Budget friendly trip: বছর শেষে পকেটে টান? নতুন বছরের সূর্যোদয় দেখতে যেতে পারেন এই সব জায়গায়, খরচ বাজেটের মধ্যেই

Year end trip: বছর শেষে ঘুরে আসুন এই ৫ জায়গা থেকে। ৫০০০ টাকা বাজেটের মধ্যেই করকে ফেলতে পারবলেন ট্যুর। সেই সঙ্গে পাবনে মনের আরামও

Budget friendly trip: বছর শেষে পকেটে টান? নতুন বছরের সূর্যোদয় দেখতে যেতে পারেন এই সব জায়গায়, খরচ বাজেটের মধ্যেই
বছর শেষের সূর্যোদয় দেখবেন যেখান থেকে
Follow Us:
| Edited By: | Updated on: Dec 12, 2021 | 9:35 PM

ঠিক একবছর আগে থেকেই মনে মনে প্ল্যান করে রেখেছিল টাপুর যে বছর শেষের সূর্যোদয়টা এবছর আর বাড়ি থেকে নয়, কোথাও একটা ঘুরতে যাবেই। সেই মত বন্ধুদের সঙ্গে প্ল্যানও করেছিল। কিন্তু শেষমুহূর্তে টান পড়েছে পকেটে। বেড়াতে যাওয়ার জন্য যে পরিমাণ অর্থ দরকার, ঠিক ততটা এখনও জমিয়ে উঠতে পারেনি সে। অগত্যা মুখভার টাপুরের। এদিকে বাকি বন্ধুরা ঘুরতে যাওয়ার তোড়জোড় শুরু করে দিয়েছে। সব মিলিয়ে একেবারেই মন ভাল নেই তার। এরপর এক বন্ধুর সাহায্যেই সোশ্যাল মিডিয়া থেকে পেল বেশ কিছু জায়গায় সন্ধান। যে সব জায়গা সুন্দর তো বটেই সেই সঙ্গে খরচও কিন্তু সাধ্যের মধ্যেই। হাতে মাত্র আর কয়েকটা দিন। দেরি না করে টাপুর বসে গেল টিকিটের ব্যবস্থা করতে। বছর শেষে আপনারও এরকম কোনও পরিকল্পনা রয়েছে? প্রকৃতির কোলেই কাটাতে চান বছরের শেষ দিনটি?তাহলে অবশ্যই ঘুরে আসুন এই কয়েকটি জায়গা থেকে। ৭০০০ টাকার মধ্যেই হয়ে যাবে ট্রিপ।

হেনরি আইল্যান্ড – কলকাতা থেকে খুব দূরে নয়, মাত্র ২ ঘন্টার মধ্যেই পৌঁছে যেতে পারবেন হেনরি আইলিান্ড। হাতে দেড় দিন সময় থাকলেই চলবে। ৩১ ডিসেম্বর বিকেলে পৌঁছে যান। শনিবার ১ জানুয়ারি, সারা দিন কাটিয়ে পরদিন বিকেলে ফিরে আসুন। নামখানার হাতানিয়া-দোয়ানিয়া নদী পেরিয়েই পৌঁছে যাওয়া যায় এখানে। হেনরি আইল্যান্ডে আপনি পাবেন ঝাউ আর ম্যানগ্রোভ অরণ্যের পাশাপাশি বিশাল সমুদ্র তটের অপরূপ মিশেল। খরচ পড়বে ৩০০০ টাকার মধ্যেই।

রামধুরা- কালিম্পং এর ছোট্ট গ্রাম রামধুরা। দিন প্রতি থাকা খাওয়ার খরচ ৮০০ টাকা। টিকিটের ব্যবস্থা করতে পারলে তিন দিনের জন্য ঘুরেই আসুন। ৫০০০ বাজেট রাখলেই চলবে।

চারখোল- কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি হয়ে কালীঝোরা পার হয়ে তিস্তা বাজার। আর সেখান থেকেই সোজা চলে যামন চারখোলে। কালিম্পং এর কাছেই চারঝোরে। আগে থেকে কথা বলে রাখলে এনজেপি থেকেই গাড়ি পাবেন। তিন দিনের জন্য খরচা ৫০০০ হাজার টাকা।

চুইখিম- পাহাড়ের কোলে শান্ত গ্রাম চুইখিম। আর এই গ্রাম থেকে বসে সূর্যদয় দেখার মজাটাই কিন্তু অন্যরকম। কালিম্পং এর এই গ্রাম এখনও পর্যটকদের কাছে কিন্তু ততটা জনপ্রিয় নয়। ডিসেম্বর থেকে জানুয়ারি হল চুইখিম যাওয়ার সেরা সময়। প্রতিদিন জনপ্রতি থাকা খাওয়া নিয়ে খরচ ১০০-১২০০ টাকা।

কার্শিয়াং- পাহাড় আর কুয়াশা মোড়া নস্ট্যালজিয়ায় যদি হারিয়ে যেতে চান তাহলে অবশ্যই আপনার গন্তব্য হোক কার্শিয়াং। কার্শিয়াং এর প্রতিটি বাঁকেই লুকিয়ে রূপকথা। খরচও সাধ্যের মধ্যে। একা কিংবা পরিবারের সঙ্গে নতুন বছরের উদযাপন একটু অন্যরকম ভাবে করতে চাইলে অবশ্যই গন্তব্য হোক কার্শিয়াং।

আরও পড়ুন: Sikkim: নতুন বছরের পয়লা তারিখ থেকেই এই রাজ্যে প্লাস্টিকের জলের বোতল নিষিদ্ধ! বেড়াতে যাওয়ার আগে সাবধান হোন