AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Presidency University Admission: শুরু হয়ে গিয়েছে স্নাতক স্তরের আবেদন প্রক্রিয়া! প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে পড়তে হলে কী করতে হবে?

Presidency University Admission: সম্প্রতি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ভর্তি কেবল উচ্চ মাধ্যমিকে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে হয় না।

Presidency University Admission: শুরু হয়ে গিয়েছে স্নাতক স্তরের আবেদন প্রক্রিয়া! প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে পড়তে হলে কী করতে হবে?
| Updated on: Apr 11, 2025 | 7:50 PM
Share

কলকাতা তথা পশ্চিমবঙ্গের অন্যতম নামী শিক্ষা প্রতিষ্ঠান প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। উচ্চ মাধ্যমিক পাশ করে এই প্রতিষ্ঠানে পড়াশোনা করা অনেকের কাছেই স্বপ্নের মতো। কিন্তু কী ভাবে হবে সেই স্বপ্ন সত্যি? আবেদন জানাতে হয় কী করে? রইল এই প্রতিবেদনে।

সম্প্রতি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ভর্তি কেবল উচ্চ মাধ্যমিকে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে হয় না। তার সঙ্গে পাশ করতে এখানকার প্রবেশিকা পরীক্ষাতেও। ২০২৫-২৬ সালে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষার দিনক্ষণ জানিয়ে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি। সেই বিজ্ঞপ্তি অনুসারে ব্যাচেলর অফ আর্টস এবং ব্যাচেলর অফ সায়েন্সের বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করারে সুযোগ পাবেন। তবে তার আগে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ব্যাচেলরস ডিগ্রি এন্ট্রান্স টেস্ট (পিউবিডিইটি) উত্তীর্ণ হতে হবে। উচ্চ মাধ্যমিকে উর্ত্তীর্ণ হওয়ার পর, এই পরীক্ষায় পাশ করলেই মিলবে ভর্তি হওয়ার সুযোগ।

প্রবেশিকা পরীক্ষা আয়োজিত হবে ২১ এবং ২৬ জুন। বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তিতে পরীক্ষার সিলেবাস, কোন কোন পেপারে কত নম্বরের পরীক্ষা হবে তা বিস্তারিত দেওয়া রয়েছে।

প্রবেশিকা পরীক্ষায় বসতে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা দরকার। তার জন্য প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকেই বিজ্ঞপ্তি পাওয়া যাবে। সেখানেই এই বিষয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন থেকে যাবতীয় তথ্য দেওয়া রয়েছে। সম্পূর্ণ তথ্য এবং শর্তাবলি জানতে বিজ্ঞপ্তিটি দেখুন। আবেদন করার শেষ তারিখ ২৮ এপ্রিল ২০২৫।