Condom Cafe: খাবারের টেবিলে ছড়ানো নানা রকমের কন্ডোম, এই ক্যাফের প্রতি কোণায় শুধুই যৌনতার ছোঁয়া
Thailand-Bangkok: যে ক্যাফের থিম কন্ডোমকে কেন্দ্র করে, যে ক্যাফে সাজানো হয়েছে কন্ডোম দিয়ে, তার ক্যাফের নাম হল ‘ক্যাবেজেস অ্যান্ড কন্ডোম’। ভাবছেন, এমন ক্যাফে কোথায় অবস্থিত? সেই সন্ধানই রইল এখানে। কন্ডোমের জন্যই জনপ্রিয় ‘ক্যাবেজেস অ্যান্ড কন্ডোম’।
শহরের আনাচে-কানাচে গড়ে উঠছে থিম ক্যাফে। যেখানে কফির কাপ হাতে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দেওয়া যায়। আর সঙ্গে থাকে মুখরোচক স্ন্যাকস। নতুন প্রজন্মের কাছে থিম ক্যাফের জনপ্রিয়তা সবচেয়ে বেশি। তবে, কন্ডোম ক্যাফের জনপ্রিয়তার কাছে ফিকে সব ধরনের রেস্তোরাঁ। হ্যাঁ, ঠিকই পড়লেন। কন্ডোম ক্যাফে। যে ক্যাফের থিম কন্ডোমকে কেন্দ্র করে, যে ক্যাফে সাজানো হয়েছে কন্ডোম দিয়ে, তার ক্যাফের নাম হল ‘ক্যাবেজেস অ্যান্ড কন্ডোম’। ভাবছেন, এমন ক্যাফে কোথায় অবস্থিত? সেই সন্ধানই রইল এখানে।
থাইল্যান্ডে গড়ে উঠেছে কন্ডোম ক্যাফে। ক্যাফের অন্দরে থাকা বিভিন্ন সজ্জা-সরঞ্জাম তৈরি কন্ডোম। ক্যাফের প্রতিটা কোণায় রয়েছে যৌনতার ছোঁয়া। ঝুলন্ত বাতি থেকে সান্তাক্লজের দাড়ি—সব কিছু তৈরি হয়েছে রং বেরঙের কন্ডোম দিয়ে। এমনকী যে টেবিলে বসে আপনি কফি খাবেন, সেখানে রয়েছে রঙিন কন্ডোম। মেন্যুতে খাবারের নামে পাশে রয়েছে কন্ডোম লেখা। আর খাওয়া-দাওয়া সেরে মুখশুদ্ধির জন্য এখানে মৌরি নয়, কন্ডোমই তুলে দেওয়া হয় গ্রাহকদের হাতে।
সুরক্ষিত যৌন মিলন সম্পর্কে সচেতনতা বাড়াতে থাইল্যান্ডের ব্যাংককে গড়ে উঠেছে ‘ক্যাবেজেস অ্যান্ড কন্ডোম’। এখনও মানুষ যৌনতা নিয়ে খোলাখুলি আলোচনা করতে কিন্তু বোধ করেন। তাই যৌনতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে এই কন্ডোম ক্যাফে খোলা হয়েছে ব্যাংকক শহরে। যৌনতা নিয়ে যাবতীয় ছুঁৎমার্গ যাতে দূর হয়ে যাক, এটাই ‘ক্যাবেজেস অ্যান্ড কন্ডোম’-এর উদ্দেশ্য।
রেস্তোরাঁ রয়েছে একটি ছেলে ও মেয়ের মূর্তি। আর রয়েছে একটা সান্তাক্লজ। এসব মূর্তিগুলো তৈরি লাল, নীল, হলুদ, গোলাপি, সাদা কন্ডোম দিয়ে। এই রং-বেরঙের কন্ডোমের ছোঁয়া রয়েছে ক্যাফের অন্যান্য জিনিসপত্রেও। ‘ক্যাবেজেস অ্যান্ড কন্ডোম’-এ রয়েছে কন্ডোমের তৈরি ফুলদানি, ল্যাম্পশেড ইত্যাদি। কন্ডোম দিয়েই মোড়া গোটা ক্যাফে। এখানেই শেষ নয়। ক্যাফের দেওয়ালে ঝোলানো রয়েছে বিভিন্ন ছবি, পোস্টার। সেখানে উল্লেখ রয়েছে ‘কন্ডোম’।
কন্ডোমের জন্যই জনপ্রিয় ‘ক্যাবেজেস অ্যান্ড কন্ডোম’। তবে এই ক্যাফের খাবারও বেশ সুস্বাদু। কন্ডোম ক্যাফেতে মূলত থাই ফুড পাওয়া যায়। আপনি যদি থাইল্যান্ড বেড়াতে গিয়ে অথেন্টিক থাই ফুডের স্বাদ নিতে চান, তাহলে যেতে পারেন এই ক্যাফেতে। এছাড়া কফি, মকটেল, আইসক্রিমও পাওয়া যায় এখানে। আর খাওয়া-দাওয়া সেরে বেরোনোর সময় বিনামূল্যে দেওয়া হল একটা করে কন্ডোম।
এমন অভিনব ক্যাফে আগে দেখেনি থাইল্যান্ডবাসী। গোটা বিশ্বে কন্ডোম থিমে ক্যাফে হিসেবে প্রথম নজর কেড়েছে ‘ক্যাবেজেস অ্যান্ড কন্ডোম’। তাই তো গোটা দুনিয়ায় এখন ভাইরাস ‘কন্ডোম ক্যাফে’। থাইল্যান্ডে ভারতীয় পর্যটকদের সংখ্যাও নেহাত কম নয়। তাই ভারতীয় পর্যটকদের মধ্যে জনপ্রিয়তা বেড়েছে ‘ক্যাবেজেস অ্যান্ড কন্ডোম’-এর। ভারতীয় ট্রাভেল ভ্লগারদের রিলসে দেখা যাচ্ছে কন্ডোম ক্যাফের ছবি। সোশ্যাল মিডিয়ায় ঘুরছে ‘ক্যাবেজেস অ্যান্ড কন্ডোম’-এর সাজসজ্জা।