AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hornbill Festival: শুরু হচ্ছে হর্নবিল ফেস্টিভ্যাল, পর্যটকদের জন্য সস্তায় ভ্রমণের সুযোগ দিচ্ছে আইআরসিটিসি

IRCTC Package: পর্যটক ও স্থানীয়রা মুখিয়ে থেকে হর্নবিলের জন্য। আর এই বছর পর্যটকদের রয়েছে এক নতুন চমক।

Hornbill Festival: শুরু হচ্ছে হর্নবিল ফেস্টিভ্যাল, পর্যটকদের জন্য সস্তায় ভ্রমণের সুযোগ দিচ্ছে আইআরসিটিসি
| Edited By: | Updated on: Nov 17, 2022 | 3:35 PM
Share

সাজো সাজো রব নাগাল্যান্ডে। শুরু হতে চলেছে হর্নবিল ফেস্টিভ্যাল ২০২২। ডিসেম্বরের ১ তারিখ থেকে কোহিমা অনুষ্ঠিত হতে চলেছে জনপ্রিয় হর্নবিল ফেস্টিভ্যাল। চলবে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত। নাগা হেরিটেজ ভিলেজে আয়োজন করা হয়েছে হর্নবিল উৎসবের। নাগাল্যান্ডের উপজাতির সংস্কৃতি ফুটে ওঠে এই উৎসবের মাধ্যমে। পর্যটক ও স্থানীয়রা মুখিয়ে থেকে হর্নবিলের জন্য। আর এই বছর পর্যটকদের রয়েছে এক নতুন চমক।

এই চমক হর্নবিল ফেস্টিভ্যালকে কেন্দ্র করে হলেও নাগাল্যান্ড পর্যটকদের জন্য কোনও বাড়তি সুবিধা আনছে না। পর্যটকদের সুবিধা দিচ্ছে আইআরসিটিসি। ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন হর্নবিল ফেস্টিভ্যালকে কেন্দ্র করে পর্যটকদের জন্য ভ্রমণের সুবিধা এনেছে। মণিপুর এবং নাগাল্যান্ডে ৭ দিনের ট্রিপ অফার করছে আইআরসিটিসি। এমনভাবেই এই ভ্রমণ পরিকল্পনা করা হয়েছে যাতে আপনি মণিপুর ও নাগাল্যান্ডের ভ্রমণের পাশাপাশি হর্নবিল ফেস্টিভ্যালে যোগদান করতে পারেন।

আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে হর্নবিল ফেস্টিভ্যাল। আইআরসিটিসি-এর উত্তর-পূর্ব ভারত ভ্রমণ শুরু হচ্ছে নভেম্বরের শেষ সপ্তাহ থেকে। আইআরসিটিসি-এর উত্তর-পূর্ব ভারত ভ্রমণের প্যাকেজে মণিপুর ও নাগাল্যান্ডের জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলো ঘুরিয়ে দেখানো হবে। ৭ দিনের এই ট্রিপে হর্নবিল ফেস্টিভ্যালে অংশগ্রহণ করার সুযোগও রয়েছে।

৬ রাত্রি ৭ দিনের উত্তর-পূর্ব ভারত ভ্রমণের প্যাকেজ বাজেট ফ্রেন্ডলিও বটে। এই ট্রিপে গেলে বছর শেষে আপনার পকেটে টান পড়বে না। দিল্লি থেকে শুরু এই যাত্রা। এই প্যাকেজের মধ্যে বিমান ভাড়া, হোটেল ভাড়া, খাওয়া-দাওয়ার খরচ, ভ্রমণ বিমা এবং দর্শনীয় স্থানের টিকিটের খরচ অন্তর্ভুক্ত রয়েছে। আপনি যাতে সহজেই মণিপুর ও নাগাল্যান্ড ঘুরে দেখতে পারেন সেই চেষ্টাই করেছে আইআরসিটিসি।

আর ডিসেম্বরে যখন নাগাল্যান্ড যাওয়ার প্ল্যান হচ্ছে তখন হর্নবিল ফেস্টিভ্যালে অংশগ্রহণ না করাটা বোকামি। নাগাল্যান্ডের মহোৎসব নামে পরিচিত হর্নবিল ফেস্টিভ্যাল। এই উৎসব নাগাল্যান্ডের আদিবাসীর সংস্কৃতি ও লোকসাহিত্যকে বিশ্ব দরবারের সামনে তুলে ধরে। রঙের ছোঁয়ায় সেজে ওঠে হর্নবিল ফেস্টিভ্যাল। এমন উৎসব ভুলেও মিস করবেন না।

প্রতি বছর ডিসেম্বরে এই উৎসব পালিত হয়। এই উৎসব নাগাল্যান্ডের আদিবাসী যোদ্ধা সম্প্রদায়ের উৎসব। স্থানীয়দের কাছে এই উৎসবের আলাদা মাহাত্ম্য রয়েছে। পর্যটকদের কাছেও এই উৎসব বেশ জনপ্রিয়।