AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Straight Hair Tips at Home: বাড়িতেই করুন চুল সোজা, এই ৩ টিপস মানলে হাজার হাজার টাকা খরচ হবে না

কেরাটিন, স্মুদনিং, স্ট্রেটনিং, বোটক্স এই ধরণের চুলের ট্রিটমেন্ট আজকাল কমবেশি সকল মেয়েরাই করায়। এগুলোর একটি ট্রিটমেন্টও করলে রাসায়নিকের প্রভাবে চুলের ক্ষতি হতে পারে।

Straight Hair Tips at Home: বাড়িতেই করুন চুল সোজা, এই ৩ টিপস মানলে হাজার হাজার টাকা খরচ হবে না
Straight Hair Tips at Home: বাড়িতেই করুন চুল সোজা, এই ৩ টিপস মানলে হাজার হাজার টাকা খরচ হবে নাImage Credit: CoffeeAndMilk/E+/Getty Images
| Updated on: Aug 23, 2025 | 5:56 PM
Share

কেরাটিন, স্মুদনিং, স্ট্রেটনিং, বোটক্স এই ধরণের চুলের ট্রিটমেন্ট আজকাল কমবেশি সকল মেয়েরাই করায়। কোঁকড়া চুলের জায়গায় অনেকে সোজা চুল পছন্দ করেন। তবে পার্লারে গিয়ে এই সকল হেয়ার ট্রিটমেন্ট করাতে গিয়ে অনেক টাকা খরচ হয়। আর যে সকল জিনিস দিয়ে এই সব ট্রিটমেন্ট করা হয়, তাতে নানা রাসায়নিক উপাদান থাকে। যা চুলের জন্য খুব ক্ষতিকর। এ বার তাই বাড়িতেই পান সোজা চুল। জেনে নিন ৩টি বিশেষ টিপস।

পাকা কলা এবং টক দই –

খুশকি দূর করতে পারে টক দই। আর পাকা কলা চুলকে অত্যন্ত নরম করে তোলে। মিক্সার গ্রাইন্ডারে একটা পাকা কলা এবং দু’চামচ টক দইয়ের মিশ্রণ বানিয়ে নিন। এই মিশ্রণটি চুলের গোড়াতে লাগিয়ে ১ ঘণ্টা রেখে দিতে হবে। এ বার ওই মিশ্রণটি শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিতে হবে। এই টোটকা সপ্তাহে ২-৩ দিন কাজে লাগালে চুল মসৃণ এবং সোজা হয়ে যাবে।

মধু এবং অ্যালোভেরা –

চুলের যত্ন অ্যালোভেরার জুড়ি মেলা ভার। সেইসঙ্গে মধু মিশে গেলে চুলের স্বাস্থ্য ভাল হয়। অ্যালোভেরা জেলের সঙ্গে মধু মিশিয়ে সেই মিশ্রণটি চুলের গোড়ায় লাগিয়ে রাখতে হবে ২ ঘণ্টা। তারপর শ্যাম্পু করে নিতে হবে। যদি চুল কোমল এবং মসৃণ করতে চান, তা হলে এক দিন অন্তর এই মিশ্রণটি ব্যবহার করতে পারেন।

ডিম এবং অলিভ অয়েল –

ডিম ও অলিভ অয়েল দুটোই চুলে পুষ্টি জোগাতে সহায়ক। দু’টি ডিমের কুসুম এবং অলিভ অয়েল ভাল করে ফেটিয়ে নিতে হবে। এ বার ওই মিশ্রণটি চুলের গোড়ায় ভাল করে মাখতে হবে। সেই মিশ্রণ যখন শুকিয়ে যাবে, তারপর শ্যাম্পু করে নিতে হবে। যাদের চুল অত্যন্ত রুক্ষ তাদের এই মিশ্রণটি সপ্তাহে ৩-৪ দিন ব্যবহার করতে হবে।