Lips Care Tips: ছুঁতে পারবে না গরম, ঠোঁট সবসময় থাকবে লাস্যময়ী! শুধু চাই এই লিপবাম
Lips Care Tips: অনেকেই ঠোঁটের যত্নে ততটা গুরুত্ব দেন না, যার ফলে সৌন্দর্যে ঘাটতি দেখা দেয়। গোলাপি ঠোঁটের অধিকারী হতে অনেকেই অনেক রকম কেমিক্যালে পরিপূর্ণ প্রসাধনী ব্যবহার করেন। এই সব কেমিক্যাল ঠোঁটের ক্ষতি করতে পারে।

গ্রীষ্মকালে ত্বকের বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন, না হলে ত্বক নিস্তেজ ও প্রাণহীন দেখায়। ত্বক ময়ানে কিন্তু কেবল হাত-পা বা মুখ নয়। মুখের যত্নের পাশাপাশি ঠোঁটের যত্ন নেওয়াটাও সমান গুরুত্বপূর্ণ। আমাদের ঠোঁট খুবই কোমল হয়। আবহাওয়ার পরিবর্তনের প্রভাব সবার আগে পড়ে ঠোঁটের উপর। অথচ অনেকেই ঠোঁটের যত্নে ততটা গুরুত্ব দেন না, যার ফলে সৌন্দর্যে ঘাটতি দেখা দেয়। গোলাপি ঠোঁটের অধিকারী হতে অনেকেই অনেক রকম কেমিক্যালে পরিপূর্ণ প্রসাধনী ব্যবহার করেন। এই সব কেমিক্যাল ঠোঁটের ক্ষতি করতে পারে।
তবে আপনি চাইলে ঘরোয়া কিছু উপাদান দিয়েই সহজে প্রাকৃতিক লিপ বাম তৈরি করতে পারেন, যা ঠোঁটকে ময়েশ্চারাইজ করবে এবং দেবে প্রাকৃতিক গোলাপি আভা। চলুন জেনে নেওয়া যাক কীভাবে ঘরে বসেই তৈরি করবেন লিপ বাম?
লিপ বাম তৈরি করতে মূল উপাদান হিসেবে প্রয়োজন হবে বিট। বিটে এমন অনেক পুষ্টিগুণ রয়েছে যা ঠোঁটের জন্য উপকারী। এটি ঠোঁটের জন্য একটি নিরাপদও।
লিপ বাম তৈরির উপকরণ:
বিটের রস – ১ চা চামচ
ভিটামিন ই ক্যাপসুল – ১টি
নারকেল তেল – ১ চা চামচ
ভ্যাসলিন – ১ চা চামচ
লিপ বাম তৈরির পদ্ধতি:
প্রথমে বিট ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে কেটে নিন। এরপর বিটের টুকরো মিক্সারে ব্লেন্ড করে রস বের করে নিন। একটি ছোট পাত্রে ভ্যাসলিন হালকা গরম করে গলিয়ে নিন। গলা ভ্যাসলিনে ১ চা চামচ বিটের রস মেশান।
এরপর এতে একটি ভিটামিন ই ক্যাপসুল কেটে তেলের মতো ভেতরের উপাদান বের করে দিন। এরপর নারকেল তেল মিশিয়ে পুরো মিশ্রণটি ভালো করে নাড়ুন। ঠাণ্ডা হতে দিন এবং একটি ছোট কৌটোতে রেখে সংরক্ষণ করুন। এই লিপ বাম প্রতিদিন ব্যবহার করলে ঠোঁট থাকবে কোমল, মসৃণ এবং পাবে একটি প্রাকৃতিক গোলাপি আভা।
