Kashmir Travel Tips: পুজোর ছুটিতে সপরিবারে কাশ্মীর যাচ্ছেন? মাথার রাখবেন যে ৬ বিষয়
Travel Tips: প্রথমবার কাশ্মীর গেলে লিস্টে রাখতেই হবে পাটনিটপ, পহেলগাঁও, গুলমার্গ, সোনমার্গ, বেতাব ভ্যালি। তবে, আজকাল উপত্যকার মধ্যে লুকিয়ে থাকা অফবিটেও ভিড় করছেন পর্যটকেরা। আরু ভ্যালি, ইয়ুসমার্গ, গুরেজ ভ্যালি, লোলাব ভ্যালির মতো জায়গাগুলো জনপ্রিয় হয়ে উঠছে।
পুজোর ছুটিতে অনেকেই প্ল্যান করেছেন কাশ্মীর যাওয়ার। কারও জীবনে এই প্রথম কাশ্মীর ট্রিপ, আবার কেউ আগেও গিয়েছেন ভূস্বর্গে। একবার হোক বা দশবার, উপত্যকার সৌন্দর্যকে যেন প্রতিবার নতুন রূপে দেখা যায় এখানে। তবে, কাশ্মীর বেড়াতে গেলে কিছু বিষয়ের খেয়াল রাখা দরকার। সেগুলো কী-কী, দেখে নিন।
১) প্রতিটা ঋতুতে নিজের মতো করে সেজে ওঠে উপত্যকা। গরমে যেন কেউ সবুজ গালিচা বিছিয়ে রাখে কাশ্মীরের মাটিতে। আবার শীতে বরফের চাদরে মুড়ে যায় কাশ্মীর। তাই আপনি কোন কাশ্মীরকে দেখতে চান, সেই বুঝে বেড়াতে যাওয়ার প্ল্যান করুন। অক্টোবরে কাশ্মীরে শরৎকাল। আবহাওয়া ২০ থেকে ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করে এসময়।
২) প্রথমবার কাশ্মীর গেলে লিস্টে রাখতেই হবে পাটনিটপ, পহেলগাঁও, গুলমার্গ, সোনমার্গ, বেতাব ভ্যালি। তবে, আজকাল উপত্যকার মধ্যে লুকিয়ে থাকা অফবিটেও ভিড় করছেন পর্যটকেরা। আরু ভ্যালি, ইয়ুসমার্গ, গুরেজ ভ্যালি, লোলাব ভ্যালির মতো জায়গাগুলো জনপ্রিয় হয়ে উঠছে। এমন বেশ কিছু জায়গা রয়েছে, যা ভারত-পাকিস্তান সীমান্তে অবস্থিত। কিন্তু সেখানকার সৌন্দর্য মন কেড়ে নেওয়ার মতো। তাই চাইলে সেসব জায়গাও রাখতে পারেন ভ্রমণের তালিকাতে।
৩) পরিচয়পত্র অবশ্যই সঙ্গে নেবেন। কাশ্মীর বেড়াতে গেলে এটা জরুরি। যদি ভারত-পাকিস্তান সীমান্তে অবস্থিত কাশ্মীরের বিভিন্ন জায়গা ঘুরে দেখতে চান, সেক্ষেত্রে আলাদা করে পারমিট করাতে হয়। সেখানে আপনার পরিচয়পত্র এবং অন্যান্য নথি দরকার। সেগুলো সঙ্গে রাখুন।
৪) কাশ্মীর গেলে আর ডাল লেকে সময় কাটালেন না, এই ভুল করবেন না। ডাল লেকে শিকারা ভ্রমণের সুবিধা রয়েছে। এছাড়াও রাত কাটাতে পারেন হাউসবোটে। হোটেলের তুলনায় একটু খরচসাপেক্ষ হাউসবোট। কিন্তু এখানে আপনি কাশ্মীর ভ্রমণের সেরা অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবেন।
৫) অক্টোবরে কাশ্মীর যাওয়ার পরিকল্পনা করলে, সঙ্গে শীতের পোশাক নিতে ভুলবেন না। রোদে ঠান্ডা না লাগলেও, রাতে জাঁকিয়ে শীত পড়ে কাশ্মীরে। শীতবস্ত্রের পাশাপাশি নিত্য প্রয়োজনের জিনিস সঙ্গে রাখতে হবে। জ্বর, পেট খারাপ, ব্যথার ওষুধপত্র সঙ্গে রাখুন। অনেক সময় হাতের কাছে ডাক্তার বা ওষুধের দোকান নাও পেতে পারেন।
৬) কাশ্মীর গেছেন, আর সেখানকার স্থানীয় খাবার চেখে দেখবেন না? ওয়াজবন কাশ্মীরের ঐতিহ্যবাহী খাবার। এটি মাল্টি-কোর্স মিল। অর্থাৎ এখানে রোগান জোশ থেকে শুরু করে জাফরন রাইস সব পাবেন। এছাড়া খেয়ে দেখতে পারেন ইকাখনি আর কাওয়া। কাশ্মীরে হাতে তৈরি শাল ও ঘর সাজানোর জিনিসপত্র পাওয়া যায়। শপিং করার ইচ্ছা থাকলে ঘুরে দেখতে পারেন। এছাড়া এখানে আমন্ড, কাজু, আখরোট পাওয়া যায়। বাড়ির জন্য কিনে আনতে পারেন।