, ময়দা নাকি আটা - কোনটি সবচেয়ে বেশি ক্ষতিকারক জানেন?
| Updated on: Aug 22, 2025 | 2:58 PM
Share

আমাদের দৈনন্দিন জীবনে রুটি, পরোটা, লুচি থেকে শুরু করে নানা রকম জলখাবারে বেসন, ময়দা ও আটা ব্যবহার করা হয়। বিশেষ কর বাঙালির প্রিয় লুচির মূল হল ময়দা। আবার নানা ভাজাভুজি চপ ভাজতে মাস্ট বেসন। আবার আটাও দৈনন্দিন জীবনের অত্যন্ত জরুরী সামগ্রী। কিন্তু স্বাস্থ্যের দিক থেকে কোনটা বেশি উপকারী আর কোনটা ক্ষতিকর? সেটা জানা আছে কি?

গমের আটা – আটা সাধারণত সম্পূর্ণ গম পিষে তৈরি হয়। এতে থাকে গমের তুষ, অঙ্কুর এবং এন্ডোস্পার্ম সবটাই থাকে। ফাইবারে ভরপুর, যা হজমে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য কমায়। রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখে কারণ এর গ্লাইসেমিক ইনডেক্স কম। আয়রন, ভিটামিন বি কমপ্লেক্স, ম্যাগনেসিয়াম ইত্যাদি থাকে। দীর্ঘসময় পেট ভরা রাখে, ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে।

তবে এর কিছ ক্ষতিকর দিক রয়েছে। অতিরিক্ত খেলে কার্বোহাইড্রেটের কারণে ওজন বাড়তে পারে। যাদের গ্লুটেন অ্যালার্জি আছে তাঁদের জন্য আটা সমস্যা তৈরি করে।

ময়দা – ময়দা তৈরি হয় গম থেকে, কিন্তু প্রক্রিয়াজাত করার সময় এর ফাইবার, ভিটামিন ও খনিজ উপাদান ফিল্টার হয়ে যায়। শুধু স্টার্চ রয়ে যায়। হালকা ও নরম খাবার তৈরি করতে কার্যকরী ময়দা। লুচি, পরোটা, কেক, বিস্কুট ইত্যাদি খেতেও বেশ লাগে। সহজে হজম হলেও, রক্তে শর্করা দ্রুত বাড়িয়ে দেয়। ফাইবার না থাকায় কোষ্ঠকাঠিন্যের সমস্যা বাড়ায়। রক্তে শর্করা দ্রুত বাড়ায়, ফলে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে। পুষ্টিগুণ খুব কম, উল্টে ক্যালোরির পরিমাণ বেশি। দীর্ঘদিন বেশি খেলে স্থূলতা, কোলেস্টেরল সমস্যা দেখা দিতে পারে।

বেসন – বেসন তৈরি হয় শুকনো ছোলা গুঁড়ো করে। প্রোটিনে ভরপুর, নিরামিষভোজীদের জন্য প্রোটিনের ভাল উৎস। ফাইবার বেশি থাকায় হজমে সহায়ক, রক্তে শর্করার পরিমাণ বাড়ালেও তার মান খুব কম। আছে আয়রন, ম্যাগনেসিয়াম, পটাশিয়ামের মতো উপকারী খনিজ।

তবে বেসন আছে বলেই অতিরিক্ত ভাজা খাবার খাওয়া মোটে ভাল কথা নয়। যাদের ডাল জাতীয় খাবারে গ্যাস বা অ্যালার্জি সমস্যা আছে, তাদের জন্য অস্বস্তিকর হতে পারে।