Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India’s most luxurious train: ট্রেন সফরে চুমুক দিতে পারবেন প্রিয় ককটেলে, ভারতের সবচেয়ে বিলাসবহুল ট্রেনের ভাড়া কত জানেন?

Maharaja Express: কথায় রয়েছে, 'enjoy the journey not the destination'. এটা হাড়ে-হাড়ে টের পাবেন ভারতের সবচেয়ে বিলাসবহুল ট্রেন ‘মহারাজা এক্সপ্রেস’-এ। বিশ্বের অন্যতম বিলাসবহু ট্রেনযাত্রার মধ্যে রয়েছে ‘মহারাজা এক্সপ্রেস’-এর নাম।

India's most luxurious train: ট্রেন সফরে চুমুক দিতে পারবেন প্রিয় ককটেলে, ভারতের সবচেয়ে বিলাসবহুল ট্রেনের ভাড়া কত জানেন?
Follow Us:
| Edited By: | Updated on: Jul 29, 2023 | 11:18 AM

ভারতীয় রেলে অভিজ্ঞতা সবসময় ভাল হয়, এমন নয়। ভারতীয় রেল নিয়ে নিত্যদিনের যাত্রীদের প্রায়ই অভিযোগ থাকে। এমনকী দূরপাল্লার ভ্রমণের ক্ষেত্রেও নানা ভাল-মন্দ অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় যাত্রী। তবে, ভারতে এমনও এক বিলাসবহুল ট্রেন রয়েছে, যেখানে আপনি শুধুমাত্র ভাল অভিজ্ঞতারই সম্মুখীন হবেন। সেই ট্রেনের প্যান্ট্রির খাবার নিয়ে কোনও অভিযোগ থাকবে না, টয়লেটের ধারে সিট পড়ারও ভয় নেই। বরং, এই ট্রেনে ভ্রমণ করলে আপনি জীবনের সেরা রেল ভ্রমণ অভিজ্ঞতার সম্মুখীন হতে হবে। আর এই ট্রেনে যাত্রা করার জন্য আপনাকে টিকিট কাটতে হবে প্রায় ১৯ লক্ষ টাকা দিয়ে।

কথায় রয়েছে, ‘enjoy the journey not the destination’. এটা হাড়ে-হাড়ে টের পাবেন ভারতের সবচেয়ে বিলাসবহুল ট্রেন ‘মহারাজা এক্সপ্রেস’-এ। বিশ্বের অন্যতম বিলাসবহু ট্রেনযাত্রার মধ্যে রয়েছে ‘মহারাজা এক্সপ্রেস’-এর নাম। আইআরসিটিসি মহারাজা এক্সপ্রেসের মাধ্যমে মুম্বই, রাজস্থান ও দিল্লি ভ্রমণের সেরা অভিজ্ঞতা প্রদান করে।

মহারাজা এক্সপ্রেসে যাত্রীদের রাজকীয় অভিজ্ঞতা প্রদান করা হয়। ঐতিহ্য, সংস্কৃতিতে আগা-গোড়া মোড়া মহারাজা এক্সপ্রেস। মহারাজা এক্সপ্রেসে একসঙ্গে ৮৮ জন যাত্রী সফর করতে পারেন। ট্রেনের মধ্যে রয়েছে দু’টি রেস্তোরাঁ—ময়ূর মহল ও রং মহল। রয়েছে সাফারি বার, যেখানে আপনি আপনার পছন্দমতো ককটেল থেকে ওয়াইন সব কিছু পাবেন। এছাড়াও যাত্রীদের আরামের জন্য রয়েছে লাউঞ্জ। এই রাজা ক্লাবে আপনি বাকি যাত্রীদের সঙ্গে বিভিন্ন গেমও খেলতে পারবেন। রেস্তোরাঁ, বার, লাউঞ্জের বাইরে আসল আকর্ষণ হল মহারাজা এক্সপ্রেসের কেবিন। মহারাজা এক্সপ্রেসে মোট ১৪টি প্যাসেঞ্জার কেবিন রয়েছে। তার মধ্যে ৫টি ডিলেক্স কেবিন, ৬টি জুনিয়র সুইট, ২ সুইট এবং ১টি ম্যাজেস্টিক প্রেসিডেন্টিয়াল সুইট রয়েছে। এই সব কেবিনে ওয়াই-ফাই পরিষেবার পাশাপাশি প্রাইভেট বাথরুম, LCD TV, DVD players সব কিছু রয়েছে।

মহারাজা এক্সপ্রেসে চারটি প্যাকেজ রয়েছে। হেরিটেজ অফ ইন্ডিয়া, যেটি ৭ দিনের ট্যুর। এই প্যাকেজে যাত্রা শুরু হবে মুম্বই থেকে। রাজস্থানের উদয়পুর, যোধপুর, বিকানির, জয়পুর, আগ্রা হয়ে ট্রেন পৌঁছাবে দিল্লি। দ্বিতীয় প্যাকেজ হল, ইন্ডিয়ান প্যানোরমা। এটিও ৭ দিনের ট্যুর। তবে, এই ট্যুরটি শুধু হয় দিল্লি থেকে। দিল্লি থেকে জয়পুর, আগ্রা, খাহজুরাও, বারাণসী হয়ে আবার পৌঁছায় দিল্লি। ৪ দিনের ট্যুরও রয়েছে, যার নাম টেজার অফ ইন্ডিয়া। এই ট্যুর দিল্লি থেকে শুরু হয়ে আগ্রা, জয়পুর হয়ে আবার দিল্লি পৌঁছায়। এছাড়াও আরও একটি ৭ দিনের ট্যুর রয়েছে, যেখানে দিল্লি, আগ্রা, জয়পুর, উদয়পুর হয়ে মহারাজা এক্সপ্রেস পৌঁছায় মুম্বই। যাত্রাপথে ট্রেন সেই সব স্টেশনে থামে যেখানে রয়েছে কোনও জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এবং সেসব স্থান আইআরসিটিসি-এর তরফেই যাত্রীদের ঘুরিয়ে দেখানো হয়। আপনি কোন ধরনের রুম বুক করছেন এবং কোনও ট্যুরটি বেছে নিচ্ছেন তার উপর নির্ভর করছে টিকিটের দাম। তবে, মহারাজা এক্সপ্রেসের ন্যূনতম টিকিটের দাম শুরু হয় ৩ লক্ষ ১৮ হাজার টাকা। আর সর্বোচ্চ মূল্য ১৯ লক্ষ টাকা।