Dogs: কুকুর কেন নিজের ল্যাজকেই তাড়া করে! কারণ জানলে আপনিও হয়তো সতর্ক হবেন…

Jan 22, 2025 | 3:14 AM

Dogs Unknown Fact: অনেক সময়ই দেখা যায়, নিজের ল্যাজকেই তাড়া করছে। দেখতে কিন্তু মন্দ লাগে না। বিশেষ করে যখন ল্যাজ ছুঁতে গোল গোল ঘুরতে থাকে! মন ভালো করা দৃশ্য। আচ্ছা কখনও ভেবে দেখেছেন, ওরা কেন এমনটা করে?

Dogs: কুকুর কেন নিজের ল্যাজকেই তাড়া করে! কারণ জানলে আপনিও হয়তো সতর্ক হবেন...
Image Credit source: CANVA

Follow Us

বাড়িতে পোষ্য রয়েছে? কুকুর পোষেণ? তা হলে নিশ্চয়ই বিষয়টা লক্ষ্য করে দেখেছেন। বিশেষ করে বাচ্চা কুকুরের মধ্যে এমনটা দেখা যায়। আপনার আশেপাশে ঘুরবে। আপনি সময় দিয়ে একটু খেললে খুব ভালো। না হলে বেচারা নিজের মতোই খেলতে শুরু করে। অনেক সময়ই দেখা যায়, নিজের ল্যাজকেই তাড়া করছে। দেখতে কিন্তু মন্দ লাগে না। বিশেষ করে যখন ল্যাজ ছুঁতে গোল গোল ঘুরতে থাকে! মন ভালো করা দৃশ্য। আচ্ছা কখনও ভেবে দেখেছেন, ওরা কেন এমনটা করে?

নিয়মিত এমন দৃশ্য দেখে মনে হতেই পারে, এ তো খুব সাধারণ ব্যাপার। এমন তো হয়েই থাকে। এরও আবার কারণ থাকতে পারে নাকি! ছোট্ট কুকুরের এই অভ্যাস নরম্যাল হলে বড়দের মধ্যে স্ট্রেস এবং মেডিক্যাল সমস্যারও লক্ষণ হতে পারে। সে কারণেই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত। পশু চিকিৎসকের এমনই মত।

WAAT পেট ক্লিনিকের প্রতিষ্ঠাতা ডাঃ হর্ষ বীরভান এই বিষয়টি বিশদে বলেছেন। তাঁর মতে, ‘বাচ্চা কুকুরের মধ্যে বিষয়টি পুরোপুরি নরম্যাল। ও যে খোশমেজাজে রয়েছে, খেলছে সেটাই প্রকাশ করে। কিছুটা কৌতুহলের বশেও। বা বলা যেতে পারে এনার্জিটা কাজে লাগাতে।’

এই খবরটিও পড়ুন

বিষয়টি নরম্যাল হলেও তাঁর মতে কিছু ক্ষেত্রে তা চিন্তার। তুলনামূলক বেশি বয়সি কুকুরের মধ্যে এই লক্ষণ থাকলে এর থেকে বলা যেতে পারে, সে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাইছে। হয়তো একঘেয়েমি থেকে এমনটা করছে। আবার অনেক ক্ষেত্রে রোগের লক্ষণও হতে পারে।

  1. একঘেয়েমি কিংবা শরীরের কসরত: কুকুর খুবই বুদ্ধিমান প্রাণী। পর্যাপ্ত পরিমাণে শারীরিক কিংবা মানসিক কসরত না হলে টাইম পাসের জন্য এমনটা করে থাকতে পারে।
  2. মানসিক চাপ কিংবা উদ্বেগ থেকে- মানুষ যেমন নানা কারণে স্ট্রেসে ভোগেন, সে সময় নানা অঙ্গভঙ্গি করেন, তারা কিন্তু সেটা নকলের চেষ্টা করে।
  3. রোগ থেকে-অনেক সময় কুকুরের শরীরে পোকার উপদ্রব, পায়ুদ্বারে অস্বস্তি, এমনকি স্নায়ুতন্ত্রের সমস্যার কারণেও হতে পারে। সেই অস্বস্তি থেকে ফোকাস সরাতে নিজের ল্যাজের দিকে তাড়া করে মন ভুলিয়ে রাখে।

এর থেকে পোষ্যকে কীভাবে সুরক্ষিত রাখবেন? আপনার পোষ্যর মধ্যে যদি এই অভ্যেস সারাক্ষণ দেখেন, একটু সতর্ক হোন। তাকে নিয়ে খেলুন, এমন খেলা যেখানে শারীরিক ভাবে সে স্ফূর্তিতে থাকে তেমনই বুদ্ধিও খরচ করতে হয়। তাতেও সমস্যা না মিটলে অবশ্যই পশু চিকিৎসকের পরামর্শ নিন।

Next Article