AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Summer Make Up: গরমেও বিয়েবাড়ি! চড়া মেক আপ না করেও নিজেকে সুন্দর সাজাবেন যেভাবে

গরমকালে ঘাম মেক আপের সবথেকে বড় শত্রু। গরম বলে তো আর বিয়ে আটকে নেই। বিয়ে যখন আটকে নেই, তখন সাজগোজে কেন সমঝোতা করবেন। গরমেও এমন ভাবে মেক আপ করুন, যাতে তা সহজে নষ্ট না হয়। আবার বিয়ে বাড়ির সাজও বজায় থাকে।

Summer Make Up: গরমেও বিয়েবাড়ি! চড়া মেক আপ না করেও নিজেকে সুন্দর সাজাবেন যেভাবে
প্রতীকী ছবি
| Updated on: Jun 04, 2024 | 9:00 AM
Share

শীতকালে যেমন থাকে বিয়ের মরসুম, গরমেও বেশ কয়েক মাসে বিয়ের দিন থাকে। কিন্তু শীতকালে বিয়েবাড়ির সাজগোজ হয় ভালো। মেক আপও করা যায় মন ভরে। কিন্তু গরমকালে ঘাম মেক আপের সবথেকে বড় শত্রু। গরম বলে তো আর বিয়ে আটকে নেই। বিয়ে যখন আটকে নেই, তখন সাজগোজে কেন সমঝোতা করবেন। গরমেও এমন ভাবে মেক আপ করুন, যাতে তা সহজে নষ্ট না হয়। আবার বিয়ে বাড়ির সাজও বজায় থাকে।

প্রবল গরমের সময় চড়া মেকআপ একেবারেই করবেন না। বদলে হালকা মিনিমাল মেক করুন। বাড়তি উজ্জ্বলতা, চকচকে ভাব আনতে গিয়ে মেক আপে বাড়াবাড়ি করবেন না। বরং হাল্কা মেকা আপই সৌন্দর্য বাড়াতে সমক্ষ।

গরম হোক বা শীত, যে মেকআপ ট্রেন্ডটি সারাবছর স্বমহিমায় বিরাজ করে সেটি হল স্মোকি চোখ! শুধু উপরের পাতায় নয়, এ বছরে চোখের নিচের পাতাতেও ছড়িয়ে দিন ধোঁয়া ধোঁয়া কুয়াশার জাদু! বাকি মেকআপ রাখুন একেবারে হালকা। চোখ কথা বলবে আপনার!

যদি চোখের মেকআপে বাড়াবাড়ি কিছু না করেন, তা হলে ঠোঁটের সাজ একটু গাঢ় হলেও দিব্যি দেখাবে! তবে গ্লসি নয়, বেছে নিন ম্যাট শেড। লাল, বার্গান্ডি, গোলাপি শেডে হয়ে উঠুন রঙিন আর ঝলমলে!