Herbal Lipstick: বাড়িতে বানানো এই ভেষজ লিপস্টিকেই ফিরবে ঠোঁটের স্বাস্থ্য, দেখতেও লাগবে সুন্দর

অনেকের আবার থাকে নানা ধরনের এলার্জি। তা বলে কি ঠোঁট ফাঁকা থাকবে? না, বরং তার বদলে বানিয়ে বাড়িতেই ভেষজ লিপস্টিক। রইল সেই টিপস।

Herbal Lipstick: বাড়িতে বানানো এই ভেষজ লিপস্টিকেই ফিরবে ঠোঁটের স্বাস্থ্য, দেখতেও লাগবে সুন্দর
Follow Us:
| Updated on: Aug 05, 2024 | 10:55 PM

সাজগোজ কম হলেও চলে। কিন্তু ঠোঁটে একটু লিপস্টিক না হলে কিন্তু চলে না। ঠোঁটটা ফাঁকা থাকলে যেন গোটা সাজটাই মাটি। অফিসে যাওয়াই হোক আর বিয়ে বাড়ি, বা ডেটে যাওয়া, সাজের সঙ্গে মানানসই লিপস্টিক চাই-ই চাই। তবে সমস্যা যে অন্য জায়গায়। আজকাল সবেতেই বড্ড বেশি রাসায়নিকের ব্যবহার। তাতে বারোটা বাজে ঠোঁটের। অনেকের আবার থাকে নানা ধরনের এলার্জি। তা বলে কি ঠোঁট ফাঁকা থাকবে? না, বরং তার বদলে বাড়িতেই বানিয়ে নিন ভেষজ লিপস্টিক। রইল সেই টিপস।

একটি পাত্রে ৫ থেকে ৬ চামচ বিটের রস নিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করতে দিন। এক ঘণ্টা পরে সেই রসের সঙ্গে মিশিয়ে নিন ২ টেবিল চামচ নারকেল তেল। নিয়ে মিশ্রণটি আবার ফ্রিজে ভরে রাখুন। জমাট বাঁধলে তা দিয়েই রঙিন হয়ে উঠবে ঠোঁট। বিট ও নারকেল তেলের গুণে ঠোঁটও হবে মসৃণ, কোমল। তবে এই লিপস্টিক ফ্রিজেতেই রাখতে হবে।

দুই ধরনের বেরি ও বেদানার রস একসঙ্গে মিশিয়ে নিন। যোগ করুন অলিভ অয়েল। একটি ছোট কাচের পাত্রে মিশ্রণটি ঢেলে ফ্রিজে ভরে নিন। জমাট বেঁধে গেলেই তৈরি গাঢ় লালচে ভেষজ লিপস্টিক।