ওপারার শো-এ মেগানের পোশাকের দাম নাকি গাড়ির দামের সমান!

মেগানের ফ্যাশন সেন্স নজরে পড়েছে সকলের। পোশাকের রং বা ডিজাইনও পছন্দ হয়েছে। এবার দর্শকের কৌতূহলী প্রশ্ন, এই পোশাকের দাম কত?

ওপারার শো-এ মেগানের পোশাকের দাম নাকি গাড়ির দামের সমান!
ওপারার শো-এ এই পোশাকেই হাজির হয়েছিলেন মেগান।
Follow Us:
| Updated on: Mar 13, 2021 | 1:45 PM

মেগান মর্কেল (Meghan Markle)। ব্রিটিশ অভিনেত্রীর পরিচয় ছাড়িয়েও এখন তাঁর বড় পরিচয় তিনি ইংল্যান্ডের রাজ পরিবারের পুত্রবধূ। প্রিন্স হ্যারির সহধর্মিণী। বিয়ের পর ‘ডাচেস অব সাসেক্স’ উপাধি পান মেগান। সম্প্রতি তিনি এবং হ্যারি যুগলে জনপ্রিয় টক শো হোস্ট ওপারা উইনফ্রে-র শো-এ অতিথি হিসেবে হাজির ছিলেন। সেখানে যুগলের একের পর এক বিস্ফোরক মন্তব্য গত কয়েকদিন ধরেই সংবাদ শিরোনামে।

ওপারার শো-এ উপস্থিত হয়ে শুধুমাত্র বিস্ফোরক মন্তব্যের কারণেই শিরোনামে জায়গা করে নেননি মেগান। লাইমলাইটে রয়েছে তাঁর ফ্যাশনও। ওই শো-এর জন্য তিনি ইতালিয় ফ্যাশন ডিজাইনার জিওরজিও আরমানির পোশাকে সেজেছিলেন তিনি। আরমানির পোশাক তিনি আগেও পরেছেন। কিন্তু ফ্যাশন বিশেষজ্ঞদের মতে, মেগানের এই আউটফিট ফ্যাশনের ইতিহাসে আলাদা জায়গা করে নেবে।

সিল্ক কাপড়ে তৈরি মেগানের পোশাকটি ছিল এমপায়ার কাটের। গাঢ় নেভি ব্লু রঙের পোশাকটির ডানদিকে ছিল ফুলেল নকশা। এমব্রয়ডারি করে ওই কাজ তোলা হয়েছিল পোশাকে। ডান কাঁধ থেকে শুরু হওয়া নকশা নেমেছিল বুক পর্যন্ত। নকশার মধ্যে শিমারি লুক দেওয়া হয়েছিল। খুব সূক্ষ্ম ভাবে পদ্মের নকশা করা হয়েছিল মেগানের পোশাকে।

আরও পড়ুন, সবুজ শাড়ির ফ্যাশনে তিন বলি নায়িকা, আপনিও ট্রাই করবেন নাকি?

মেগানের ফ্যাশন সেন্স নজরে পড়েছে সকলের। পোশাকের রং বা ডিজাইনও পছন্দ হয়েছে। এবার দর্শকের কৌতূহলী প্রশ্ন, এই পোশাকের দাম কত? আরমানির পোশাক একে ডিজাইনার, তার উপর কাস্টমাইজ করা হয়। ফলে দামি তো হবেই। শোনা যাচ্ছে, মেগানের এই পোশাকের দাম ৪৭০০ ডলার। ভারতীয় মুদ্রায় তিন লক্ষ ৪৩ হাজার টাকার কিছু বেশি। অর্থাৎ এই টাকায় আপনি একটি গাড়ি কিনে ফেলতে পারবেন বলেও সোশ্যাল মিডিয়ায় রসিকতা করেছেন কেউ কেউ।