Flying Animal: পাখি নয়, উড়তে পারে…! এই প্রাণীগুলো সম্পর্কে জানেন?

Jan 22, 2025 | 12:15 AM

Flying Animals Other than Bird: প্রকৃতিতে এমন অনেক কিছু রয়েছে যা নিয়ে ভাবার হয়তো সময়ই পাই না আমরা। পাহাড়, নদী, সমুদ্র, মহাসাগর, জঙ্গল। এর বাইরেও অনেক কিছু। পরিচিত আবার কিছু অপরিচিত অনেক প্রাণীও রয়েছে যাদের বিশেষত্বটাই হয়তো জানা নেই। এমন ভাবনা থেকেই প্রশ্ন। আচ্ছা পাখি ছাড়া অন্য কোনও প্রাণী উড়তে পারে? এমন অনেক প্রাণীই কিন্তু রয়েছে।

1 / 10
হরর সিনেমার একটি যেন কমন দৃশ্য। বাদুর। কোনও পরিত্যক্তি বাড়িতে বাদুরের দেখা। বাস্তব জীবনেও অনেক জায়গাই এই প্রাণীকে দেখা যায়। পাখি নয়, তবে বাদুর কিন্তু উড়তে পারে।

হরর সিনেমার একটি যেন কমন দৃশ্য। বাদুর। কোনও পরিত্যক্তি বাড়িতে বাদুরের দেখা। বাস্তব জীবনেও অনেক জায়গাই এই প্রাণীকে দেখা যায়। পাখি নয়, তবে বাদুর কিন্তু উড়তে পারে।

2 / 10
প্রকৃতির অন্যতম সুন্দর উপহার প্রজাপতি। রংবেরংয়ের প্রজাপতি দেখা যায়। মুগ্ধতায় তাকিয়ে থাকতে হয়। এও কিন্তু পাখি নয়।

প্রকৃতির অন্যতম সুন্দর উপহার প্রজাপতি। রংবেরংয়ের প্রজাপতি দেখা যায়। মুগ্ধতায় তাকিয়ে থাকতে হয়। এও কিন্তু পাখি নয়।

3 / 10
তেমনই অতি পরিচিত আরও একটা প্রাণী ফড়িং। এরা অতি চালাকও। যাঁদের ছেলেবেলা গ্রামে কেটেছে, তাঁরা এই বিষয়টি আরও ভালো উপলব্ধি করতে পারবেন। ফড়িং ধরা কতটা ঝক্কির কাজ ছিল...। পোকামাকড় খেয়েই বেঁচে থাকে এই পতঙ্গ।

তেমনই অতি পরিচিত আরও একটা প্রাণী ফড়িং। এরা অতি চালাকও। যাঁদের ছেলেবেলা গ্রামে কেটেছে, তাঁরা এই বিষয়টি আরও ভালো উপলব্ধি করতে পারবেন। ফড়িং ধরা কতটা ঝক্কির কাজ ছিল...। পোকামাকড় খেয়েই বেঁচে থাকে এই পতঙ্গ।

4 / 10
মাছও উড়তে পারে! অবাক হওয়ার মতো হলেও সত্যি। সুমদ্রে এমন মাছও রয়েছে যা অনেকটা দূরত্ব উড়ে যেতে পারে। ঢেউ কাটিয়ে এগিয়ে যেতেই এমনটা করে থাকে।

মাছও উড়তে পারে! অবাক হওয়ার মতো হলেও সত্যি। সুমদ্রে এমন মাছও রয়েছে যা অনেকটা দূরত্ব উড়ে যেতে পারে। ঢেউ কাটিয়ে এগিয়ে যেতেই এমনটা করে থাকে।

5 / 10
কুনো ব্যাঙ, সোনা ব্য়াঙের পাশাপাশি উড়তে পারে এমন ব্যাঙও রয়েছে। যারা মূলত গাছে থাকে। এক গাছ থেকে আর এক গাছে, ডাল থেকে ডালে উড়ে যেতে পারে।

কুনো ব্যাঙ, সোনা ব্য়াঙের পাশাপাশি উড়তে পারে এমন ব্যাঙও রয়েছে। যারা মূলত গাছে থাকে। এক গাছ থেকে আর এক গাছে, ডাল থেকে ডালে উড়ে যেতে পারে।

6 / 10
কাঠবিড়ালিও অনেকেই দেখেছেন। কত দ্রুত গাছে উঠে যেতে পারে, আবার নামতেও এটাও দেখার মতো বিষয়। তেমনই এমন কাঠবিড়ালিও রয়েছে যা উড়তে পারে। শরীরের চামরাকেই ডানা হিসেবে ব্যবহার করে।

কাঠবিড়ালিও অনেকেই দেখেছেন। কত দ্রুত গাছে উঠে যেতে পারে, আবার নামতেও এটাও দেখার মতো বিষয়। তেমনই এমন কাঠবিড়ালিও রয়েছে যা উড়তে পারে। শরীরের চামরাকেই ডানা হিসেবে ব্যবহার করে।

7 / 10
মোবুলা রে- এটিকে ঈগলরশ্মিও বলা হয়। মূলত যে সমস্ত অঞ্চলে গরম বেশি সেখানকার সমুদ্রে পাওয়া যায়। যা প্রয়োজনে উড়তেও পারে!

মোবুলা রে- এটিকে ঈগলরশ্মিও বলা হয়। মূলত যে সমস্ত অঞ্চলে গরম বেশি সেখানকার সমুদ্রে পাওয়া যায়। যা প্রয়োজনে উড়তেও পারে!

8 / 10
পিঁপড়ের ক্ষেত্রেও এমনটা রয়েছে। একটা সময় পাখা হয়, উড়তেও পারে। তেমনই অনেক সময় গাছ কিংবা কোথাও থেকে পড়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হলে ওড়ার ভঙ্গিতেই ল্যান্ড করে।

পিঁপড়ের ক্ষেত্রেও এমনটা রয়েছে। একটা সময় পাখা হয়, উড়তেও পারে। তেমনই অনেক সময় গাছ কিংবা কোথাও থেকে পড়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হলে ওড়ার ভঙ্গিতেই ল্যান্ড করে।

9 / 10
টিকটিকি প্রজাতির অন্যতম অংশ। যা উড়তে পারে। এক গাছ থেকে আর এক গাছে সহজেই উড়ে যেতে পারে। গভীর জঙ্গলে দেখা মেলে এর।

টিকটিকি প্রজাতির অন্যতম অংশ। যা উড়তে পারে। এক গাছ থেকে আর এক গাছে সহজেই উড়ে যেতে পারে। গভীর জঙ্গলে দেখা মেলে এর।

10 / 10
সুগার গ্লাইডার নামের এক প্রাণীও রয়েছে। এরও দেখা মেলে ঘন জঙ্গলেই। মূলত এক গাছ থেকে অন্য গাছে উড়েই যায়। সব ছবি: CANVA

সুগার গ্লাইডার নামের এক প্রাণীও রয়েছে। এরও দেখা মেলে ঘন জঙ্গলেই। মূলত এক গাছ থেকে অন্য গাছে উড়েই যায়। সব ছবি: CANVA

Next Photo Gallery