Indoor Plants: হাজার চেষ্টা করেও ঘরে রাখা গাছ বাঁচাতে পারছেন না? দেখুন তো এগুলো করছেন কিনা
Lifestyle Tips to care Indoor Plant: অনেকে বুঝতেই পারেন না, কেন এটা হচ্ছে। আসলে, ঘরে গাছ রাখলে, বেশ কিছু নিয়ম মানতে হয়। আর এই নিয়মগুলো মানলেই, ঘরে থেকেও তরতাজা থাকবে ইন্ডোর প্ল্যান্ট।

অনেকেই বাড়ি সাজানোর জন্য, ঘরের ভিতর বাহারি গাছ রাখেন। তবে এসির কারণে বা ঠিকঠাক যত্ন না পাওয়ায়, গাছগুলো অল্প সময়ের মধ্য়েই মরে যায়। অনেকে বুঝতেই পারেন না, কেন এটা হচ্ছে। আসলে, ঘরে গাছ রাখলে, বেশ কিছু নিয়ম মানতে হয়। আর এই নিয়মগুলো মানলেই, ঘরে থেকেও তরতাজা থাকবে ইন্ডোর প্ল্যান্ট।
১) ঘরে ভিতর রয়েছে বলে নিয়মিত জল দেবেন না, তা কিন্তু নয়। রোজ অল্প অল্প করে জল দিন। তবে নজর রাখবেন পাত্রে যেন জল জমে না থাকে।
২) অল্প আলোতে কখনই গাছ রাখবেন না। আবার বেশি আলোতেও নয়। গাছ এমন জায়গায় রাখুন, যাতে হালকা আলো সব সময় পায় গাছটি।
৩) কখনই এসির নিচে রাখবেন না গাছ। চেষ্টা করুন গাছ রাখার জায়গাটা এসির থেকে দূরেই রাখুন। এতে গাছ ঠিকঠাক বাড়বে।
৪) জলে কাপড় ভিজিয়ে মাঝে মধ্যে পরিষ্কার করুন গাছের পাতা। কিংবা কাঁচা দুধ তুলোতে ভিজিয়ে গাছের পাতা মুছে দিন। এই উপায়ে তরতাজা থাকবে গাছ।
৫) লক্ষ্য রাখুন গাছের টবে যেন পোকামাকড় না আসে। কাঁচা দুধের মধ্য়ে কিছুটা হলুদ মিশিয়ে গাছের গোড়ায় দিয়ে দিন এতে, পোকামাকড় হবে না।
