Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Patanjali Health Care: স্বাস্থ্য পরিসরে ‘খেলা ঘোরাচ্ছে’ পতঞ্জলি, এবার যে কোনও রোগের চিকিৎসাই হবে সহজে

Patanjali Health Care: শারীরিক হোক বা মানসিক, যে কোনও রকমের ব্যাধীকে শুধু ওষুধ নয়, আরও নানা প্রাকৃতিক পদ্ধতিতে সারিয়ে তুলতেই এই কেন্দ্র প্রতিস্থাপন। যেখানে হাইড্রো থেরাপি, অ্যারোমা থেরাপি, সূর্য থেরাপির মতো পদ্ধতির ব্যবহার দেখা যায়।

Patanjali Health Care: স্বাস্থ্য পরিসরে 'খেলা ঘোরাচ্ছে' পতঞ্জলি, এবার যে কোনও রোগের চিকিৎসাই হবে সহজে
পতঞ্জলি।Image Credit source: TV9 ভারতবর্ষ
Follow Us:
| Updated on: Mar 20, 2025 | 4:06 PM

হরিদ্বার: সময়ের সঙ্গে অনেকটাই জটিল হয়েছে মানুষের জীবনযাপন পদ্ধতি। সর্বক্ষণ ‘ছুটে চলা’ এই জীবনে এখন যেন আর নজরই দেওয়া হয় না স্বাস্থ্যের উপর। সেই সমস্যার সমাধান আনতেই আসরে পতঞ্জলি।

প্রাকৃতিক ও আয়ুর্বেদিক পদ্ধতি সাধারণের কর্মব্যস্ত জীবনকে একটু স্বাস্থ্যমুখী করতে নেমে পড়েছেন বাবা রামদেব। আর স্বাস্থ্যমুখী করার কাজের তাদের হাতিয়ার হয়েছে পতঞ্জলি ওয়েলনেস সেন্টার।

কী হয় এই সেন্টারে?

এই যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে মানসিক স্বাস্থ্য। বিশেষজ্ঞরা বলেন, মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য সর্বোপরী প্রয়োজন ধ্যান, যোগব্যায়ামের মতো বিষয়গুলিই। পতঞ্জলি ওয়েলনেস সেন্টারে হয় সেই কাজটাই।

শারীরিক হোক বা মানসিক, যে কোনও রকমের ব্যাধীকে শুধু ওষুধ নয়, আরও নানা প্রাকৃতিক পদ্ধতিতে সারিয়ে তুলতেই এই কেন্দ্র প্রতিস্থাপন। যেখানে হাইড্রো থেরাপি, অ্যারোমা থেরাপি, সূর্য থেরাপির মতো পদ্ধতির ব্যবহার দেখা যায়।

কিন্তু কারওর যদি কোনও গুরুত্বর রোগ থাকে? সেক্ষেত্রে কি কাজ দেবে ওয়েলনেস সেন্টার? পতঞ্জলি সূত্রে জানা গিয়েছে, সেই পরিস্থিতি ওয়েলনেস সেন্টারের পরিবর্তে পতঞ্জলি নির্মায়ম। সেখানে প্রাকৃতিক পদ্ধতির ব্যবহারেই, পার্শ্বপ্রতিক্রিয়া বিনা চলছে চিকিৎসা।

কোন ধরনের রোগ নিরাময়ে কাজ করছে পতঞ্জলি?

সংস্থা সূত্রে জানা গিয়েছে, ভারতের প্রায় প্রতিটি মানুষের হওয়া রোগ ডায়াবেটিস, ওবেসিটি, উচ্চ রক্তচাপ, নানাবিধ হৃদযন্ত্রের সমস্যা, ঘুমের সমস্যা, পাচনতন্ত্রের সমস্যা। এমনকি বর্তমান যুগের মহামারি ডিপ্রেশন নিয়েও কাজ করছে তারা।