ভিড় এড়িয়ে ভালোবাসার ছুটি: জানুন কম বাজেটে হানিমুনের ঠিকানা
IRCTC-এর ট্রেন ভাড়ার তালিকা, রাজ্য পর্যটন দপ্তরের প্রকাশিত ট্যারিফ এবং বেশ কিছু ট্রাভেল বুকিং প্ল্যাটফর্মের গড় হোটেল রেট বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, বেশিরভাগ নবদম্পতিরা অফ বিট গন্তব্য বেছে নিচ্ছেন যেখানে ২ রাত ৩ দিন থাকা, খাওয়া আর যাতায়াত মিলিয়ে ২০-৩০ হাজার টাকার মধ্যেই ঘোরা হয়ে যাচ্ছে। কলকাতা থেকে সহজেই যাওয়া যায় এমন কয়েকটা অফবিট জায়গার খোঁজ দেবো আজ। বাজেট আপনার হাতের মুঠোয়।

এক সময় হানিমুন মানেই ছিল কয়েকটা চেনা নাম দার্জিলিং, গোয়া বা কেরল। কিন্তু এখন সময় বদলাচ্ছে। হোটেলের ভাড়া, যাতায়াতের খরচ আর অতিরিক্ত ভিড়ের চাপে অনেক নবদম্পতিই খুঁজছেন অফবিট ডেস্টিনেশন। IRCTC-এর ট্রেন ভাড়ার তালিকা, রাজ্য পর্যটন দপ্তরের প্রকাশিত ট্যারিফ এবং বেশ কিছু ট্রাভেল বুকিং প্ল্যাটফর্মের গড় হোটেল রেট বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, বেশিরভাগ নবদম্পতিরা অফ বিট গন্তব্য বেছে নিচ্ছেন যেখানে ২ রাত ৩ দিন থাকা, খাওয়া আর যাতায়াত মিলিয়ে ২০-৩০ হাজার টাকার মধ্যেই ঘোরা হয়ে যাচ্ছে। কলকাতা থেকে সহজেই যাওয়া যায় এমন কয়েকটা অফবিট জায়গার খোঁজ দেবো আজ। বাজেট আপনার হাতের মুঠোয়।
লাটাগুড়ি–জলদাপাড়া
প্রকৃতি আর জঙ্গল ভালোবাসলে এই জায়গা একেবারে পারফেক্ট। Forest Dept. lodge rates, IRCTC tour info অনুযায়ী থাকা–খাওয়া: ফরেস্ট লজ ও রিসর্ট ২জনের খরচ: ২২০০০-২৮০০০
বিষ্ণুপুর টেরাকোটা মন্দির, ইতিহাস আর শান্ত শহর নবদম্পতিদের জন্য আদর্শ। Archaeological Survey-linked tourism info অনুযায়ী থাকা–খাওয়া: হেরিটেজ হোটেল ও গেস্টহাউস ২জনের খরচ: ১৬০০০-২০০০০
সুন্দরবনের দয়াপুর–গোসাবা এলাকা West Bengal Tourism + local eco-resort packages এর সূত্র অনুযায়ী জঙ্গল, নদী আর গ্রামবাংলার অপরূপ পরিবেশের সাক্ষী হতে চাইলে ঘুরে আসুন থাকা,খাওয়া: ইকো রিসর্ট ২জনের খরচ: ২৫০০০-৩০০০০
ডুডুমা–ঝালদা (পুরুলিয়া)
পাহাড়, জলপ্রপাত আর আদিবাসী সংস্কৃতির ছোঁয়া পেতে যেতে পারেন Purulia district tourism data অনুযায়ী থাকা,খাওয়া: রিসর্ট ও হোমস্টে ২জনের খরচ: ১৮০০০-২৩০০০
গরুমারা সংলগ্ন ধূপঝোরা চা-বাগান, সবুজ পাহাড়ে একান্তে সময় কাটিয়ে আসতেই পারেন Tea tourism & resort tariff lists অনুযায়ী থাকা,খাওয়া: টি গার্ডেন রিসোর্ট ২জনের খরচ: ২২০০০-২৮০০০
লেপচাজগৎ, দার্জিলিং ভিড়হীন পাহাড়, কাঞ্চনজঙ্ঘার সরাসরি ভিউ আর কুয়াশায় ঢাকা সকাল—হানিমুনের জন্য আদর্শ। West Bengal Tourism, স্থানীয় হোমস্টে রেট অনুযায়ী থাকা,খাওয়া: হোমস্টে ও ছোট হোটেল সহজেই পাওয়া যায়। ২জনের খরচ: ৩ দিন–২ রাত, দুজন মিলিয়ে প্রায় ২২০০০-২৬০০০
ইচামতি নদীপাড়, টাকি কলকাতা থেকে মাত্র কয়েক ঘণ্টার দূরত্বে নদী, নৌকাভ্রমণ আর গ্রামবাংলার শান্ত পরিবেশে থাকতে চাইলে যেতেই পারেন। স্থানীয় ট্যুর অপারেটর ও Booking portal data অনুযায়ী থাকা,খাওয়া: নদীপাড়ের রিসর্ট ও গেস্টহাউস ২জনের খরচ: দুজন মিলিয়ে ১২০০০-১৮০০০
মন্দারমণির কাছের তাজপুর দিঘার ভিড় এড়িয়ে সমুদ্রের নিরিবিলি স্বাদ পাবেন এখানে। West Bengal Coastal Tourism data অনুযায়ী
থাকা,খাওয়া: সমুদ্রপাড়ের ছোট রিসর্ট ২জনের খরচ: ১৫০০০-২০০০০
রিশপ, কালিম্পং ভিড়হীন পাহাড়ি গ্রাম, মেঘ আর পাইনবনের নীরবতায় পরিপূর্ণ এই জায়গা Homestay owners’ listed rates অনুযায়ী থাকা,খাওয়া: হোমস্টে ২জনের খরচ: ২০০০০-২৫০০০
