Puri Rath Yatra Tips: উল্টো রথযাত্রায় পুরী যাওয়ার প্ল্যান করছেন? এগুলি অবশ্যই মাথায় রাখুন
Puri Travel on Rath Yatra Tips: ১৬ জুলাই মাসির বাড়ি থেকে মন্দিরে ফিরে আসবেন জগন্নাথদেব, বলভদ্র এবং সুভদ্রা। পুরীর রথযাত্রা দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ ভিড় করেন। ফলে অনেক সময় পর্যটকদের নানা সমস্যার মুখে পড়তে হয়। তাই পুরীর রথযাত্রা দেখতে গেলে অবশ্যই কিছু বিষয় মাথায় রাখতে হবে।

দুর্গাপুজোর আগে বাঙালি তথা হিন্দুদের অন্যতম উৎসব জগন্নাথদেবের রথযাত্রা। দেশজুড়ে এই উৎসব হলেও পুরীর রথযাত্রা বিখ্যাত। চলতি বছরের ৭ জুলাই রথযাত্রা উৎসব শুরু হয়েছে। সেদিন জগন্নাথদেব, বলভদ্র এবং সুভদ্রা পুরীর মন্দির থেকে মাসির বাড়ি গুন্ডিচার দিকে রওনা দেন। আবার ১৬ জুলাই মাসির বাড়ি থেকে মন্দিরে ফিরে আসবেন জগন্নাথদেব, বলভদ্র এবং সুভদ্রা। পুরীর রথযাত্রা দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ ভিড় করেন। ফলে অনেক সময় পর্যটকদের নানা সমস্যার মুখে পড়তে হয়।
এবারে পুরীর রথযাত্রায় একটি অঘটন ঘটেছে। রথ থেকে পড়ে গিয়েছেন বলভদ্র। এছাড়া বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়। এই ঘটনার অন্যতম কারণ যে অত্যধিক ভিড়, তা বলা বাহুল্য। প্রচণ্ড ভিড়ে দমবন্ধ হয়ে ১ জনের মৃত্যুও হয়েছে। যা অনেকের আতঙ্ক বাড়িয়েছে। তাই পুরীর রথযাত্রা দেখতে গেলে অবশ্যই কিছু বিষয় মাথায় রাখতে হবে।
১. আগাম হোটেল বুকিং করুন- প্রতি বছরই রথযাত্রার সময় পুরীতে প্রচুর ভিড় হয়। ফলে এই সময়ে পুরীতে গেলে অবশ্যই এক-দু মাস আগে থেকে হোটেল বুকিং করুন। এখনও যাঁরা হোটেল বুকিং করেননি, অথচ উল্টো রথযাত্রা দেখতে যাওয়ার কথা ভাবছেন, তাঁরা এখনই হোটেল বুকিং করার চেষ্টা করুন। পুরীতে গিয়ে হোটেল বুকিং করার কথা ভাবলে রথের সময় বাইরেও রাত কাটাতে হতে পারে
২. আগাম ট্রেনের টিকিট বুকিং করুন- রথযাত্রার সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ পুরীতে ভিড় জমান। তাই এই সময়ে পুরী যাওয়ার প্ল্যান করলে আগাম ট্রেনের টিকিট বুকিং করুন। যাঁরা উল্টো রথযাত্রার সময় পুরী যাওয়ার কথা ভাবছেন, তাঁরাও এখনই ট্রেনের টিকিট বুকিং করার চেষ্টা করুন। ওয়েটিং অনেক থাকলে তৎকাল টিকিট কাটুন অথবা বাসের টিকিট বুকিং করুন। যাওয়ার সঙ্গে অবশ্যই ফেরার টিকিট বুকিং করুন। নয়তো সমস্যা হতে পারে।
৩. সোনার গয়না পরবেন না- জগন্নাথদেব ও পুরী বিশ্বাসের কেন্দ্র। এখানে চুরির মতো ঘটনা হওয়া উচিত নয়। তবে রথযাত্রায় প্রচণ্ড ভিড় হয়। অত্যধিক ভিড়ের সুযোগ নিয়ে কখনও কখনও কিছু লোক দামি গয়না ছিনতাই করতে পারে।
৪. পোশাকের প্রতি বিশেষ মনোযোগ দিন- যে কোনও ধর্মীয় স্থানে যাওয়ার সময় পোশাকের দিকে বিশেষ খেয়াল নিতে হবে। ইতিমধ্যে পুরীর জগন্নাথ মন্দিরে পোশাক-বিধি চালু হয়েছে। তাই পুরীর রথের রশি টানতে গেলে অবশ্যই শালীন পোশাক পরুন।
